নেতাজী সুভাষ চন্দ্র বসু
নেতাজী সুভাষ চন্দ্র বসু
নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলা বাণী Netaji Subhash Chandra Bose Bangla Bani
জন্মঃ ২৩ জানুয়ারি ১৮৯৭
নেতাজী সুভাষ চন্দ্র বসুর পিতার নাম জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী বসু (দত্ত)। নেতাজী সুভাষ ১৮৯৭ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি ব্রিটিশ শাসিত ভারতের অন্তর্গত ওড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত উক্তি হল, “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব“। ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র।
নেতাজি সুভাষ চন্দ্র বসুর 10টি বাক্য
সুভাষ চন্দ্র বসু ছিলেন ভারতের একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রবর্তক।
সুভাষ চন্দ্র বসু "নেতাজি" নামে বিখ্যাত।
নেতাজি সুভাষ চন্দ্র বসু 23 জানুয়ারী 1897 সালে উড়িষ্যা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন।
সুভাষ চন্দ্র বসুর পিতার নাম জানকী নাথ বসু এবং মাতার নাম প্রভাবতী বসু।
নেতাজী সুভাষ চন্দ্র বসু শৈশব থেকেই পড়াশোনায় অত্যন্ত বুদ্ধিমান ছিলেন।
সুভাষ চন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন।
স্বাধীনতা সংগ্রামের সময় নেতাজি বেশ কয়েকবার জেলে গিয়েছিলেন।
‘আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’ নেতাজি সুভাষচন্দ্রের বিখ্যাত স্লোগান।
সুভাষ চন্দ্র বসু গান্ধীজি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন।
নেতাজিকে 1992 সালে মরণোত্তর ভারতরত্নও দেওয়া হয়েছিল।
নেতাজি সুভাষ চন্দ্র বসুর 10টি লাইন (সেট -2)
সুভাষ চন্দ্র বসু 23 জানুয়ারী 1897 সালে উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন।
সুভাষ চন্দ্র বসু "নেতাজি" নামেও পরিচিত ছিলেন।
সুভাষ চন্দ্র বসু জি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন।
তাঁর বিখ্যাত স্লোগান ছিল ‘দিল্লি চলো’ এবং ‘আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’।
তাঁর দেওয়া জয় হিন্দ স্লোগান ভারতের জাতীয় স্লোগানে পরিণত হয়েছে।
নেতাজি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সাহসী বিপ্লবী নায়কদের একজন।
নেতাজি সুভাষ চন্দ্র বসুকেও 1992 সালে ভারতরত্ন দেওয়া হয়েছিল।
1945 সালের 18 আগস্ট তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় তিনি মারা যান।
নয়াদিল্লিতে কার্তব্য পথে নেতাজির বিশাল মূর্তিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 18 সেপ্টেম্বর 2022-এ উন্মোচন করেছিলেন।
সুভাষ চন্দ্র বসুই প্রথম মহাত্মা গান্ধীকে 'জাতির পিতা' (জাতির পিতা) বলে সম্বোধন করেছিলেন।