English to Bengali, বাংলা ও ইংরেজি, Online English to Bengali Tense, English Gramma

শিক্ষায় জীবন

Simple Present Tense

Present Tense (বর্তমান কাল)
চারটি (4) ভাগ 
  1. Present Indefinite or Simple Tense 
  2. Present Continuous or Progressive Tense
  3. Present Perfect Tense 
  4. Present Perfect Continuous Tense
Present Indefinite or Simple Tense
[Aux. - do/dose + Verb Present]
Present Indefinite Tense ব্যাপারটা কী বা কাকে বলে ?
  সাধারণভাবে বর্তমান কালে কোনো কিছু করা , হওয়া বা থাকা বোঝালে Present Indefinite Tense বলে। 
যেমন - 
1- I play football- আমি ফুটবল খেলি। 
2- He is ill- সে (হয়) অসুস্থ। 
3- She has a pen- তার একটি কলম আছে। 
4-They sing a song. তারা একটি গান গাই।
মোট চার ধরণের  Sentence  আছে 
মোটামুটি আমরা সারাদিন যত বাক্য ব্যবহার করি সে গুলি চার ধরণের হয়। 
1- Affirmative.(হাঁ -বাচক )
2- Negative(না - বাচক )
3- Interrogative(প্রশ্নবোধক )
4- Interrogative Negative.(প্রশ্নবোধক না - বাচক)
   আমরা যদি প্রত্যেক Tense-এর এই চার ধরণের বাক্য গঠনের রীতি শিখে নিই , তাহলে যে কোনো বাক্য যা আমরা বাংলায় বলবো - ইরাজিতে বলতে বা শিখতে পারবো।
 Affirmative Sentence (হাঁ -বাচক )
[ Subject + Verb + Other Words ]
S -মানে Subject / V-মানে Verb(মূল Verb ) / Other Words -মানে Object ; 
Complement;  Adverbial . (  S  +  V +  O  +  C  +  A  )
অর্থাৎ Present Indefinite Tense এ Affirmative Sentence গঠন করতে হলে,  Sentence এর প্রথমে Subject  তারপর Verb , তারপর other  words বসবে 
যেমন ,
1- He eats rice , এখানে He -Subject , eats -Verb , Rice - Object
2-They are happy, এখানে They -S , are  - V , happy -C
3- She drinks milk.এখানে She-S ,  drink-V ,  milk - O .
4- You sing in the moring. এখানে You-S ,  Sing-V ,  in the  morning -A.
* in the moring - সময় বোঝাচ্ছে বলে Adverbial বলা হয়।
[এই কথা গুলো অবশ্যই মনে রাখবে]
Subject টা  যদি Third Person Singular number হয় তাহলে তার Verbএর সঙ্গে  s/es যোগ করতে হয়।কিন্তু  subject টা  third person plural হলে বা  first person বা  second person হলে  এরকম s/es যোগ করতে হবে না
Example-
Have  Verb  এর ক্ষেত্রে ব্যাপারটা কেমন দেখো।  এক্ষেত্রে Verb এর সঙ্গে s /es যোগ করার মানে হলো Has বসানো 
যেমন ,
I  (First Person)   have
You  (Second Person)   have
They   (Third person Plural)   have
Tom & john   (Third person Plural)   have
কিন্তু 
He (Third person singular) Has
She (Third person singularHas
It (Third person singularHas
Tom (Third person singularHas
যেমন
She   has      a nice pen .
(S)    (V)           (O)
They   have    a big house
(S)      ( V )        (O)
এখানে Object  থাকলেও কিন্তু সাধারণ ভাবে Passive Voice করা হয় না।
-----------------------------------------------------------------------
"The Verbs in this pattern have a noun or pronoun as direct object. but conversion to the passive voice is not possible." 
A. S. Hornby.
--------------------------------------------------------------------
'Be' Verb এর ক্ষেত্রে ঝামেলা কম
I - এর সঙ্গে am
আর subject  Singular  হলে is  ও Plural  হলে অরে-
যেমন -
Present Indefinite Tense  এ Affirmative  এর সম্ভাব্য sentence গুলো হলো :
1- He reads English
2- You buy a pen
3- She dances
4- They go to school everyday.
5- We are students.
6- He is a nice doll.
7- I have a good shirt.
মনে রাখবে 
 😊 Present Indefinite Tense এর Auxiliary verb do এবং dose .
 😊 সাধারণ ভাবে Present Indefinite Tense এর affirmative sentence -এ Auxiliaryবসে না , তবে এর ব্যতিক্রমও আছে।
 😊 Verb এর কাজের ওপর জোর দিতে Auxiliary do  বা dose  বসে।
যেমন -
1- I do feel for you. আমি তোমার কথা ভাবি (অনুভব করি )
2- He dose needs a sweater. তার একটা সোয়েটার বিশেষ ভাবে দরকার।

Labels

Present Tense (25) Normal English Lessons (15) মধু খাওয়ার উপকারিতা (14) Tense (12) Regular English Lessons (11) জীবন বদলে দেওয়ার মতো 30 টি বাণী (11) রসুনের উপকারিতা (10) Interrogative Sentence (8) Negative Sentence (8) Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী (8) Affirmative Sentence (হাঁ -বাচক ) (7) Interrogative Negative (7) পেয়ারার উপকারিতা (7) কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক – (keyboard shortcuts) (6) রবীন্দ্রনাথের বাণী সমগ্র (6) 7 Idioms Starting with "Cold" (4) Parts of Speech-English Grammar (ইংরেজি ব্যাকরণ) (4) Sayings Starting with "Cross" and "Cry" (4) 6 Idioms Starting with "Close" (3) এ.পি.জে আব্দুল কালাম (3) Adjective (2) Figures of speech Starting with "Come" (2) Motivational speech (2) Preposition (2) grammar (2) voice-active-voice-passive-voice (2) About Us (1) Adverb (1) Believe-in-yourself-sand-stone. (1) Computer Shortcut Keys (1) Motivational Quotes in Bangali (1) Noun (1) Parts of Speech: Noun (1) Pronoun (1) Verb (1) এ.পি.জে আব্দুল কালামের অনুপ্রেরণাদায়ক বাণী (1) নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলা বাণী Netaji Subhash Chandra Bose Bangla Bani (1) বাংলা অনুপ্রেরণা মূলক উক্তি (1) ব্যবহার এবং অপকারিতা (1)

My Blog List

  • Positive Thoughts - * 1) ‘Dreams are not what you see in your sleep. Dreams* *That's what keeps you awake. '* *2) ‘To be as bright as the sun first* *You have to burn li...
    3 years ago

Popular Posts

Most Popular

জীবন বদলে দেবার মতো উক্তি,গুণীজনের বাণী , যা আপনার জীবনকে বদলে দিতে পারে

জীবন বদলে দেবার মতো উক্তি  জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায়, সময়কে ভালোভাবে ব্যবহার করতে। আর সময় শেখায়, জীবনের মূল্য দিতে।...