- Present Indefinite or Simple Tense
- Present Continuous or Progressive Tense
- Present Perfect Tense
- Present Perfect Continuous Tense
Present Indefinite or Simple Tense
[Aux. - do/dose + Verb Present]
➧Present Indefinite Tense ব্যাপারটা কী বা কাকে বলে ?
সাধারণভাবে বর্তমান কালে কোনো কিছু করা , হওয়া বা থাকা বোঝালে Present Indefinite Tense বলে।
যেমন -
1- I play football- আমি ফুটবল খেলি।
2- He is ill- সে (হয়) অসুস্থ।
3- She has a pen- তার একটি কলম আছে।
4-They sing a song. তারা একটি গান গাই।
মোট চার ধরণের Sentence আছে
মোটামুটি আমরা সারাদিন যত বাক্য ব্যবহার করি সে গুলি চার ধরণের হয়।
1- Affirmative.(হাঁ -বাচক )
2- Negative(না - বাচক )
3- Interrogative(প্রশ্নবোধক )
4- Interrogative Negative.(প্রশ্নবোধক না - বাচক)
আমরা যদি প্রত্যেক Tense-এর এই চার ধরণের বাক্য গঠনের রীতি শিখে নিই , তাহলে যে কোনো বাক্য যা আমরা বাংলায় বলবো - ইরাজিতে বলতে বা শিখতে পারবো।
Affirmative Sentence (হাঁ -বাচক )
[ Subject + Verb + Other Words ]
[ Subject + Verb + Other Words ]
S -মানে Subject / V-মানে Verb(মূল Verb ) / Other Words -মানে Object ;
Complement; Adverbial . ( S + V + O + C + A )
Complement; Adverbial . ( S + V + O + C + A )
অর্থাৎ Present Indefinite Tense এ Affirmative Sentence গঠন করতে হলে, Sentence এর প্রথমে Subject তারপর Verb , তারপর other words বসবে
যেমন ,
1- He eats rice , এখানে He -Subject , eats -Verb , Rice - Object
2-They are happy, এখানে They -S , are - V , happy -C
3- She drinks milk.এখানে She-S , drink-V , milk - O .
2-They are happy, এখানে They -S , are - V , happy -C
3- She drinks milk.এখানে She-S , drink-V , milk - O .
4- You sing in the moring. এখানে You-S , Sing-V , in the morning -A.
* in the moring - সময় বোঝাচ্ছে বলে Adverbial বলা হয়।
[এই কথা গুলো অবশ্যই মনে রাখবে]
Subject টা যদি Third Person Singular number হয় তাহলে তার Verbএর সঙ্গে s/es যোগ করতে হয়।কিন্তু subject টা third person plural হলে বা first person বা second person হলে এরকম s/es যোগ করতে হবে না
Example-
Have Verb এর ক্ষেত্রে ব্যাপারটা কেমন দেখো। এক্ষেত্রে Verb এর সঙ্গে s /es যোগ করার মানে হলো Has বসানো
যেমন ,
I (First Person) have
You (Second Person) have
They (Third person Plural) have
Tom & john (Third person Plural) have
কিন্তু
He (Third person singular) Has
She (Third person singular) Has
It (Third person singular) Has
Tom (Third person singular) Has
যেমন
She has a nice pen .
(S) (V) (O)
They have a big house
(S) ( V ) (O)
এখানে Object থাকলেও কিন্তু সাধারণ ভাবে Passive Voice করা হয় না।
-----------------------------------------------------------------------
"The Verbs in this pattern have a noun or pronoun as direct object. but conversion to the passive voice is not possible."
A. S. Hornby.
--------------------------------------------------------------------
'Be' Verb এর ক্ষেত্রে ঝামেলা কমI - এর সঙ্গে am
আর subject Singular হলে is ও Plural হলে অরে-
যেমন -
Present Indefinite Tense এ Affirmative এর সম্ভাব্য sentence গুলো হলো :
1- He reads English
2- You buy a pen
3- She dances
4- They go to school everyday.
5- We are students.
6- He is a nice doll.
7- I have a good shirt.
মনে রাখবে
😊 Present Indefinite Tense এর Auxiliary verb do এবং dose .😊 সাধারণ ভাবে Present Indefinite Tense এর affirmative sentence -এ Auxiliaryবসে না , তবে এর ব্যতিক্রমও আছে।
😊 Verb এর কাজের ওপর জোর দিতে Auxiliary do বা dose বসে।
যেমন -
1- I do feel for you. আমি তোমার কথা ভাবি (অনুভব করি )
2- He dose needs a sweater. তার একটা সোয়েটার বিশেষ ভাবে দরকার।