Tense, Tense বা কাল, Tense কাকে বলে ? Tense কাকে বলে ও এর প্রকারভেদ, Rules of Tense - English-Bengali Grammar, আসুন ইংরেজী শিখি, আমরা Tense শেখার জন্য প্রস্তুত।
- Tense কাকে বলে?
Answer :- Tense হল ক্রিয়ার কাল। Tense শুধুমাত্র Verb এর হয় , অন্য্ কোনো Parts of Speech - এর নয়। Verb মানে একটা কাজ। কাজ যখন , তখন নিশ্চই তার একটা সময় আছে। অর্থাৎ কাজটা কখন হয় , বা হয়েছিল বা হবে। Tense - এই সময়টাই বলে দেয়।
নীচে দেখো
Last Year (গত বছর ) (VIII) | This Year (এই বছর ) (IX) | Next Year (আগামী বছর ) (X) |
---|
অৰ্থাৎ গত বছর তুমি class VII এ ছিলে , এই বছর তুমি class IX আছো। সামনের বছর তুমি class X পড়বে। তার মানে তিনটে কাল।
- Past Tense (অতীত কাল)
- Present tense (বর্তমান কাল)
- Future Tense (ভবিষৎ কাল)
You were in class VII last year (তোমরা গত বছর অষ্টম শ্রেণীতে ছিলে )
You are in class IX this year (এ বছর তোমরা নভোম শ্রেণীতে আছো )
You will be in class X next year (আগামী বছর তোমরা দশম শ্রেণীতে পড়বে)
অৰ্থাৎ ক্রিয়ার তিনটে কাল
✔ Past Tense (অতীত কাল)
✔ Present Tense (বর্তমান কাল)
✔ Future Tense (ভবিষৎ কাল)
মনে রাখবে
ইরাজিতে বিভিন্ন Tense এ বিভিন্ন রকম Verb বসে। যেমন - I go / Iwent / I shall Go .
Go-Verb of Present Tense
Went- Verb of Past Tanse
Shall go- Verb of Future Tanse
প্রত্যেক Tense এর আবার ৪ (4) রকম ভাগ আছে
Present Tense (বর্তমান কাল)
- Present Indefinite or Simple Tense
- Present Continuous or Progressive Tense
- Present Perfect Tense
- Present Perfect Continuous Tense
Past Tense (অতীত কাল)
- Past Indefinite or Simple Tense
- Past Continuous Tense or Progressive Tense
- Pest Perfect Tense
- Pest Perfect continuous Tense
Future Tense (ভবিষৎ কাল)
- Future Indefinite or Simple Tense
- Future Continuous or Progressive Tense
- Future Perfect Tense
- Future Perfect continuous Tense