English to Bengali, বাংলা ও ইংরেজি, Online English to Bengali Tense, English Gramma

শিক্ষায় জীবন

Showing posts with label কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক – (keyboard shortcuts). Show all posts
Showing posts with label কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক – (keyboard shortcuts). Show all posts

এ.পি.জে আব্দুল কালামের অনুপ্রেরণাদায়ক বাণী, এ.পি.জে আব্দুল কালামের অনুপ্রেরণাদায়ক বাণী জীবনের অভিজ্ঞতা থেকে তার লেখা বাণী মানুষকে অনুপ্রাণিত করে জীবনের পথে এগিয়ে যেতে। তার মূল্যবান বাণী হল –

 এ.পি.জে আব্দুল কালামের অনুপ্রেরণাদায়ক বাণী
Written by Englishb in Bengali Quotes




এ.পি.জে. আব্দুল কালাম ১৯৩১ সালের ১৫ অক্টোবর,  ভারতের তামিলনাড়ু  রাজ্যের  রামেশ্বরমের  এক তামিল মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন।

পেশাগত  দিক থেকে বিজ্ঞানী ছিলেন তিনি এবং দেশ গড়ার কাজে ব্রতী হয়েছিলেন। তিনি ‘ইসরো’, ‘ডিআরডিও’-তে দীর্ঘদিন কাজ করেছেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি হন।

ভারতের ‘মিসাইল ম্যান’ নামে খ্যাত এ.পি.জে. আব্দুল কালামের ব্যক্তিগত জীবন খুবই সহজ এবং শৃঙ্খলাবদ্ধ ছিল। তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নসহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।তিনি মারা যান ২৭ জুলাই ২০১৫ সালে।



এ.পি.জে আব্দুল কালামের অনুপ্রেরণাদায়ক বাণী
জীবনের অভিজ্ঞতা থেকে তার লেখা বাণী মানুষকে অনুপ্রাণিত করে জীবনের পথে এগিয়ে যেতে। তার মূল্যবান বাণী হল –  

এ পি জে আবদুল কালামের বাণী

যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ FAIL করো, তাহলে কখনো হাল ছেড়ে দিওনা | কারণ FAIL শব্দটার একটা অন্য মানে আছে First Attempt in Learning অর্থ্যাৎ শিক্ষার প্রথম ধাপ।

উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান, কিন্তু সংকীর্ণ মনের মানুষরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করেন

সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে।

বৃষ্টির সময় প্রত্যেক পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়



আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে, স্বপ্ন সত্যি হওয়ার আগে পর্যন্ত

মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, বাঁধা না থাকলে সফলতা উপভোগ করা যায়না

আমাদের কখনই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাঁধা আমাদের হারিয়ে দিতে না পারে

ওপরে ওঠার জন্য শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্ট ই হোক বা আপনার পেশা

সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন

আমার সাফল্যের সংজ্ঞা যথেষ্ট শক্তিশালী হলে ব্যর্থতা কখনই আমাকে অতিক্রম করতে পারবে না



ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম, এটা আপনাকে একজন সফল মানুষ গড়ে তুলবে

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করছেন, ততক্ষন তার মধ্যে সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবেনা

ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার তা হলো প্রশ্ন করার ক্ষমতা, তাদের প্রশ্ন করতে দিন


আব্দুল কালামের অনুপ্রেরণাদায়ী উক্তি


নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব – এই চারটি জিনিস মেনে চললে যেকোনো কিছুকেই লাভ করা যেতে পারে

স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন থেকেই চিন্তার জন্ম হয় আর চিন্তা জন্ম দেয় কাজের

যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে | জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসেনা

জীবন এক কঠিন খেলা, এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগত ভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে



আমরা শুধু সাফল্যের উপরই গড়ি না, আমরা অসফলতার উপরেও গড়ি

প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তু সমালোচনা করতে হবে ব্যক্তিগত ভাবে

বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে, বিজয়ী হওয়ার দরকার নেই এটা মনে করা | যখন তুমি স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে

একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে

জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত

সমস্যা চিহ্নিত করতে হবে, তারপর সফল হতে হবে

আমি এই কথাটা স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে, আমি কিছু জিনিসকে কখনই বদলাতে পারবোনা

যেকোনো ধর্মকে; সেটাকে বানানোর জন্য আর প্রসার করার জন্য, অন্যের হত্যা করা অনিবার্য নয়


যে নিজের মন থেকে কাজ করতে পারেনা সেও অর্জন করে কিন্তু শুধুই ফাঁপা জিনিস

একজন মহান শিক্ষক জ্ঞান,অদম্য ইচ্ছা আর করুনার দ্বারা নির্মিত হন

ছোট লক্ষ্য রাখা একটি অপরাধ

ওপরে আকাশের দিকে তাকান, আমরা একা নই

স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে

স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো | স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমাতে দেবে না

তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবেনা | কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো,ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমার সবাইকে স্যালুট করে যেতে হবে

যারা হৃদয় দিয়ে কাজ করতে পারেনা, তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন, এমন সাফল্যের থেকেই সৃষ্টি হয় তিক্ততা

Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী


এ পি জে আবদুল কালামের জীবন নিয়ে বাণী

জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক | জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে

তুমি তোমার ভবিষ্যত পরিবর্তন করতে পারবেনা কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চই পারবে, এবং অভ্যাসই তোমার ভবিষ্যত পরিবর্তন করে দেবে

ইশ্বর তাদেরই সহায় থাকেন, যারা কঠোর পরিশ্রম করেন, এই নীতিটি খুবই স্পষ্ট।

প্রতিদিন সকালবেলা এই ৫টি কথা নিজেকে বলবে
আমি সেরা
আমি নিশ্চই পারবো
সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন
আজকের দিনটা শুধু আমার



নানারকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে | আবিষ্কারের নেশা থাকতে হবে | যেই পথে কেউ যায়নি, সেই পথেই এগোতে হবে | অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে

জীবনে কঠিন সব বাঁধা আসে, তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভীতরের লুকোনো অদম্য শক্তিকে অনুধাবন করাতে | বাঁধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও

যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে তোমাকে প্রথমে সূর্যের মত পুড়তে হবে

যে মানুষগুলো তোমাকে বলে, “তুমি পারো না” বা “তুমি পারবেই না”, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে; তুমি পারবে



জীবন একটা কঠিন খেলা, ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই একমাত্র তুমি জয়ী হতে পারবে

গোটা মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ, যারা স্বপ্ন দেখে এবং কাজ করে তাদেরই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব

যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে রুপান্তরিত করতে হয়, তাহলে আমি বিশ্বাস করি এতে তিনজন মানুষের সবচেয়ে বেশি ভূমিকা থাকে – বাবা,মা আর শিক্ষক

আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুত গতিতে শেষ হয়ে যায় সিগারেট ও বিড়ি। অবাক হয়ে ভাবতাম, গরীব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ এভাবে ধোঁয়া গিলে উড়িয়ে দেয় কেন।



আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি, যার সত্যি সাহায্যের প্রয়োজন | সৌন্দর্য থাকে মানুষের মনে, মুখে নয়

যুব সমাজকে চাকরিপ্রার্থী হওয়ার বদলে, চাকরিদাতা হওয়া প্রয়োজন

গভীর দুঃখ ও অত্যাধিক আনন্দ থেকে কবিতার জন্ম হয়

এ.পি.জে আব্দুল কালামের শিক্ষণীয় কিছু পংক্তি


প্রথম জয়ের পর কখনই বিশ্রাম নেওয়া উচিত নয়, তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই, তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে

ভিন্নভাবে চিন্তা করা এবং উদ্ভাবনের সাহস থাকতে হবে । অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস দেখাতে হবে । সমস্ত সমস্যাকে জয় করে সফল হতে হবে । মহান গুণাবলী দ্বারা নিজেদের পরিচালিত করতে হবে । তরুণদের প্রতি এই হল আমার বার্তা।

যারা স্বপ্ন দেখে, যারা কাজ করে, তাদের প্রতিষ্ঠা দেওয়ার জন্য মহাবিশ্ব সর্বদা চক্রান্তে লিপ্ত হয়।

উৎকর্ষ একটি চলমান প্রক্রিয়া । এটি কোন আবশ্যিক ঘটনা নয় ।

আমাদের সবার সমান মেধা নেই। তবে আমাদের সকলেরই সুযোগ রয়েছে প্রতিভার বিকাশ ঘটানোর

সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না । মুখোমুখি রুখে দাঁড়াবে । মনে রাখবে, সমস্যাহীন জয়ে কোন আনন্দ নেই । আর সব সমস্যার সমাধান আছে ।

সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করি ।
এক) জীবনের লক্ষ্য নির্ধারণ করা,
দুই) জ্ঞান অর্জন করা,
তিন) কঠিন সমস্যায় পিছু না হটা
চার) কোন কাজে সফলতা ও ব্যর্থতা দুটোতেই নেতৃত্ব দেওয়া ।

সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবে না । হতাশ না হয়ে, তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে ।

সাহস হারাবে না । আর লক্ষ্য রাখবে জীবনের একটি দিনও যাতে ব্যর্থ না যায় ।

স্বপ্ন বাস্তবে রূপায়িত করার পূর্বে, স্বপ্ন দেখা প্রয়োজন ।

ঘোড়া ও পাখি কোনদিন অসুখী নয় । কারণ তারা অপর ঘোড়া বা অপর পাখিকে সুখী করার চেষ্টা করে না ।

মহৎ মানুষেরা ধর্মকে মিত্রতা স্থাপনের কাজে ব্যবহার করে । আর সংকীর্ণ মানুষেরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে কাজে লাগায়

সেই ভালো শিক্ষার্থী হয়, যে প্রশ্ন করতে পারে । তাই ছাত্র-ছাত্রীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে ।

কিনে নিন আব্দুল কালামের লেখা দারুন একটি বই,

Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী


মানবিকতা ও সাফল্য নিয়ে কালামের বিখ্যাত উক্তি

আমার কাছে নেগেটিভ এক্সপেরিয়েন্স বলে কিছুই নেই । যদি আমি কাজকে ভালবাসি, তাহলে শত ব্যস্ততার মধ্যেও কাজটি করার জন্য সময় বের করে নিতে পারব ।

ঈশ্বর তাদেরকেই সাহায্য করে যারা কঠোর পরিশ্রমী হয় ।

যা তুমি ভাববে, চিন্তা করবে, তুমি ভবিষ্যতে সেভাবেই তৈরী হবে ।

একটি ভালো বই হাজার বন্ধুর সমান, আর একটি ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান ।

দেশের সবথেকে বুদ্ধিমান মানুষেরা লাস্ট বেঞ্চ থেকে উঠে আসে

সফলতার কাহিনী অপেক্ষা ব্যর্থতার কাহিনী পড় । সেখান থেকে সফলতার দিশা খুঁজে পাবে।

যদি তোমার সবকিছু শেষ হয়ে যায়, ভেঙে পড়ো না । মনে রাখবে এন্ড শব্দের আরেকটি অর্থ রয়েছে। এণ্ড ফর নেভার ডাই । অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই।

আমরা তখনই স্মরণীয় হয়ে থাকব, শুধুমাত্র যখন আমরা আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ ভারত উপহার দিতে পারব।

তোমার কাজকে ভালোবাসো কিন্তু তোমার কোম্পানিকে ভালোবেসো না। কারণ তুমি হয়তো জানো না কখন কোম্পানিটি তোমায় ভালোবাসবে না।

আমি এই কথাটা স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে আমি কিছু জিনিস কে কখনোই বদলাতে পারবো না।

কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে, তারাও একদিন ঠকবে। অপেক্ষা শুধু সময়ের।

শিক্ষাবিদদের উচিত শিক্ষার্থীদের মাঝে অনুসন্ধানী, সৃষ্টিশীল ও উদ্যোগী ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়া যাতে তারা আদর্শ মডেল হতে পারে।

আপনার চিন্তাভাবনাটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে, আপনার জীবনে যা কিছু উত্থান-পতন ঘটুক না কেন

কাউকে পরাজিত করা খুব সহজ, তবে কাউকে জেতা খুব কঠিন

Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী


Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী



Name Swami Vivekananda / স্বামী বিবেকানন্দ Born January 12, 1863, Calcutta, Bengal Presidency, British India Died July 4, 1902, Belur Math near Kolkata Nationality Indian
Field Religion, Social Work Achievement স্বামীজি সমগ্র আমেরিকা এবং ইউরোপে বেদান্তর দর্শন শিক্ষা (phylosaphy) প্রচার করেছিলেন | শিকাগোতে দেওয়া তাঁর সেই অমূল্য ভাষণ আজ সারা জগৎ বিখ্যাত, এর মাধ্যমে স্বামীজি সারা দুনিয়ায় হিন্দুত্ব তথা ভারতের নাম উজ্জ্বল করেন |
শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রিয় শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ এবং তাঁর গুরুর নামে তিনি রামকৃষ্ণ মিশনের স্থাপন করেন যা বর্তমানে হাওড়া জেলার বেলুড়ে অবস্থিত |


 


স্বামী বিবেকানন্দের অমূল্য বাণী – Swami Vivekananda Bani in Bengali

1

“যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয়না” – Swami Vivekananda


2

“নিজের জীবনে ঝুঁকি নিন, যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন” – Swami Vivekananda


3

“কখনো না বলোনা, কখনো বলোনা আমি করতে পারবোনা | তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে, তুমি সব কিছুই করতে পারো”  – Swami Vivekananda


4

“যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন” – Swami Vivekananda


5

“দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন | আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন, দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে” – Swami Vivekananda


6

“কখনও বড় পরিকল্পনার হিসাব করবেন না, ধীরে ধীরে আগে শুরু করুন, আপনার ভূমি নির্মাণ করুন তারপর ধীরে ধীরে এটিকে  প্রসার করুন” – Swami Vivekananda


7

“ইচ্ছা, অজ্ঞতা এবং বৈষম্য – এই তিনটিই হলো বন্ধনের ত্রিমূর্তি” – Swami Vivekananda


8

“মানুষের সেবাই হলো ভগবানের সেবা” – Swami Vivekananda


9

“মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভীতর অবস্থিত” – Swami Vivekananda


10

“ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না, যতক্ষণ না তুমি সফল হচ্ছ” – Swami Vivekananda 


11

“যতক্ষণ না আপনি নিজের প্রতি বিশ্বাস রাখবেন, ততক্ষন আপনি ঈশ্বরকে বিশ্বাস করবেন না” – Swami Vivekananda


12

 “মনের শক্তি সূর্যের কিরণের মত, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে” – Swami Vivekananda


13

 “যেই রকম আপনি ভাববেন ঠিক সেইরকমই আপনি হয়ে যাবেন | যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন, তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন” – Swami Vivekananda


14

 “শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু, বিস্তার জীবন, সংকোচন মৃত্যু, প্রেম জীবন, ঘৃণা মৃত্যু” – Swami Vivekananda


15

 “প্রত্যেকটি ধারণা যা আপনাকে দৃঢ় করে সেটাকে আপন করে নেওয়া উচিত এবং প্রত্যেকটি ধারণা যা  আপনাকে দুর্বল করে দেয়, তা প্রত্যাখ্যান করা উচিত” – Swami Vivekananda


16

 “সব শক্তিই আপনার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখুন, এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল | দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন” – Swami Vivekananda



এ.পি.জে. আব্দুল কালামের অনুপ্রেরণা মূলক বাণী  


17

 “অন্য কারোর জন্য অপেক্ষা করো না, তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের উপর আশা করো না” – Swami Vivekananda


18

 “সমাজ অপরাধীদের কারণে খারাপ হয়না বরং ভালো মানুষদের নীরবতার কারণে হয়” – Swami Vivekananda 


19

 “তারা একাই থাকেন, যারা অন্যদের জন্য জীবিত থাকেন” – Swami Vivekananda 


20

 “একটি সময়ে একটিই কাজ করো এবং সেটা করার সময় নিজের সবকিছুই  তার মধ্যে ব্যয় করে দেও” – Swami Vivekananda 


21

 “নিজেকে দুর্বল মনে করা সবথেকে বড় পাপ” – Swami Vivekananda 


22

 “সত্যকে হাজার আলাদা আলাদা উপায়ে বলা যেতে পারে, তারপরেও সব কিছু সত্যই থাকে” – Swami Vivekananda


23

 “একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভাল উপায় হল সেই রাষ্ট্রে নারীর অবস্থান” – Swami Vivekananda


24

 “মহাবিশ্বের সমস্ত শক্তি প্রথম থেকেই আমাদের। তারা হল আমরাই যারা নিজের চোখের উপর প্রথমে হাত রাখি এবং তারপর কান্নাকাটি করি, কত অন্ধকার আছে বলে” – Swami Vivekananda 


25

 “যেমন ভাবে বিভিন্ন উৎস থেকে উৎপন্ন স্রোতগুলি তাদের জল সমুদ্রে মিলিত করে, তেমন প্রকারই মানুষ দ্বারা নির্বাচিত প্রত্যেক পথ সেটা ভালোই হোক বা খারাপ, ভগবানের কাছে নিয়ে যায়” – Swami Vivekananda 


26

 “কারোর নিন্দা করবেন না: যদি আপনি সাহায্যের জন্য আপনার হাত বাড়িয়ে দিতে পারেন, তাহলে নিশ্চই তা বাড়ান | আর যদি  না বাড়াতে পারেন, তাহলে আপনার হাত জোর করুন আর আপনার ভাইদের আশীর্বাদ করুন এবং তাদেরকে তাদের পথে যেতে দিন” – Swami Vivekananda


27

 “বিশ্ব একটি ব্যায়ামাগার যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি” – Swami Vivekananda 


28

 “যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করবো, আমাদের হৃদয় ততই বিশুদ্ধ হবে এবং ভগবান সেখানে বাস করবেন” – Swami Vivekananda 


29

 “বাহ্যিক স্বভাব কেবল অভ্যন্তরীণ স্বভাবের একটি বড় রূপ হয়” – Swami Vivekananda 


30

 “যখন কোনো বিচার অন্যভাবে মনকে নিয়ন্ত্রণ করে ফেলে, তখন সেটা বাস্তবিক, শারীরিক বা মানসিক অবস্থায় পরিবর্তিত হয়ে যায়” – Swami Vivekananda 


31

 “গীতা পড়ার পরিবর্তে আপনি ফুটবলের মাধ্যমে স্বর্গের আরো কাছাকাছি চলে যেতে পারবেন” – Swami Vivekananda 


32

 “যদি কোনদিন, আপনার সামান্য কোনো সমস্যা না আসে, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাটছেন” – Swami Vivekananda 


33

 “সবচেয়ে বড় ধর্ম হল নিজের স্বভাবের প্রতি সত্য থাকা, নিজের প্রতি বিশ্বাস করুন” – Swami Vivekananda


34

“আর কিছুরই দরকার নেই | দরকার শুধু প্রেম, ভালোবাসা ও সহিষ্ণুতা | জীবনের অর্থ বিস্তার আর বিস্তার ও প্রেম একই কথা | সুতরাং প্রেমই জীবন, এটাই জীবনের একমাত্র গতি” – Swami Vivekananda


35

“কী সামাজিক, কী রাজনৈতিক, কী আধ্যাত্মিক সব ক্ষেত্রেই যথার্ত কল্যাণের ভিক্তি একটিই আছে | সেটি এইটুকু জানা যে, আমি আর আমার ভাই এক | এই কথাটি সব দেশ ও সব জাতির পক্ষে সমান ভাবে সত্য” – Swami Vivekananda


36

“চোখ আমাদের পিছনের দিকে নয় সামনের দিকে, অতএব সামনের দিকে অগ্রসর হও | আর যেই ধর্মকে নিজের ধর্ম বলে গৌরববোধ করো, তার উপদেশ গুলিকে কাজে পরিণত করো | ঈশ্বর তোমাদের সাহায্য করুন” – Swami Vivekananda


37

“প্রত্যেক নারী-পুরুষকে ইশ্বরের দৃষ্টিতে দেখতে থাকো | তোমরা কাউকেই সাহায্য করতে পারোনা, কেবল সেবা করতে পারো | নিজেদের খুব বড় কিছু ভেবনা; তোমরা ধন্য যে সেবা করার অধিকার পেয়েছ, অন্যরা পায়নি” – Swami Vivekananda


38

“দরিদ্র ব্যক্তিদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি | নিজের মুক্তির জন্য তাদের কাছে গিয়ে তাদেরই পূজা করবো, ঈশ্বর তাদের মধ্যে রয়েছেন” – Swami Vivekananda



এ.পি.জে. আব্দুল কালামের অনুপ্রেরণা মূলক বাণী  


39

“তোমাদের সবার ভিতর মহাশক্তি আছে, নাস্তিকের ভিতর তা নেই | যারা আস্তিক তারা বীর, তাদের মহাশক্তির বিকাশ হবেই” – Swami Vivekananda


40

“শুধু সংখ্যাধিক্য দ্বারাই কোনো মহৎ কাজ সম্পন্ন হয়না | অর্থ, ক্ষমতা, পান্ডিত্য কিংবা বক্তৃতা এইগুলির কোনটিরই বিশেষ কোনো মূল্য নেই” – Swami Vivekananda


41

“পবিত্র, খাঁটি ও প্রত্যক্ষ অনুভূতি সম্পন্ন মহাপ্রাণ ব্যক্তিরাই, জগতে সমস্ত কাজ সম্পন্ন করে থাকেন” – Swami Vivekananda


42

“কোনো ব্যক্তি অসত্যের দিকে আকৃষ্ট হয় তার প্রধান কারণ হলো, সে সত্যকে ধরতে পারছেনা | অতএব যা মিথ্যে তা দূর করার একমাত্র উপায় হলো, যা সত্য তা মানুষকে দিতে হবে | সত্যটা কি? তাকে সেটা জানিয়ে দেও | সত্যের সাথে সে নিজের ভাবের তুলনা করুক | তুমি তাকে সত্য জানিয়ে দিলেই ওখানেই তোমার কাজ শেষ হয়ে গেল” – Swami Vivekananda


43

“অজ্ঞানতাই বন্ধনের কারণ, আমরা অজ্ঞানেই বদ্ধ হয়েছি | জ্ঞানের উদয়ের দ্বারাই অজ্ঞানতার নাশ হবে, জ্ঞানই আমাদের অজ্ঞানতার পারে নিয়ে যাবে” – Swami Vivekananda


44

“কেবল আধ্যাত্মিক উন্নতি সাধন করতে পারলেই সবধরনের দুঃখ-কষ্ট ঘুচবে | যতই শক্তি প্রয়োগ, শাসন প্রণালীর পরিবর্তন ও আইনের কড়াকড়ি করোনা কেন, তারফলে জাতির অবস্থার পরিবর্তন হয়না | আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষাই, প্রবৃত্তি পরিবর্তন করে জাতিকে সৎ পথে চালিত  করে” – Swami Vivekananda


45

“তুমি ইন্দ্রিয়ের দাস কিন্তু এই ইন্দ্রিয়ের ভোগ স্থায়ী নয়, বিনাশী এর পরিনাম | এই তিনদিনের ক্ষনস্থায়ী বিলাসের ফল সর্বনাশ | অতএব ইন্দ্রিয়ের দ্বারা সৃষ্ট সুখকে ত্যাগ করো, এটাই ধর্মলাভের উপায় | ত্যাগই আমাদের চরম লক্ষ্য ও মুক্তির পথ কিন্তু ভোগ আমাদের লক্ষ্য নয়” – Swami Vivekananda


46

“মানুষকে সর্বদা তার দুর্বলতার বিষয় ভাবতে বলা, তার দুর্বলতার প্রতীকার নয় | তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াই প্রতিকারের উপায়। তার মধ্যে যে শক্তি আগে থেকেই বর্তমান, তার বিষয় স্মরণ করিয়ে দাও” – Swami Vivekananda 


47

“মানুষ মূর্খের মত মনে করে, স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করতে পারে। বহুকাল চেষ্টার পর অবশেষে বুঝতে পারে প্রকৃত সুখ স্বার্থতার নাশে এবং সে নিজে ছাড়া অন্য কেউই তাকে সুখী করতে পারবে না” – Swami Vivekananda 


48

“দর্শনবর্জিত ধর্ম কুসংস্কারে গিয়ে দাঁড়ায়, আবার ধর্মবর্জিত দর্শন শুধু নাস্তিকতায় পরিণত হয় । আমাদের নিম্নশ্রেণীর জন্য কর্তব্য এই,কেবল তাদেরকে শিক্ষা দেওয়া এবং তাদের বিনষ্টপ্রায় ব্যক্তিত্ববোধকে জাগিয়ে তোলা”  – Swami Vivekananda 


49

“প্রথমে অন্নের ব্যবস্থা করতে হবে, তারপর ধর্ম” – Vivekananda Famous Quotes


50

“ভক্তি, যোগ এবং কর্ম – মুক্তির এই তিনটি পথ। প্রত‍্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অণুসরণ করে চলা। তবে এই যুগে কর্মযোগের উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত” – Swami Vivekananda


পোস্ট টি পড়ার জন্য আপনাকে জানাই অসংখ ধন্যবাদ 
আমাদের পোস্ট টি পড়ে যদি আপনার ভালো লাগে অথবা এই পোস্ট থেকে আপনি যদি উপকৃত হন, তাহলে আপনার একটি মূল্যবান কমেন্ট করেদিন, 
 এতে আমরা আরো অনুপ্রাণিত হতে পারি।  Thank You 


জীবন বদলে দেবার মতো উক্তি,গুণীজনের বাণী , যা আপনার জীবনকে বদলে দিতে পারে



জীবন বদলে দেবার মতো উক্তি 


  • জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায়, সময়কে ভালোভাবে ব্যবহার করতে। আর সময় শেখায়, জীবনের মূল্য দিতে।


  • Life and time are the best teachers in the world, life teaches, to use time well. And time teaches, to value life.



  • শিক্ষার উদ্দেশ্য যতদিন, চাকরি পাওয়া হবে। ততদিন সমাজে শুধু, চাকরে'রা জন্মাবে-মালিক নয়।


--এপিজে আব্দুল কলাম



  • ভুল সবসময় ক্ষমার যোগ্য, যদি কেউ স্বীকার করে নেয়।


--ব্রূচলি


বিখ্যাত মনীষীদের বাণী যা জীবন বদলে দিতে পারে , Motivational speech 


  • ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হল কর্মের ফল। যা প্রত্যেকের চেষ্টা ও কর্মে ফলে গড়ে ওঠে।


-- স্বামী বিবেকানন্দ


  • There is no such thing as destiny, 

what is there is the result of action. 

Which is the result of everyone's 

efforts and actions.


- Swami Vivekananda


  • যত আঘাত পাবে, ততোই কাছের মানুষ গুলোকে চিনতে পারবে। কে তোমার কতটা আপন।




  • কন্যা সন্তানকে, কখনো অবহেলা ভাববেন না। কেন'না ঈশ্বর জন্ম দেওয়ার ক্ষমতা শুধুমাত্র, মেয়েদের কে দিয়েছেন।


  • Daughter, never think of neglect. Because God has given the power to give birth only to girls.


  • মায়ের - সাথে কখনো উচ্চস্বরে কথা বলো'না, যে মা তোমায় কথা বলতে শিখেছেন।

-- চাণক্য



  • Never speak loudly to a mother who has learned to speak to you.

- Chanakya


  • চিনি আর নুন, দেখতে একই রকম হলেও। পার্থক্য শুধু স্বাদে, ঠিক তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম। কিন্তু পার্থক্য শুধু তাদের আচরণে।


এ.পি.জে. আব্দুল কালামের অনুপ্রেরণা মূলক বাণী  

  • যদি আপনাকে নিয়ে কেউ, সমালোচনা না করে। তবে আপনার সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। তুমি যত মূল্যবান হবে, তত বেশি সমালোচনার পাত্র হবে।


-- নেলসন ম্যান্ডেলা


  • নাম বড়, না পদ বড়,অর্থ বড়, না ধর্ম বড়-আসল কথা হলো। বিপদে যে পাশে দাঁড়িয়ে থাকে, "সেই বড়"


  • কখনো ধৈর্য্য হারাবেন না। মনে রাখবেন ঈশ্বর আপনার জন্য, যা নির্ধারণ করে রেখেছেন। সঠিক সময়ে, আপনি তা পাবেন। আর যা আপনার জন্য নির্ধারিত নয়, তা কখনই আপনার হবে না।


  • Never lose patience. Remember what God has ordained for you. At the right time, you get it. And what is not destined for you will never be yours.


  • নিজের বাড়ি, ভালো হোক, কিংবা ভাঙ্গা হোক। নিজের বাড়ির মত শান্তি, কোন রাজপ্রাসাদেও পাওয়া যায় না।


  • Your own home, be it good or broken. Peace like one's own home is not found in any palace.


  • নিজেকে পাল্টানোর জন্য,প্রথম পদক্ষেপ হলো। নিজের সমস্ত ভুল গুলো সম্পর্কে জানা।




  • জীবনকে একটু, লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। যদি তোমার উদ্দেশ্য ঠিক থাকে, তবে সঠিক পথের সন্ধান পাবে।


  •  যার কেউ নেই,তার আর কেউ থাকুক বা না থাকুক। তার সর্বদা ঈশ্বর আছেন।


  • কিছু বলার আগে শোনো, কিছু লেখার আগে ভাবো। তুমি - ব্যয় করার আগে, উপার্জন করো। ক্ষমা করার আগে, প্রার্থনা করো। আঘাত পাওয়ার আগে, অনুভব করো। কাউকে ঘৃণা করার আগে, ভালবাসো। প্রস্থান করার আগে, চেষ্টা করো। মরার আগে, বাঁচতে শেখো।



  • মানুষের যতই উপকার করো না কেন। পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে। সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না।


 --এপিজে আব্দুল কলাম


  • No matter how much you benefit people. If you make a small mistake later. Don't even think about that benefit.


  --Apj Abdul Kalam



  • তুমি যদি নিজেকে মনে করো - যে তুমি ঠিক। তা সত্ত্বেও মানুষ, তোমার সমালোচনা করছে। খারাপ কথা বলছে, তাহলে তাতে কান দিও না।



  • সবসময় একটা কথা মনে রাখবে,যে কোন খেলায়। শুধুমাত্র দর্শকরা চেচামেচি করে। খেলোয়াড়রা নয় তাই খেলোয়ার হয়ে ওঠো।


--- এপিজে আবদুল কালাম



  • জীবনের সব সময় মনে রাখবে। যদি ব্যর্থ হও, তবে হতাশ হওয়ার কিছু নেই। শুধু মনে রেখো,রাতের অন্ধকার যত গভীর হয়। ভোরের সূর্য ততো দ্রুত উদিত হয়।



  • অহংকার,রূপের জন্য নয়। গুণের জন্য থাকা উচিত।





Active Voice to Passive Voice change pdf DOWNLOAD, Voice-Active থেকে Passive Voice এ রূপান্তরের নিয়ম

 Voice হলো verb এর এক বিশেষ বাচনভঙ্গি। ইংরেজিতে দুই রকমের Voice সাধারণ ভাবে Use করা হয়।


1- Active Voice 

2- Passive Voice


Ex- 

1- He eats rice. সে ভাত খায়।

2- Rice is eaten by him. তার দ্বারা ভাত খাওয়া হচ্ছে।


Active Voice এ Subject নিজেই verb এর কাজটা সক্রিয় ভাবে করে।

আর Passive Voice এ Subject টা নিষ্ক্রিয় হয়ে যায় ও অন্য একটা Subject Verb এর কাজটা করে।


Voice-Active Voice থেকে Passive Voice এ রূপান্তরের নিয়ম

1- প্রথমেই Active Voice এর Object টাকে Subject করে নিতে হবে।

2- তারপর একটি Auxiliary Verb ('Be' Verb) Tense অনুযায়ী বসাতে হবে।

3- Active Voice এর Finite Verb- টা Past Participle Form এ change করতে হবে।

4- তারপর একটি By বসাতে হবে।

5- Active এর Subject টি Object রূপে বসাতে হবে।


Ex- 

Active voice- He writes a letter.

Passive voice- A letter is written by him.


Tense ------------------------- 2nd অংশের Auxiliary

Present Indefinite --------- is / am / are

Present Continuous ------- is /am /are + being

Present perfect ------------ have / has + been

Past indefinite ---------------- was/ were

Past continuous -------------- was/ were being

Past perfect -------------------- had been

Future indefinite -------------- shall be / will be

Future continuous ------------ বিশেষ প্রয়োগ নেই।

Future perfect ----------------- shall/ will have been


Active voice Subject ---------------------- Passive  

I ------------------------------------------------------ me

We ---------------------------------------------------- us

You ------------------------------------------------------ you

He  ------------------------------------------------------ him

She ------------------------------------------------------ her

It  ------------------------------------------------------ it

They ----------------------------------------------- them

Ram / Sita -------------------------------------- Ram/ sita


EXAMPLE- 

ACTIVE-  I sing a song.

PASSIVE- A song is sung by me.

ACTIVE- You buy a pen.

PASSIVE- A pen is bought by you.

ACTIVE- He eats rice.

PASSIVE- Rice is eaten by him.

ACTIVE- She drinks milk.

PASSIVE- Milk is Drunk by her.

ACTIVE-  We see birds.

PASSIVE- Birds are seen by us.

ACTIVE- They help us.

PASSIVE- We are helped by them.

ACTIVE- The boy reads English.

PASSIVE- English is read by the boy

ACTIVE- My brother helps his brother.

PASSIVE- His brother is helped by my brother.

ACTIVE- He calls me.

PASSIVE- l am called by him.

ACTIVE- He dose not drink milk.

PASSIVE- Milk is not Drunk by him.

A- Dose he drink milk?

P- Is milk drunk by him?

A-Who drinks milk?

P- By whom is milk drunk?


Active Voice to Passive Voice change pdf DOWNLOAD







How to use Can / Could in sentence

How to use Can / Could in sentence 

Can 

1- Ability অর্থে : সামর্থ্য 

A- He can speak German. সে জার্মান ভাষা বলতে সমর্থ,

=> He is able to speak German.

B- He cannot write English. সে ইংরাজি বলতে সমর্থ নয়। (অর্থাৎ , পারেনা )

=> He is not able/unable to write English.

2- Permission (অনুমতি দেওয়া অর্থে) 

A- Can I speak to Mr. Sur? আমি কি Mr. Sur এর সঙ্গে কথা বলতে পারি?

(কথা বলার অনুমতি পেতে পারি?)

3- Theoretical possibility ( সম্ভাবনা অর্থে) :

A- Anybody can protest.  যে কেউ প্রতিবাদ করতে পারে । 

Could 

Past ability: 

A- I could never do sums. আমি কখনোই অঙ্ক করতে পারতাম না । ( অতীত কালের কথা ) ।

B- He could dance well. ( সে ভালো নাচতে পারতো)।

Request 

A- Could you please give me a book? 

Present or Future Permission: 

A- Could I speak to Mr. Das? আমি কি Mr. Das এর সাথে কথা বলতে পারি/ পারবো ? ( বর্তমান কালেও could বসে)।

Present possibility :

A- We could attend the meeting.

B- The boy could be published.

অবাস্তব অবস্থায় সম্ভাবনা : 

A- If I had enough money, I could buy a car./ I could have bought a car.

How to use May/ Might in sentences 

May 

Permission

A- May I come in sir? 

B- May I do it? 

Possibility

A- It may rain soon. শীঘ্রই বৃষ্টি হতে পারে । 

Wish/Prayer ( ইচ্ছা বা প্রার্থনা বোঝাতে)

A- May you be Happy!    ----Wish

B- May God bless you!   ---- Prayer

Might 

Possibility

A- He might be killed (সে মারা পড়তে পারতো)

B- He might have helped you. সে তোমাকে সাহায্য করতে পারতো । 

C- What you say might be true.( তুমি যা বলছ, তা সত্যি হতে পারত)।

Shall / Should 

Shall

Future Tense বোঝাতে 

I shall go there tomorrow.

Intention ( ইচ্ছা বোঝাতে )

We shall visit the place.

To give order or intimidation (আদেশ / ভয় প্রদর্শন)

A- You shall come soon.

B- He shall die!

Should

উচিত অর্থে 

1- You should obey your parents. He should help your friends.

Condition ( শর্ত)

2- Should you be kind enough to help me.............

Other use

3- How should I do it ? এটা কি করে করি বলুন তো?

Will / Would 

Will

Willingness ( ইচ্ছা)

A- I will tell you a story.

B- He will help you, surely! 

Polite request

A- Will you have tea?

B- Will you please shut the door?

Would

Polite Request :

A- Would you please help me? 

B- Would you mind shutting the door, Please?

Past habit 

A- Every night he would drink.

Expressing preference 

A- I'd (I would) rather go! আমি বরং যাই।

MUST

A- He must do it.

B- He must have done it.

C- You must have heard the name of Netaji.

D- There must be some mistakes in what he writes.

OUGHT TO 

A- You ought to do your duty.

B- She ought to be here by now

NEED

A- He needs a good dictionary

B- You need a sweater. 

C- He need not go. ( তার যাবার দরকার নেই)

Note --- Need -- Principal Verb হলে তার সঙ্গে person ভেদে 's' যোগ হবে । কিন্তু need Auxiliary verb হলে সব person এই need হবে কোনো s যোগ হবে না । উপরের sentence তিনটি দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে । 

A - He did not need to go. ( তার যাওয়ার দরকার ছিল না । )

C- Need he go ? (তার কি যাওয়া দরকার)


'Need' এর আর একটি মজার use হল 

A- He just needs to go. (এখানে needs মানে Necessarily. )

DARE 

1- How dare you to do this? তুমি এটা কোন সাহসে করো?

2- How dare he do it? সে এটা কোন সাহসে করলো?

3- Dare he comes here? তার এখানে আসার সাহস আছে ?

4- I daresay (I dare Say ) he did it. Daresay here means ---- suppose

USED TO 

A- His hair used to be black, but it is grey now.

B- He used to read the Bible every morning.

C- I usedn't to like the man, but now I like him.


Simple complex compound এর সহজ নিয়ম, Best English grammar



 Miscellaneous Type 

Unless - ( যদি না  ) if negative Clause.

Q. Work hard or you will fail. (Rewrite the sentence using 'Unless')
Ans- Unless you work hard you will fail. ( If you don't work hard you will fail )

Q.One word more and I will drive you out of this room.
Ans- Unless you stop talking I will drive you out of this room.

Q. Come here or you will be punished.
Ans- Unless you come here you will be punished.
( if you don't come here you will be punished )

Q. Finish the work or your teacher will rebuke you.
Ans- unless you finish the work your teacher will rebuke you.
( If you do not finish the work your teacher will rebuke you )

Note- Unless এর মধ্যেই Negative অর্থ (যদি না) আছে।  তাই Unless এর পর Negative Element থাকবে না।  Unless you speak মানে if you do not speak

Cannot But + V=help + Ving 

Q. I cannot but do it.
Ans- I cannot help doing it.

Q. He cannot but laugh at what you say.
Ans- He cannot help laughing at what you say.

Q. We cannot but listen to his advice.
Ans- We cannot help listening to his advice.

Q. She cannot but take bath in the morning.
Ans- She cannot but take bath in the morning.

Q. I cannot but go to his house.
Ans- I cannot help going to his house.

Q. He could not but stand by his friends.
Ans- He could not help standing by his friends.

Too.....to....so.......that / simple to complex

Too........ To sentence pattern সাধরণতো sentence এর, আর so ... that ...... sentence pattern 
হলো complex sentence এর। 

Q. He is too weak to walk.
Ans- He is so weak that he cannot walk.

Q. He is too miserly to help you.
Ans- He is so miserly that he will not help you.

Q. She is too idle to make a good result.
Ans- She is so idle that she cannot make a good result.

Q. She is too shocked to cry.
Ans- She is so shocked that she cannot cry.

Q. The sum is too difficult for the boy to do it.
Ans-The sum is so difficult that the boy cannot do it.

Q. I am too tired to talk.
Ans- I am so tired that I cannot talk.

Q. She is too simple to realize all this.
Ans- She is so simple that she will not realize all this.

Q. You are too young to ask this question.
Ans- You are so young that you cannot ask this question.

Q. The man is too poor to buy all the books for his son.
Ans- The man is so poor that he cannot buy all the books for his son.

Q. He is too polite to insult anyone.
Ans- He is so polite that he cannot insult anyone.

Q- He is too clever to be deceived.
Ans- He is so clever that he cannot be deceived.

To+V=for +Ving 
To eat খেতে/খাবার জন্য for eating-খাবার জন্য 

Q. He came to me to read.
Ans - He came to me for reading.

Q. We go to school to learn.
Ans- we go to school for learning.

Q. We eat to live.
Ans- we eat for a living.

Q. Wait here to see the leader.
Ans- Wait here for seeing the leader.

Q. He came here to be rebuked.
Ans- He came here for being rebuked.


Only ==> none but 


Q. He only knows it.
Ans- None but he knows it.

Q. Only the little girl could see the thief.
Ans- None but the little girl could see the thief.

Q. Only the brave deserve the fair.
Ans- None but the brave deserve the fair.

Q. Who but a patriot can do it.
Ans- None but a patriot can do it.
          Only a patriot can do it.

Q. None but the first boy in the class can do this sum.
Ans- Only the first boy in the class can do this sum.

Had .... I-------- if ......I, 

Q. If I had the wings of a dove!
Ans- Had I the wings of a dove!

Q. If I were there I would not have allowed this to happen.
Ans- Had I been there I would not have allowed this to happen.

Q. If only I had a few friends with me, I would have caught the entire gang.
Ans- Had I but a few friends with me I would have caught the entire gang.

Q. If he were with me I would have done miracles!
Ans- Had he been with me I would have done miracles!

Q. If Ramu were not my friend, I would have taught him a lesson!
Ans- Had not Ramu been my friend I would have taught him a lesson!


Labels

Present Tense (25) Normal English Lessons (15) মধু খাওয়ার উপকারিতা (14) Tense (12) Regular English Lessons (11) জীবন বদলে দেওয়ার মতো 30 টি বাণী (11) রসুনের উপকারিতা (10) Interrogative Sentence (8) Negative Sentence (8) Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী (8) Affirmative Sentence (হাঁ -বাচক ) (7) Interrogative Negative (7) পেয়ারার উপকারিতা (7) কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক – (keyboard shortcuts) (6) রবীন্দ্রনাথের বাণী সমগ্র (6) 7 Idioms Starting with "Cold" (4) Parts of Speech-English Grammar (ইংরেজি ব্যাকরণ) (4) Sayings Starting with "Cross" and "Cry" (4) 6 Idioms Starting with "Close" (3) এ.পি.জে আব্দুল কালাম (3) Adjective (2) Figures of speech Starting with "Come" (2) Motivational speech (2) Preposition (2) grammar (2) voice-active-voice-passive-voice (2) About Us (1) Adverb (1) Believe-in-yourself-sand-stone. (1) Computer Shortcut Keys (1) Motivational Quotes in Bangali (1) Noun (1) Parts of Speech: Noun (1) Pronoun (1) Verb (1) এ.পি.জে আব্দুল কালামের অনুপ্রেরণাদায়ক বাণী (1) নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলা বাণী Netaji Subhash Chandra Bose Bangla Bani (1) বাংলা অনুপ্রেরণা মূলক উক্তি (1) ব্যবহার এবং অপকারিতা (1)

My Blog List

  • Positive Thoughts - * 1) ‘Dreams are not what you see in your sleep. Dreams* *That's what keeps you awake. '* *2) ‘To be as bright as the sun first* *You have to burn li...
    3 years ago

Popular Posts

Most Popular

জীবন বদলে দেবার মতো উক্তি,গুণীজনের বাণী , যা আপনার জীবনকে বদলে দিতে পারে

জীবন বদলে দেবার মতো উক্তি  জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায়, সময়কে ভালোভাবে ব্যবহার করতে। আর সময় শেখায়, জীবনের মূল্য দিতে।...