মজার তথ্য PSYCHOLOGICAL FACTS IN BENGALI PRESENTING PSYCHOLOGICAL FACTS,
আজ আপনাদের কিছু অবাক তথ্য তথা কিছু মনবৈজ্ঞানিক তথ্য জানাতে চলেছি।
2. কি ভাবছেন হাসা কি অতি সহজ? না তা আসলে নয়। হাসার জন্য আমাদের মস্তিষ্কের পাঁচটি পৃথক পৃথক অঙ্গের একসাথে কাজ করার দরকার হয়। তাই সহজে হাসা সম্ভব নয়।
3. নিজের সবথেকে কাছের বন্ধুকে বিয়ে করলে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা ৭০% কমে যায়। আর এই বিবাহ আজীবন সাথে থেকে চলার অনুপ্রেরনা দেয়। কারণ আপনারা ইতিমধ্যে একে- অপরকে ভালোমত জানেন, এবং একে অপরকে বোঝেন। যদি অজানা মানুষের সাথে আপনার বিবাহ হয়, তাহলে আপনাদের একে অপরকে বুঝতেই অনেকটা সময় চলে যাবে।
4. হুম তবে দেখা যায়, ভালোবাসার বিবাহ গুলিতে মানুষ বেশি আত্মহত্যা করে। আর এর পেছনে কারণ হল- একে অপরকে বুঝতে পারার অক্ষমতা।
5. আমাদের শরীর কখন দুর্বল বোধ করে জানেন? যখন আমরা নেতিবাচক চিন্তা- ভাবনা মনে পুষে রাখি।
6. চকোলেট এবং অনলাইন শপিং করার নেশা সিগারেট, ড্রাগের নেশার থেকেও বেশি ভয়ংকর।
7. যখন আমরা নিজের কাজের মধ্যে ডুবে থাকি তখন দেখবেন আমাদের কেমন যেন ফুর্তি ফুর্তি অনুভব হয়। আর এর কারণ হল তখন আমাদের মস্তিষ্ক থেকে নেতিবাচক ভাবনা-চিন্তা গুলি মুছে যায়, তাই।
8. যে সমস্ত ব্যাক্তি মিথ্যা কথা বলতে অভ্যস্ত, সেই সমস্ত ব্যাক্তিরা অন্যের কথায় ক্ষুদ ধরতেও অভ্যস্ত।
9. পৃথিবীর প্রায় ৬৮% মানুষ Phantom Vibration syndrome –এ ভুগে থাকেন। যেখানে মাঝে মাঝেই তাদের মনে হয় যে, তাদের মোবাইলটি vibrate করছে, যদিও আসলে মোবাইল Vibrate করছে না। এই সমস্যা তাদের সাথেই বেশি হয় যারা অধিকাংশ সময়েই তাদের মোবাইল Vibrate Mode –এ রাখেন।
10. আমাদের ফ্যাশন এবং কোনো বস্র পরিধান সরাসরি আমাদের মস্তিষ্কের সঙ্গে সম্বন্ধিত। যখন আমরা ভালো বস্র পরিধান করি তখন আমাদের মন নিজে থেকেই ভালো হয়ে যায়। এবং আমরা বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়ি।
11. একটি সার্ভে মোতাবেক একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেটি হল- মে মাসে যে সমস্ত বাচ্চারা জন্ম নেয়, তাদের ওজন অন্য মাসে জন্ম নেওয়া বাচ্চাদের ওজনের তুলনায় একটু বেশি হয়। এর পেছনে কি কারণ কাজ করছে, তা আজও খুঁজে পাওয়া যায়নি।
12. আরেকটি সার্ভে অনুসারে, মানুষ টাকা দিয়ে সম্পত্তি কেনার চেয়ে ভ্রমণ, সিনেমা দেখা, খেলা দেখা ইত্যাদিতে বেশি সন্তুষ্ট হয়।
13. আপনি চেষ্টা করলেও এক সময়ে তিন বা চারটির বেশি জিনিসের কথা কখনোই মনে রাখতে পাড়বেন না।
14. অনেকটা সময় ভাব গম্ভীর হয়ে একাকি থাকা এবং দিনে পনেরোটা সিগারেট খাওয়া একই ব্যাপার বলে মনবিজ্ঞানীরা মনে করেছেন।
15. যদি কোনো বন্ধুত্ব সাত বছরের বেশি স্থায়ী হয়, তাহলে বেশিরভাগ সময় সেই বন্ধুত্ব আজীবন টিকে থাকার সম্ভাবনা ৯৫% বেশি।
16. একটি সাইকোলজি অনুসারে অধিকাংশ মানুষের প্রেমে পড়তে সময় লাগে মাত্র – চার মিনিট।
17. যদি কেউ আপনাকে বলে- “তুই আগের থেকে বদলে গেছিস”, তাহলে ধরে নেবেন যে আগে আপনার মধ্যে বিশেষ কিছু ছিল যা তার ভালো লাগত কিন্তু সেই বিশেষ গুনটি আপনার মধ্যে সে আর দেখতে পাচ্ছে না।
18. কারও কাছে ক্ষমা চাওয়ার অর্থ এটি নয় যে, আপনি ভুল আর সেই ব্যক্তিটি ঠিক। আসলে আপনার কাছে ইগোর তুলনায় সেই ব্যাক্তিটি বেশি গুরুত্বপূর্ণ।
19. যে ব্যাক্তি ভীরের মধ্যে নিজের পকেটে হাত ঢুকিয়ে নেন, তিনি আসলে খুব লাজুক স্বভাবের হয়ে থাকেন।
20. সাইকোলজি বলে যে ব্যাক্তি যত খুশি, সেই ব্যাক্তির ঘুমের চাহিদাও ততই কম হয়ে থাকে।
21. যদি আপনি কাউকে কলম দিয়ে থাকেন,সেই কলমটি ফিরে পাওয়ার আশা প্রায় থাকে না। যখন কেউ আপনার কাছে কলম চায়, তখন তাকে কলমের টুপি ছাড়া দিন। এরফলে অধিকাংশ মানুষ আপনার কলম আপনাকে ফিরিয়ে দেবে, কারণ কেউই একটি টুপি ছাড়া কলম নিজের পকেটে রাখতে চাইবে না।
22. যেসমস্ত মেয়েদের ছেলে বন্ধু (হতে পারে স্কুলের, কলেজের ইত্যাদি ইত্যাদি) বেশি থাকে, তারা অন্য মেয়েদের তুলনায় অধিক cool থাকে। এবং তারা অধিক চিন্তা মুক্ত থাকে ও মনে অধিকাংশ সময় ফুর্তি ভাব থাকে। ঠিক একই রকম বিষয় কাজ করে ছেলেদের মধ্যেও। তবে খালি বন্ধু থাকলে হবে না, যোগাযোগ রাখাটাও এক্ষেত্রে জরুরি।
23. যদি আপনি আপনার লক্ষ্যের কথা সবার সামনে বাড়বার বলেন, তবে সম্ভাবনা আছে, সেই লক্ষ্যটি আপনার কোনোদিনই পূরণ হবে না। কারণ প্রচারের মাধ্যমে আপনি আপনার নিজের অনুপ্রেরণা হারিয়ে ফেলছেন।
24. যে সমস্ত ব্যাক্তি কোনো মানুষের কাজ দেখেই তার ভালোমন্দ বিবেচনা না করেই, তার সমালোচনায় মুখর হন তিনি আসলে আত্মবিশ্বাস হীনতায় ভুগছেন।
25. দেখা গেছে যে, যেসমস্ত মানুষ বোকার মত প্রশ্ন করে এবং কোনো পরিস্থিতিতে হঠাৎ উত্তর দিয়ে দেয়, তারা আদতে একটু বেশি বুদ্ধিমান স্বভাবের হয়ে থাকে।
26. কোনো মানুষ যদি জেনেশুনে মিথ্যা কথা বলে, তাহলে তার নাক গরম হয়ে যায়। আপনি লক্ষ্য করবেন যে তার নাক ঘেমে যাচ্ছে, বা সে বাড়বার নাকে হাত দিচ্ছে। এরথেকেই আপনার বুঝে নেওয়া উচিত যে, সে আদতে মিথ্যে বলছে।
27. আপনি কোনো মানুষের সাথে কথা বলার সময় যদি লক্ষ্য করেন যে, সে বারংবার তার পা দিয়ে মাটিতে দাগ কাটছে বা পা এদিক- ওদিক করছে বা সে আগে- পিছে হচ্ছে, তাহলে আপনার বুঝে নেওয়া উচিত যে, সে আপনার সাথে আর সময় কাটাতে চাইছে না।
28. যখন আপনি কাউকে মন থেকে ভালোবাসেন, তখন আপনি লক্ষ্য করবেন যে, আপনি চাইলেও তার সামনে মিথ্যে কথা সহজে বলতে পাড়ছেন না।
29. যদি আপনি দেখেন যে, কোনো মানুষ হঠাৎ করেই প্রচণ্ড রেগে যাচ্ছেন, তার মানে হল সে ওই সময়টিতে প্রচণ্ড চাপে আছে, বা তার মাথায় কোনো গভীর চিন্তা চলছে, তাই এইসময়টিতে আপনার উচিত, তাকে বিরক্ত না করে একটু ভালোবাসা দেওয়ার।
30. যে সমস্ত ব্যাক্তি নিজে- নিজেই কথা বলে তারা আসলে স্মার্ট স্বভাবের হয়ে থাকে।
31. উচ্চ এবং দ্রুত বুদ্ধি সম্পন্ন মানুষেরা বেশি রাতে ঘুমোতে পছন্দ করেন।
32. যদি আপনি আপনার পছন্দের গানকে আপনার alarm –এ সেট করে দেন, তাহলে দু-এক দিনের মধ্যেই সেই গানটির প্রতি আপনার বিরক্ত চলে আসবে। যেমন- কিছুদিন আগে ভাইরাল হয়েছিল রানু মণ্ডলের গান। অনেক মানুষই এটিকে ringtone, alarm –এ লাগিয়ে দেয়। কিন্তু কিছুদিন পর এমন একটা পর্যায় আসে, যেখানে তার গান শুনলেই মানুষ রেগে যেত।
33. আমাদের মস্তিষ্ক সবসময় সমস্যা খুঁজে। আর এর কারণেই আমরা একটি সাধারণ ছোট্ট ব্যাপারকেও বড় বানিয়ে ফেলি।
34. একটি সত্য ঘটনার তুলনায় মানুষ একটি মিথ্যা সাজানো ঘটনায় বেশি দ্রুত বিশ্বাস করে ফেলে। আর আপনি চাইলেও তাকে সত্যটি সহজে বোঝাতে পাড়বেন না। কিন্তু মিথ্যে বলুন কয়েক সেকেন্ডেই সে বিশ্বাস করে ফেলবে।
35. অধিকাংশ কমেডিয়ান এবং অন্যকে আনন্দ প্রদানকারী ব্যাক্তিরা আসলে বেশি দুঃখী হয়ে থাকে এবং তারা একাকীত্বে ভোগে।
36.যে ব্যাক্তি সবসময় হাসি খুশি থাকে, খোঁজ নিয়ে দেখবেন, সে তার ভিতরে অনেক জ্বালা- যন্ত্রণা পুষে রেখেছে।
37. যেসমস্ত ব্যাক্তিদের I.Q level বেশি হয়ে থাকে, তারা সহজে কারো প্রেমে পড়েনা। এরা অনেক কঠিন স্বভাবের হয়ে থাকে।
38. একটি সার্ভে মোতাবেক- অধিকাংশ মহিলা একটি কথা ৪৭ ঘণ্টা ১৯ মিনিট পর্যন্ত গোপন রাখতে পারে। তারপর সে অন্যকে বলবেই।