English to Bengali, বাংলা ও ইংরেজি, Online English to Bengali Tense, English Gramma

শিক্ষায় জীবন

Showing posts with label Sayings Starting with "Cross" and "Cry". Show all posts
Showing posts with label Sayings Starting with "Cross" and "Cry". Show all posts

গমের উপকারিতা–Benefits of Wheat

গম এর উপকারিতা

গমের খাওয়া থেকে শরীরের অনেক উপকারিতা রয়েছে, যা নিম্নলিখিত পয়েন্টগুলিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে:

    গমের উপকারিতা–Benefits of Wheat

  1. গাঁটের ব্যাথাকে কমায়

         যে বয়সই হোক না কেন এটি গাঁটের ব্যাথাকে কমানোর ক্ষেত্রেও একে কাজে লাগিয়ে দেখতে পারেন।

2. খুশকিও দূর করে

        আপনি যদি গমের রসকে মাথায় লাগিয়ে রাখেন ও তারপর ১৫ মিনিট পরে মাথা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলেন, তাহলে তাহলে আপনার খুশকি নিয়ে দুশ্চিন্তাও মিতে যাবে।

3. ত্বকের যত্নে ব্যবহার করুন

       একজিমা, রোদে পুড়ে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে এটিকে অয়েন্টমেন্টের মতো ব্যবহার করলে দ্রুত ফল পাবেন। ব্রন বা মুখের দাগের ক্ষেত্রেও এটির উপকারিতা পাবেন,


4. ডায়াবেটিসের ক্ষেত্রে খুবই উপকারী এটি

       আপনার যদি থাকে ডায়াবেটিস, তাহলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রনের মধ্যে দিয়ে এটি সেক্ষেত্রে খুব গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে।

5. লিভারের পক্ষে উপকারী

       আপনার পেটের এই অংশটি যদি সুস্থ না থাকে, তাহলে হজম না হওয়া থেকে শুরু করে আরও বিপজ্জনক নানান অসুখই হতে পারে আপনার। এ ক্ষেত্রে গমের রস সার্বিকভাবে আপনার লিভারকে পুরোপুরি সুস্থ রাখতে সাহায্য করে।

6. দাঁতের ক্ষয় রদ করে

      দাঁতকে দীর্ঘায়ূ করার ক্ষেত্রেও এর ভূমিকা গুরুত্বপুর্ন। দাঁতের মাড়িকেও এটি সুস্থ রাখে।

7. হার্টের ক্ষেত্রে উপকারী

     এতে থাকা ক্লোরফিল আপনার কার্ডিওভাসকুলার মেকানিজমকে স্বক্রিয় রাখতে সাহায্য করে।

8. আপনার বয়সকে ধরে রাখে

     এতে থাকা এনজাইমের একাধিক উপকারিতার মধ্যে এটি একটি। আপনার বয়সের ছাপও আপনার শরীরে ও মনে পরবে না। বয়সের গতিও অনেকটাই কমিয়ে দিতে পারে এর নিয়মিত ব্যবহার।

9. স্ট্রেস কমায়

     গমের রসে থাকা ভিটামিন বি মানসিক স্ট্রেসকে অনেকটাই নিরসন করে। ডিপ্রেশনের ক্ষেত্রেও কাজে দেয়।

10. আপনার যৌন ক্ষমতার বিকাশ ঘটায়



       ম্যাগনেশিয়াম, ক্লোরফিল ও এনজাইমের ফলে আপনার শরীরে সেক্স হরমোনের ক্ষরনের কোনও খামতি হয় না। এতে আপনার লিবিডো ও সেক্সুয়াল ক্ষমতা বাড়ে। নিয়মিত এটি ব্যবহার করলে আপনার সঙ্গিকে খুশি করার আত্মবিশ্বাসেরও কোনও অভাব হবে না।

11. ক্লোরফিলের প্রভুত জোগান

      এতে ক্লোরফিলের ৭০ শতাংশ উপস্থিতি আপনাকে একসাথে একাধিক দুরূহ রোগের হাত থেকে বাঁচায়। এমনকি, ক্লোরফিলের এত ভালো জোগান আপনি আর কোনও ভেষজে পাবেন না। এই পরিমাণ ক্লোরোফিল রক্ত শোধিত করতে, হার্টের একাধিক সমস্যার ক্ষেত্রে ও অন্যান্য সমস্ত শারীরিক সমস্যায় খুবই গুরুত্বপুর্ন ভূমিকা নিয়ে থাকে।

 12. শরীরকে দুষন থেকে রক্ষা করে

      এতে থাকে শক্তিশালী এনজাইম ও বায়ো কেমিক্যাল যা দূষিত টক্সিন, ভারী ধাতু, এমনকি রেডিয়েশন থেকেও আপনার শরীরকে রক্ষা করে।

13. অ্যান্টিব্যকটেরিয়াল

    এটি একটি অ্যান্টিব্যকটেরিয়াল উপাদান। আপনার শরীরে বাসা বেঁধে থাকা সমস্ত ক্ষতিকর ব্যকটেরিয়াগুলিকে নির্মুল করার জন্য এটি একটি অদ্বিতীয় উপাদান।

14. কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রনে রাখে

    এতে থাকা ম্যাগনেশিয়াম আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে অনেকটা নিয়ন্ত্রনে রাখে।

15. আপনার নখের সৌন্দর্য্য বাড়ায়



      এতে থাকা আয়রন আপনার নখের সৌন্দর্য্য বৃদ্ধির ক্ষেত্রে অনেকটা প্রভাব ফেলে। ফলে গমের রসে এতগুলি সমাধান যখন  একসাথে পাচ্ছেন, তখন বাকি সমস্ত কিছুর থেকে একে আলাদা করে দেখতেই হবে। বিশেষজ্ঞদের কাছে তাই এটি “মিরাকেল ফুড” – এর তকমা পেয়েই গেছে। আপনি যদি চান আপনার সাথেও ঘটুক এমনই মিরাকেল, তাহলে আজই একবার ট্রাই করেই দেখুন গমের রস।

১. পরিপাক বা হজমে সহায়ক

      গমের ভুসি খাবার পরিপাক বা হজমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্টারন্যাশানাল জার্নাল অফ ফুড সায়েন্সস অ্যাণ্ড নিউট্রিশান কর্তৃক পরিচালিত একটি গবেষণা থেকে একথা প্রমাণিত হয়েছে। গবেষণা সূত্রে জানা গিয়েছে যে গমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার যা হজমে সহায়তা করে একইসাথে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও লাঘব হয়ে যায়। এটি খাদ্যে উপস্থিত কিছু বিষাক্ত পদার্থ যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেগুলিকে পৃথক করতে পারে। অন্যদিকে বেশ কয়েকটি পেট সংক্রান্ত শারীরিক সমস্যা যেমন ব্যথা বা যন্ত্রনা, পেট ফাঁপা, গ্যাসের সমস্যা ইত্যাদির উপশম ঘটায়। 

২. ক্যান্সার নিয়ন্ত্রক

     গমের ভুসি ক্যান্সার নিয়ন্ত্রকও বটে। অকল্যাণ্ড ক্যান্সার সোসাইটি রিসার্চ সেন্টার এবং অকল্যাণ্ড মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত একটি গবেষণা থেকে জানা গিয়েছে যে গমের ভুসিতে উপস্থিত ডায়টারি ফাইবার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও জানা গেছে যে গমের ভুসি পাকস্থলী এবং স্তন ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া গমের আটায় তৈরী রুটিতে ভুসির পরিমান খুবই অল্প থাকে। তাই মনে করা হয় শুধু গমের ভুসি বলেই নয় গমের মধ্যস্থ অন্যান্য উপাদানও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। তবে ক্যান্সার প্রতিরোধে গমের ভুসির ভূমিকার বিষয়ে আরোও বেশি গবেষণার প্রয়োজন আছে। একইসাথে এটাও মনে রাখা দরকার যে একমাত্র গমের ভুসিই ক্যান্সার প্রতিরোধক বা ক্যান্সারের নিরামায়ক এমন ভাবার কোনো কারণ নেই। তাই চিকিৎসকের পরামর্শ অনুসারে ক্যান্সারের চিকিৎসা করা উচিৎ। 

৩. হার্টের স্বাস্থ্যোন্নতি করে

     হার্টের স্বাস্থ্যোন্নতির জন্য কিছু হলেও গমের ভুসির একটা কার্যকরী ভূমিকা রয়েছে। বিশেষজ্ঞদের মতানুসারে গমের ভুসির মধ্যস্থিত ডায়ট্রি ফাইবার মূলত এই জন্য দায়ী। এছাড়াও এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাবযুক্ত ফাইটোকেমিক্যালস হার্টের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই ফাইটোকেমিক্যাল ভালো কোলেস্টেরল এবং প্লেটলেটের ( অনুচক্রিকা, চোট আঘাতের স্থান থেকে নিরবিচ্ছিন্ন রক্তপাত প্রতিরোধ করে।) পরিমাণ নিয়ন্ত্রন করে থাকে। শুধু তাই নয় এটা হার্টের জন্য ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড (এক ধরণের চর্বি) কমাতে সাহায্য করে। এইসব বৈশিষ্ট্যের জন্য বলা হয় গমের ভুসি হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপাদেয়।

৪. পেট সংক্রান্ত যাবতীয় সমস্যা প্রতিরোধক

     ইতিমধ্যে পরিপাক ক্রিয়ায় গমের ভুসির উপকারীতার ব্যাপারে আমরা জানতে পেরেছি। একথাও জেনেছি যে গমের ভুসি ফাইবারের একটি প্রধান উৎস। এই ফাইবারের উপস্থিতির কারণেই কোষ্ঠ্য কাঠিন্য, পেটে ব্যাথা, খিঁচুনী, পেট ফাঁপা ইত্যাদি সমস্যার লাঘব হয়। তাই একথা বললে কিছু ভুল হবেনা যে পেট সংক্রান্ত অনেক সমস্যারই অনায়াসে উপশম করে গমের ভুসি।




পোস্ট টি পড়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ 
আমাদের পোস্ট টি পড়ে যদি আপনার ভালো লাগে অথবা এই পোস্ট থেকে আপনি যদি উপকৃত হন, তাহলে আপনার একটি মূল্যবান কমেন্ট করেদিন, 
 এতে আমরা আরো অনুপ্রাণিত হতে পারি।  

 

আপনার একটি কমেন্ট আমাদের আরো বেশি উৎসাহিত করে 


Thank You 

Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী


Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী



Name Swami Vivekananda / স্বামী বিবেকানন্দ Born January 12, 1863, Calcutta, Bengal Presidency, British India Died July 4, 1902, Belur Math near Kolkata Nationality Indian
Field Religion, Social Work Achievement স্বামীজি সমগ্র আমেরিকা এবং ইউরোপে বেদান্তর দর্শন শিক্ষা (phylosaphy) প্রচার করেছিলেন | শিকাগোতে দেওয়া তাঁর সেই অমূল্য ভাষণ আজ সারা জগৎ বিখ্যাত, এর মাধ্যমে স্বামীজি সারা দুনিয়ায় হিন্দুত্ব তথা ভারতের নাম উজ্জ্বল করেন |
শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রিয় শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ এবং তাঁর গুরুর নামে তিনি রামকৃষ্ণ মিশনের স্থাপন করেন যা বর্তমানে হাওড়া জেলার বেলুড়ে অবস্থিত |


 


স্বামী বিবেকানন্দের অমূল্য বাণী – Swami Vivekananda Bani in Bengali

1

“যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয়না” – Swami Vivekananda


2

“নিজের জীবনে ঝুঁকি নিন, যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন” – Swami Vivekananda


3

“কখনো না বলোনা, কখনো বলোনা আমি করতে পারবোনা | তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে, তুমি সব কিছুই করতে পারো”  – Swami Vivekananda


4

“যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন” – Swami Vivekananda


5

“দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন | আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন, দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে” – Swami Vivekananda


6

“কখনও বড় পরিকল্পনার হিসাব করবেন না, ধীরে ধীরে আগে শুরু করুন, আপনার ভূমি নির্মাণ করুন তারপর ধীরে ধীরে এটিকে  প্রসার করুন” – Swami Vivekananda


7

“ইচ্ছা, অজ্ঞতা এবং বৈষম্য – এই তিনটিই হলো বন্ধনের ত্রিমূর্তি” – Swami Vivekananda


8

“মানুষের সেবাই হলো ভগবানের সেবা” – Swami Vivekananda


9

“মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভীতর অবস্থিত” – Swami Vivekananda


10

“ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না, যতক্ষণ না তুমি সফল হচ্ছ” – Swami Vivekananda 


11

“যতক্ষণ না আপনি নিজের প্রতি বিশ্বাস রাখবেন, ততক্ষন আপনি ঈশ্বরকে বিশ্বাস করবেন না” – Swami Vivekananda


12

 “মনের শক্তি সূর্যের কিরণের মত, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে” – Swami Vivekananda


13

 “যেই রকম আপনি ভাববেন ঠিক সেইরকমই আপনি হয়ে যাবেন | যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন, তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন” – Swami Vivekananda


14

 “শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু, বিস্তার জীবন, সংকোচন মৃত্যু, প্রেম জীবন, ঘৃণা মৃত্যু” – Swami Vivekananda


15

 “প্রত্যেকটি ধারণা যা আপনাকে দৃঢ় করে সেটাকে আপন করে নেওয়া উচিত এবং প্রত্যেকটি ধারণা যা  আপনাকে দুর্বল করে দেয়, তা প্রত্যাখ্যান করা উচিত” – Swami Vivekananda


16

 “সব শক্তিই আপনার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখুন, এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল | দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন” – Swami Vivekananda



এ.পি.জে. আব্দুল কালামের অনুপ্রেরণা মূলক বাণী  


17

 “অন্য কারোর জন্য অপেক্ষা করো না, তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের উপর আশা করো না” – Swami Vivekananda


18

 “সমাজ অপরাধীদের কারণে খারাপ হয়না বরং ভালো মানুষদের নীরবতার কারণে হয়” – Swami Vivekananda 


19

 “তারা একাই থাকেন, যারা অন্যদের জন্য জীবিত থাকেন” – Swami Vivekananda 


20

 “একটি সময়ে একটিই কাজ করো এবং সেটা করার সময় নিজের সবকিছুই  তার মধ্যে ব্যয় করে দেও” – Swami Vivekananda 


21

 “নিজেকে দুর্বল মনে করা সবথেকে বড় পাপ” – Swami Vivekananda 


22

 “সত্যকে হাজার আলাদা আলাদা উপায়ে বলা যেতে পারে, তারপরেও সব কিছু সত্যই থাকে” – Swami Vivekananda


23

 “একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভাল উপায় হল সেই রাষ্ট্রে নারীর অবস্থান” – Swami Vivekananda


24

 “মহাবিশ্বের সমস্ত শক্তি প্রথম থেকেই আমাদের। তারা হল আমরাই যারা নিজের চোখের উপর প্রথমে হাত রাখি এবং তারপর কান্নাকাটি করি, কত অন্ধকার আছে বলে” – Swami Vivekananda 


25

 “যেমন ভাবে বিভিন্ন উৎস থেকে উৎপন্ন স্রোতগুলি তাদের জল সমুদ্রে মিলিত করে, তেমন প্রকারই মানুষ দ্বারা নির্বাচিত প্রত্যেক পথ সেটা ভালোই হোক বা খারাপ, ভগবানের কাছে নিয়ে যায়” – Swami Vivekananda 


26

 “কারোর নিন্দা করবেন না: যদি আপনি সাহায্যের জন্য আপনার হাত বাড়িয়ে দিতে পারেন, তাহলে নিশ্চই তা বাড়ান | আর যদি  না বাড়াতে পারেন, তাহলে আপনার হাত জোর করুন আর আপনার ভাইদের আশীর্বাদ করুন এবং তাদেরকে তাদের পথে যেতে দিন” – Swami Vivekananda


27

 “বিশ্ব একটি ব্যায়ামাগার যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি” – Swami Vivekananda 


28

 “যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করবো, আমাদের হৃদয় ততই বিশুদ্ধ হবে এবং ভগবান সেখানে বাস করবেন” – Swami Vivekananda 


29

 “বাহ্যিক স্বভাব কেবল অভ্যন্তরীণ স্বভাবের একটি বড় রূপ হয়” – Swami Vivekananda 


30

 “যখন কোনো বিচার অন্যভাবে মনকে নিয়ন্ত্রণ করে ফেলে, তখন সেটা বাস্তবিক, শারীরিক বা মানসিক অবস্থায় পরিবর্তিত হয়ে যায়” – Swami Vivekananda 


31

 “গীতা পড়ার পরিবর্তে আপনি ফুটবলের মাধ্যমে স্বর্গের আরো কাছাকাছি চলে যেতে পারবেন” – Swami Vivekananda 


32

 “যদি কোনদিন, আপনার সামান্য কোনো সমস্যা না আসে, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাটছেন” – Swami Vivekananda 


33

 “সবচেয়ে বড় ধর্ম হল নিজের স্বভাবের প্রতি সত্য থাকা, নিজের প্রতি বিশ্বাস করুন” – Swami Vivekananda


34

“আর কিছুরই দরকার নেই | দরকার শুধু প্রেম, ভালোবাসা ও সহিষ্ণুতা | জীবনের অর্থ বিস্তার আর বিস্তার ও প্রেম একই কথা | সুতরাং প্রেমই জীবন, এটাই জীবনের একমাত্র গতি” – Swami Vivekananda


35

“কী সামাজিক, কী রাজনৈতিক, কী আধ্যাত্মিক সব ক্ষেত্রেই যথার্ত কল্যাণের ভিক্তি একটিই আছে | সেটি এইটুকু জানা যে, আমি আর আমার ভাই এক | এই কথাটি সব দেশ ও সব জাতির পক্ষে সমান ভাবে সত্য” – Swami Vivekananda


36

“চোখ আমাদের পিছনের দিকে নয় সামনের দিকে, অতএব সামনের দিকে অগ্রসর হও | আর যেই ধর্মকে নিজের ধর্ম বলে গৌরববোধ করো, তার উপদেশ গুলিকে কাজে পরিণত করো | ঈশ্বর তোমাদের সাহায্য করুন” – Swami Vivekananda


37

“প্রত্যেক নারী-পুরুষকে ইশ্বরের দৃষ্টিতে দেখতে থাকো | তোমরা কাউকেই সাহায্য করতে পারোনা, কেবল সেবা করতে পারো | নিজেদের খুব বড় কিছু ভেবনা; তোমরা ধন্য যে সেবা করার অধিকার পেয়েছ, অন্যরা পায়নি” – Swami Vivekananda


38

“দরিদ্র ব্যক্তিদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি | নিজের মুক্তির জন্য তাদের কাছে গিয়ে তাদেরই পূজা করবো, ঈশ্বর তাদের মধ্যে রয়েছেন” – Swami Vivekananda



এ.পি.জে. আব্দুল কালামের অনুপ্রেরণা মূলক বাণী  


39

“তোমাদের সবার ভিতর মহাশক্তি আছে, নাস্তিকের ভিতর তা নেই | যারা আস্তিক তারা বীর, তাদের মহাশক্তির বিকাশ হবেই” – Swami Vivekananda


40

“শুধু সংখ্যাধিক্য দ্বারাই কোনো মহৎ কাজ সম্পন্ন হয়না | অর্থ, ক্ষমতা, পান্ডিত্য কিংবা বক্তৃতা এইগুলির কোনটিরই বিশেষ কোনো মূল্য নেই” – Swami Vivekananda


41

“পবিত্র, খাঁটি ও প্রত্যক্ষ অনুভূতি সম্পন্ন মহাপ্রাণ ব্যক্তিরাই, জগতে সমস্ত কাজ সম্পন্ন করে থাকেন” – Swami Vivekananda


42

“কোনো ব্যক্তি অসত্যের দিকে আকৃষ্ট হয় তার প্রধান কারণ হলো, সে সত্যকে ধরতে পারছেনা | অতএব যা মিথ্যে তা দূর করার একমাত্র উপায় হলো, যা সত্য তা মানুষকে দিতে হবে | সত্যটা কি? তাকে সেটা জানিয়ে দেও | সত্যের সাথে সে নিজের ভাবের তুলনা করুক | তুমি তাকে সত্য জানিয়ে দিলেই ওখানেই তোমার কাজ শেষ হয়ে গেল” – Swami Vivekananda


43

“অজ্ঞানতাই বন্ধনের কারণ, আমরা অজ্ঞানেই বদ্ধ হয়েছি | জ্ঞানের উদয়ের দ্বারাই অজ্ঞানতার নাশ হবে, জ্ঞানই আমাদের অজ্ঞানতার পারে নিয়ে যাবে” – Swami Vivekananda


44

“কেবল আধ্যাত্মিক উন্নতি সাধন করতে পারলেই সবধরনের দুঃখ-কষ্ট ঘুচবে | যতই শক্তি প্রয়োগ, শাসন প্রণালীর পরিবর্তন ও আইনের কড়াকড়ি করোনা কেন, তারফলে জাতির অবস্থার পরিবর্তন হয়না | আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষাই, প্রবৃত্তি পরিবর্তন করে জাতিকে সৎ পথে চালিত  করে” – Swami Vivekananda


45

“তুমি ইন্দ্রিয়ের দাস কিন্তু এই ইন্দ্রিয়ের ভোগ স্থায়ী নয়, বিনাশী এর পরিনাম | এই তিনদিনের ক্ষনস্থায়ী বিলাসের ফল সর্বনাশ | অতএব ইন্দ্রিয়ের দ্বারা সৃষ্ট সুখকে ত্যাগ করো, এটাই ধর্মলাভের উপায় | ত্যাগই আমাদের চরম লক্ষ্য ও মুক্তির পথ কিন্তু ভোগ আমাদের লক্ষ্য নয়” – Swami Vivekananda


46

“মানুষকে সর্বদা তার দুর্বলতার বিষয় ভাবতে বলা, তার দুর্বলতার প্রতীকার নয় | তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াই প্রতিকারের উপায়। তার মধ্যে যে শক্তি আগে থেকেই বর্তমান, তার বিষয় স্মরণ করিয়ে দাও” – Swami Vivekananda 


47

“মানুষ মূর্খের মত মনে করে, স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করতে পারে। বহুকাল চেষ্টার পর অবশেষে বুঝতে পারে প্রকৃত সুখ স্বার্থতার নাশে এবং সে নিজে ছাড়া অন্য কেউই তাকে সুখী করতে পারবে না” – Swami Vivekananda 


48

“দর্শনবর্জিত ধর্ম কুসংস্কারে গিয়ে দাঁড়ায়, আবার ধর্মবর্জিত দর্শন শুধু নাস্তিকতায় পরিণত হয় । আমাদের নিম্নশ্রেণীর জন্য কর্তব্য এই,কেবল তাদেরকে শিক্ষা দেওয়া এবং তাদের বিনষ্টপ্রায় ব্যক্তিত্ববোধকে জাগিয়ে তোলা”  – Swami Vivekananda 


49

“প্রথমে অন্নের ব্যবস্থা করতে হবে, তারপর ধর্ম” – Vivekananda Famous Quotes


50

“ভক্তি, যোগ এবং কর্ম – মুক্তির এই তিনটি পথ। প্রত‍্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অণুসরণ করে চলা। তবে এই যুগে কর্মযোগের উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত” – Swami Vivekananda


পোস্ট টি পড়ার জন্য আপনাকে জানাই অসংখ ধন্যবাদ 
আমাদের পোস্ট টি পড়ে যদি আপনার ভালো লাগে অথবা এই পোস্ট থেকে আপনি যদি উপকৃত হন, তাহলে আপনার একটি মূল্যবান কমেন্ট করেদিন, 
 এতে আমরা আরো অনুপ্রাণিত হতে পারি।  Thank You 


জীবন বদলে দেবার মতো উক্তি,গুণীজনের বাণী , যা আপনার জীবনকে বদলে দিতে পারে



জীবন বদলে দেবার মতো উক্তি 


  • জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায়, সময়কে ভালোভাবে ব্যবহার করতে। আর সময় শেখায়, জীবনের মূল্য দিতে।


  • Life and time are the best teachers in the world, life teaches, to use time well. And time teaches, to value life.



  • শিক্ষার উদ্দেশ্য যতদিন, চাকরি পাওয়া হবে। ততদিন সমাজে শুধু, চাকরে'রা জন্মাবে-মালিক নয়।


--এপিজে আব্দুল কলাম



  • ভুল সবসময় ক্ষমার যোগ্য, যদি কেউ স্বীকার করে নেয়।


--ব্রূচলি


বিখ্যাত মনীষীদের বাণী যা জীবন বদলে দিতে পারে , Motivational speech 


  • ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হল কর্মের ফল। যা প্রত্যেকের চেষ্টা ও কর্মে ফলে গড়ে ওঠে।


-- স্বামী বিবেকানন্দ


  • There is no such thing as destiny, 

what is there is the result of action. 

Which is the result of everyone's 

efforts and actions.


- Swami Vivekananda


  • যত আঘাত পাবে, ততোই কাছের মানুষ গুলোকে চিনতে পারবে। কে তোমার কতটা আপন।




  • কন্যা সন্তানকে, কখনো অবহেলা ভাববেন না। কেন'না ঈশ্বর জন্ম দেওয়ার ক্ষমতা শুধুমাত্র, মেয়েদের কে দিয়েছেন।


  • Daughter, never think of neglect. Because God has given the power to give birth only to girls.


  • মায়ের - সাথে কখনো উচ্চস্বরে কথা বলো'না, যে মা তোমায় কথা বলতে শিখেছেন।

-- চাণক্য



  • Never speak loudly to a mother who has learned to speak to you.

- Chanakya


  • চিনি আর নুন, দেখতে একই রকম হলেও। পার্থক্য শুধু স্বাদে, ঠিক তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম। কিন্তু পার্থক্য শুধু তাদের আচরণে।


এ.পি.জে. আব্দুল কালামের অনুপ্রেরণা মূলক বাণী  

  • যদি আপনাকে নিয়ে কেউ, সমালোচনা না করে। তবে আপনার সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। তুমি যত মূল্যবান হবে, তত বেশি সমালোচনার পাত্র হবে।


-- নেলসন ম্যান্ডেলা


  • নাম বড়, না পদ বড়,অর্থ বড়, না ধর্ম বড়-আসল কথা হলো। বিপদে যে পাশে দাঁড়িয়ে থাকে, "সেই বড়"


  • কখনো ধৈর্য্য হারাবেন না। মনে রাখবেন ঈশ্বর আপনার জন্য, যা নির্ধারণ করে রেখেছেন। সঠিক সময়ে, আপনি তা পাবেন। আর যা আপনার জন্য নির্ধারিত নয়, তা কখনই আপনার হবে না।


  • Never lose patience. Remember what God has ordained for you. At the right time, you get it. And what is not destined for you will never be yours.


  • নিজের বাড়ি, ভালো হোক, কিংবা ভাঙ্গা হোক। নিজের বাড়ির মত শান্তি, কোন রাজপ্রাসাদেও পাওয়া যায় না।


  • Your own home, be it good or broken. Peace like one's own home is not found in any palace.


  • নিজেকে পাল্টানোর জন্য,প্রথম পদক্ষেপ হলো। নিজের সমস্ত ভুল গুলো সম্পর্কে জানা।




  • জীবনকে একটু, লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। যদি তোমার উদ্দেশ্য ঠিক থাকে, তবে সঠিক পথের সন্ধান পাবে।


  •  যার কেউ নেই,তার আর কেউ থাকুক বা না থাকুক। তার সর্বদা ঈশ্বর আছেন।


  • কিছু বলার আগে শোনো, কিছু লেখার আগে ভাবো। তুমি - ব্যয় করার আগে, উপার্জন করো। ক্ষমা করার আগে, প্রার্থনা করো। আঘাত পাওয়ার আগে, অনুভব করো। কাউকে ঘৃণা করার আগে, ভালবাসো। প্রস্থান করার আগে, চেষ্টা করো। মরার আগে, বাঁচতে শেখো।



  • মানুষের যতই উপকার করো না কেন। পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে। সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না।


 --এপিজে আব্দুল কলাম


  • No matter how much you benefit people. If you make a small mistake later. Don't even think about that benefit.


  --Apj Abdul Kalam



  • তুমি যদি নিজেকে মনে করো - যে তুমি ঠিক। তা সত্ত্বেও মানুষ, তোমার সমালোচনা করছে। খারাপ কথা বলছে, তাহলে তাতে কান দিও না।



  • সবসময় একটা কথা মনে রাখবে,যে কোন খেলায়। শুধুমাত্র দর্শকরা চেচামেচি করে। খেলোয়াড়রা নয় তাই খেলোয়ার হয়ে ওঠো।


--- এপিজে আবদুল কালাম



  • জীবনের সব সময় মনে রাখবে। যদি ব্যর্থ হও, তবে হতাশ হওয়ার কিছু নেই। শুধু মনে রেখো,রাতের অন্ধকার যত গভীর হয়। ভোরের সূর্য ততো দ্রুত উদিত হয়।



  • অহংকার,রূপের জন্য নয়। গুণের জন্য থাকা উচিত।





Sayings Starting with "Cross" and "Cry"

Sayings Starting with "Cross" and "Cry" 

Enter one's thoughts 
চিন্তায় আসা (come into one's considerations)
Models in Sentences:
  • Did this thought enter your thoughts? (এই ধারণাটি কি তোমার চিন্তায় এসেছিলো?) 
  • This thought didn't enter my thoughts. 
Cross one's way 
কারও সাথে হঠাৎ দেখা হওয়া (Meeting somebody shockingly)
Models in Sentences:
  • Alex crossed her way when Ann was setting off to the class. (এ্যান যখন ক্লাসে যাচ্ছিলো তখন হঠাৎ এ্যালেক্সের সাথে দেখা হলো।) 
  • Numerous popular individuals crossed my way during my little life. 
Cross the Rubicon 
অপরিবর্তনীয় কোন সিদ্ধান্ত নেয়া (to settle on a firm choice)
Models in Sentences:
  • Have you crossed the Rubicon to wed her? (তুমি কি তাকে বিয়ে করার অপরিবর্তনীয় সিদ্ধান্ত নিয়েছো?) 
  • Harry has crossed the Rubicon to carry out this responsibility. 
Cross to convey/hold up under 
যা না মেনে উপায় নেই (which must be acknowledged)
Models in Sentences:
  • We need to finish this request inside this week; presently staying at work past 40 hours is a cross to convey/manage for us. (আমাদের এই অর্ডারটা এই সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ করতে হবে; এখন অতিরিক্ত সময় কাজ না করে আমাদের আর কোনো উপায় নেই।) 
  • This undertaking is should have been finished for the current month, presently difficult work is a burden to endure/convey for us. 
Weep for the moon 
অসম্ভব কিছু চাওয়া (to request something inconceivable)
Models in Sentences:
  • In the event that you need him to come here, you are sobbing for the moon. (তুমি যদি চাও যে সে এখানে আসবে, তবে তুমি অসম্ভব কিছু চাইছো।) 
  • In the event that you need to wed that young lady, you are sobbing for the moon. 
Cry in the wild 
অরণ্যে রোদন (to cry futile)
Models in Sentences:
  • To encourage him to quit taking liquor is a cry in the wild. (তাকে মদ্যপান বন্ধ করার পরামর্শ দেয়া হলো অরণ্যে রোদন করা।) 
  • To expect compassion from a merciless individual is a cry in the wild. 
Weep hysterically 
ভীষণ কাঁদা (to cry exceptionally hard)
Models in Sentences:
  • The young lady sobbed hysterically after her dad's passing. (মেয়েটি তার বাবার মৃত্যুর পর ভীষণ কাঁদলো।) 
  • The kid wept hysterically after the takeoff of his dearest. 
Weep hysterically 
করুণভাবে কাঁদা (to cry miserably)
Models in Sentences:
  • The lady was weeping hysterically in the wake of hearing the tragic news. (মহিলাটি দুঃখের খবরটা শোনার পর করুণভাবে কাঁদলো।) 
  • The young lady sobbed hysterically after her dad's passing. 
Falsely sound the alarm 
বিপদ এসেছে বলে মিথ্যা চিৎকার করা (erroneously shouting for help when you needn't bother with it)
Models in Sentences:
  • Aric has a propensity for telling a shameful lie. (এরিকের বিপদ এসেছে বলে মিথ্যা চিৎকার করার একটা অভ্যাস আছে।) 
  • Alex has told a shameful lie so often that everybody is doubting him when he very assistance.

Normal English Lessons 

  1. Figures of speech Starting with "Simple"
  2. Sayings Starting with "Drop"
  3. Figures of speech Starting with "Draw"
  4. Maxims Starting with "Down"
  5. 6 Idioms Starting with "Canine"
  6. Colloquialisms Starting with "Do"
  7. Figures of speech Starting with "Dirty"/ "Filthy"
  8. Figures of speech Starting with "Dead"
  9. 6 Idioms Starting with "Day"
  10. Figures of speech Starting with "Cut"
  11. Maxims Starting with "Cross" and "Cry"
  12. Phrases Starting with "Come"
  13. 7 Idioms Starting with "Cold"
  14. 6 Idioms Starting with "Close"
  15. 6 Idioms Starting with "Change"
  16. Figures of speech Starting with "Catch"
  17. 5 Idioms Starting with "Cast"
  18. 7 Idioms Starting with "Convey"
  19. Figures of speech Starting with "Call"
  20. Maxims Starting with "By"

Labels

Present Tense (25) Normal English Lessons (15) মধু খাওয়ার উপকারিতা (14) Tense (12) জীবন বদলে দেওয়ার মতো 30 টি বাণী (12) Regular English Lessons (11) রসুনের উপকারিতা (10) Interrogative Sentence (8) Negative Sentence (8) Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী (8) Affirmative Sentence (হাঁ -বাচক ) (7) Interrogative Negative (7) পেয়ারার উপকারিতা (7) কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক – (keyboard shortcuts) (6) রবীন্দ্রনাথের বাণী সমগ্র (6) 7 Idioms Starting with "Cold" (4) Parts of Speech-English Grammar (ইংরেজি ব্যাকরণ) (4) Sayings Starting with "Cross" and "Cry" (4) এ.পি.জে আব্দুল কালাম (4) 6 Idioms Starting with "Close" (3) Adjective (2) Figures of speech Starting with "Come" (2) Motivational speech (2) Preposition (2) grammar (2) voice-active-voice-passive-voice (2) About Us (1) Adverb (1) Believe-in-yourself-sand-stone. (1) Computer Shortcut Keys (1) Motivational Quotes in Bangali (1) Noun (1) Parts of Speech: Noun (1) Pronoun (1) Verb (1) এ.পি.জে আব্দুল কালামের অনুপ্রেরণাদায়ক বাণী (1) নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলা বাণী Netaji Subhash Chandra Bose Bangla Bani (1) বাংলা অনুপ্রেরণা মূলক উক্তি (1) ব্যবহার এবং অপকারিতা (1)

My Blog List

  • Positive Thoughts - * 1) ‘Dreams are not what you see in your sleep. Dreams* *That's what keeps you awake. '* *2) ‘To be as bright as the sun first* *You have to burn li...
    3 years ago

Popular Posts

Most Popular

জীবন বদলে দেবার মতো উক্তি,গুণীজনের বাণী , যা আপনার জীবনকে বদলে দিতে পারে

জীবন বদলে দেবার মতো উক্তি  জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায়, সময়কে ভালোভাবে ব্যবহার করতে। আর সময় শেখায়, জীবনের মূল্য দিতে।...