English to Bengali, বাংলা ও ইংরেজি, Online English to Bengali Tense, English Gramma

শিক্ষায় জীবন

English Grammar Basics , Learn Grammar Online - English Grammar (ইংরেজি ব্যাকরণ)

Learn Basic Tense
English Grammar, বাংলা ব্যাকরণ, Reading & Writing, Vocabulary, BCS Preparation, IELTS Preparation
[ Learn Before Tense - Person / principal verb, Auxiliary verb / 
Object-Complement / Adverbial / Wh-words ]

           ইংরাজি তে Tense শেখাটা অত্যন্ত জরুরি।  কারণ Tense না জানলে ইংরাজি শেখায় সম্ভব হবে না। ইংরাজিতে কিছু লিখতেই পারবে না ; ইংরাজি লেখা পরে কিছু বুঝতে ও পারবে না।
            এইবার আমরা Tense শিখবো।  কিন্তু Tense শেখার আগে কয়েকটি জিনিস শেখ দরকার , না হলে Tense শিখতে গিয়ে অসুবিধাই পাড়বে 
জিনিস গুলি হলো :- 
  1. Person - পুরুষ 
  2. Principal verb - Auxiliary verb
  3. Object - Complement 
  4. Adverbial
  5. 'Wh' Words
এইবার এই item গুলি একবার দ্রুত ঝালিয়ে নেওয়া যাক। 
ইংরেজিতে পারসন (PERSON ) তিন প্রকেরের হয়  :
  1. First Person (উত্তম পুরুষ )
  2. Second Person (মাধ্যম পুরুষ )
  3. Third Person (প্রথম পুরুষ )
মনে করো  john, Tom -এর সাথে কথা বলছে , dick -এর সম্বন্ধে। 
john কে I  বলবে , Tom  কে বলবে You আর dick  কে বোঝাতে he  বলে।  
সুতরাং বক্তা নিজেকে First Person, যার সাথে কথা বলছে সে Second Person  এবং যার সম্বন্ধে কথা বলছে সে Third Person,
এক্ষেত্রে - 
  1. John - First Person  ( I )
  2. Tom -Second Person  (You )
  3. Dick - Third  Person  (He )
নিচের ছক গুলিতে ভালো করে দেখানো হলো , বিভিন্ন Person এ বিভিন্ন Pronoun - গুলি কোন অর্থে কোন অবস্থায় আছে। 
First Person
আমি সংক্রান্ত সব Pronoun ই তাহলে First Person , নিচের ছকে সব Pronoun  ই  First Person .
SingularPluralSingularPlural
IWeMyselfOurselves
MeUsMyselfOurselves
MyOurMineOurs
Second Person 
তুমি সংক্রান্ত সব Pronoun-ই Second Person ,
SingularPluralSingularPlural
YouYouYourYour
YourselfYourselvesYoursYours
Third Person 
First Person  ও Second  Person ছাড়া ইংরেজিতে যত noun / pronoun  আছে সেগুলি সবই Third Person .
SingularPluralSingularPlural
He,
She,
It
TheyHimself,
Herself,
Itself,
Themselves
Him,
Her,
It
Them----------------
His,
Her,
Its
TheirsHis,
Her,
Its
Their
মনে রাখার বিষয়
Third Person -Noun 
Ram ; Sham ; Harri ; His Brother ; Bird ; Tiger ; Rice ; Water -এ সবই Third person. ইংরেজিতে Person  চেনাটা দরকার। কারণ এক এক রকম person  -এ এক এক রকমের Verb বসে। যেমন ---- I eat . He eats ,
They eat.
[2] VERB
Tense শেখার আগে English verb সম্বন্ধে কয়েকটি গুরুত্ব পূর্ণ কথা জেনে রাখা দরকার। 

Principal Verb

( মূল ক্রিয়া )


Auxiliary Verb

( সাহায্যকারী ক্রিয়া )
একটি বিশেষ দৃষ্টি কোণ থেকে ইংরেজি verb গুলিকে দু - ভাগে ভাগ করা যায়।  যেমন
(i) Principal  Verb 
(ii) Auxiliary Verb .
নিচের বাক্য দুটি লক্ষ্য করো :
  1. He is ill  . সে  (হয়) অসুস্থ। 
2. He is reading . সে পড়ছে।
       প্রথম বাক্য-এ  is  Verb  টি  'be ' verb জাত।  এবং নিজস্ব অর্থেই  'হওয়া ' ( be ) অর্থেই ব্যবহৃত হয়েছে।  সে হয় অসুস্থ। এখানে is  principal verb .
        কিন্তু দ্বিতীয় বাক্যে is  Verb টি নিজস্ব অর্থে ব্যবহৃত হয়নি।  এখানে is  এই verb টি read  এই verb  কে সাহায্য করার জন্য ব্যবহার হয়েছে।  তাই is  এখানে Auxiliary verb বা সাহায্য কারী ক্রিয়া।  এখানে সে হয় পড়ছে বললে কোনো অর্থই হবে না। 
                            তাহলে যে verb  বাক্যের মূল ক্রিয়া হিসাবে কাজ করে এবং নিজের অর্থকেই প্রকাশ করে তাকে principal verb বলে (বা মূল ক্রিয়া ) বলে। আর যে verb  নিজের অর্থটি প্রকাশ না করে অন্য্ একটি verb  কে অর্থ প্রকাশে সাহায্য করে তাকে Auxiliary Verb  বলে বা সাহায্যকারী ক্রিয়া বলে। 
আবার দেখো 
3. I have sweater. (আমার একটি সোয়েটার আছে )
4 I have done it.(আমি এটি করেছি )
তৃতীয় বাক্যে have টি Principal verb  এবং ,
চতুথ বাক্যে have Auxiliary Verb , যে do  verb  কে Done এ রূপান্তরিত করতে যাহায্য করেছে।
মনে রাখবে 
সাধারণ ভাবে Sentence এর মূল verb  কে কী (what) ও কে (whom)দিয়ে প্রশ্ন করলে যে word বা group of  words  উত্তর দেয় , তাকে object বলে। যদি এরকম কোনো উত্তর পাওয়া না যায় ,তবে complement  হবে , 
যেমন :- 
১. He eats rice. rice এখানে object.
২. She drinks slowly. slowly এখানে complement 
"Be'  Verb (অর্থাৎ am /is /are / be / was /were ইত্যাদি ) গুলি intransitive  অর্থাৎ এদের object থাকে না , Complement  থাকে এদের ক্ষেত্রে কী / কাকে দিয়ে প্রশ্ন করলে অর্থ পূর্ণ উত্তর পাওয়া যাবে , কিন্তু তবুও 'be ' Verb এর পরে কোনো object  থাকবে না , থাকবে complement  যেমন - 
৩.He is ill. ill এখানে complement  .
৪.They are happy . happy  এখানে complement 
যে Verb এর Object থাকে তাকে transitive Verb বলে , আর যে Verb এর Object থাকে না , Complement থাকে তাকে Intransitive  verb বলে ,

[3] ADVERBIAL
নিচের Sentence গুলি দেখো 
1.He walks quickly .- Adverb word.
2. He went there .- Adverb word.
3. He came in the morning .- Adverb phrase 
4. He came when it was morning.- Adverb Clause.
ইংরেজিতে মোট ৯টি ' WH ' Word  আছে।  যেমন : 
১.Who (কে),
২.Which (কোনটা )
৩.What (কী )
৪.Why(কেন )
৫.Whom (কাকে )
৬.When (কখন )
৭.Where (কোথায় )
৮.Whose (কার )
৯.How (কেমন করে )
এগুলি দিয়ে সাধারণ ভাবে প্রশ্ন করা হয় , তবে এই গুলি গুলির অন্য্ function ও আছে।  তোমরা Tense  শিখতে গিয়ে 'WH ' Word - গুলির সঙ্গে পরিচিত হবে ,
--------------------------------------------------------------------------------------------------------
TENSE

Answer:- Tense হল ক্রিয়ার কাল। Tense  শুধুমাত্র Verb এর হয়, অন্য্ কোনো Parts of Speech - এর নয়।  Verb মানে একটা কাজ।  কাজ যখন, তখন নিশ্চই তার একটা সময় আছে।  অর্থাৎ কাজটা কখন হয়, বা হয়েছিল বা হবে।  Tense - এই সময়টাই বলে দেয়।
Tense চার প্রকার
১- Present Tense (বর্তমান কাল)
২- Past Tense (অতীত কাল)
৩-Future Tense (ভবিষৎ কাল)
  1. Present Indefinite or Simple Tense 
  2. Present Continuous or Progressive Tense
  3. Present Perfect Tense 
  4. Present Perfect Continuous Tense 
  1. Past Indefinite or Simple Tense 
  2. Past Continuous Tense or Progressive Tense
  3. Past Perfect Tense
  4. Past Perfect Continuous Tense
  1. Future Indefinite or Simple Tense
  2. Future Continuous or Progressive Tense
  3. Future Perfect Tense
  4. Future  Perfect Continuous Tense
Hello বন্ধরা English Grammar

  • Sentence (বাক্য)

• Subject • Predicate • Kinds of Sentence • Assertive Sentence • Interrogative Sentence • Imperative Sentence • Optative Sentence • Exclamatory Sentence • Simple Sentence • Complex Sentence • Compound Sentence • Exercise on Sentence with Explanation

• Noun | Exercise on Noun • Pro-thing | Exercise on Pronoun • Adjective | Exercise on Adjective • Verb | Exercise on Verb • Adverb | Exercise on Adverb • Prepositions | Exercise on Preposition • Conjunction | Exercise on Conjunction • Interjection | Exercise on Interjection • Exercise on Parts of Speech with Explanation

  • Number (বচন)

• Singular Number
• The Plural number
• Number পরিবর্তন করার নিয়ম • Rules page 1 • Rules page 2

Gender (লিঙ্গ)

• Masculine Gender ( পুং লিঙ্গ) • Feminine Gender ( স্ত্রী লিঙ্গ) • Neuter Gender (ক্লীব লিঙ্গও) • Common Gender (উভয় লিঙ্গ) • Rules of changing sexual orientation • Rules page 1

Case (কারক)

• Nominative case • Objective case • Possessive case • Vocative case • Dative case

Tense (কাল) 

• Present Tense (বর্তমান কাল) | Exercise • Past Tense (অতীত কাল) | Exercise • Future Tense (ভবিষ্যত কাল) | Exercise • Exercise on Tense with Explanation

Articles

• Indefinite Articles • Definite Articles • Use of An and An • Omission of An and An • Use of positive article • Omission of positive article • Exercise on Articles with Explanation

Degree

• Change of degree

Transformation

• Affirmative to Negative • Assertive to Interrogative • Exclamatory to Assertive • Assertive to Exclamatory • Simple to Complex • Simple to Compound • Compound to Simple • Compound to Complex • Complex to Simple • Complex to Compound

  • Voice

• Active Voice • Passive Voice • Rules of changing voice - Page 1 • Rules of changing voice - Page 2 • Rules of changing voice - Page 3

Determiners and Quantifiers

• Clauses • Phrases
• Prefixes • Suffixes • Narration • Modifiers
• Do-addition/Do-bolster • Negation • Inversion

Learn English Grammar - Sentence, Parts of speech, Noun, Pro-noun, Adjective, Verb, Adverb, Prepositions, Conjunction, Interjection, Number (বচন), Gender (লিঙ্গ), Case (কারক), Tense (কাল), Articles, Transformation - English Grammar (ইংরেজি ব্যাকরণ)
Grammar is the way we arrange words to make sentences. Word level grammar covers verbs, nouns, adverbs etc. Sentence level grammar covers phrases, clauses, reported speech,
Sentence, Parts of speech, Noun, Pro-noun, Adjective, Verb, Adverb, Prepositions, Conjunction, Interjection, Number (বচন), Gender (লিঙ্গ), Case (কারক), Tense (কাল), Articles, Transformation - English Grammar (ইংরেজি ব্যাকরণ)

1 comment:

Labels

Present Tense (25) Normal English Lessons (15) মধু খাওয়ার উপকারিতা (14) Tense (12) Regular English Lessons (11) জীবন বদলে দেওয়ার মতো 30 টি বাণী (11) রসুনের উপকারিতা (10) Interrogative Sentence (8) Negative Sentence (8) Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী (8) Affirmative Sentence (হাঁ -বাচক ) (7) Interrogative Negative (7) পেয়ারার উপকারিতা (7) কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক – (keyboard shortcuts) (6) রবীন্দ্রনাথের বাণী সমগ্র (6) 7 Idioms Starting with "Cold" (4) Parts of Speech-English Grammar (ইংরেজি ব্যাকরণ) (4) Sayings Starting with "Cross" and "Cry" (4) 6 Idioms Starting with "Close" (3) এ.পি.জে আব্দুল কালাম (3) Adjective (2) Figures of speech Starting with "Come" (2) Motivational speech (2) Preposition (2) grammar (2) voice-active-voice-passive-voice (2) About Us (1) Adverb (1) Believe-in-yourself-sand-stone. (1) Computer Shortcut Keys (1) Motivational Quotes in Bangali (1) Noun (1) Parts of Speech: Noun (1) Pronoun (1) Verb (1) এ.পি.জে আব্দুল কালামের অনুপ্রেরণাদায়ক বাণী (1) নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলা বাণী Netaji Subhash Chandra Bose Bangla Bani (1) বাংলা অনুপ্রেরণা মূলক উক্তি (1) ব্যবহার এবং অপকারিতা (1)

My Blog List

  • Positive Thoughts - * 1) ‘Dreams are not what you see in your sleep. Dreams* *That's what keeps you awake. '* *2) ‘To be as bright as the sun first* *You have to burn li...
    3 years ago

Popular Posts

Most Popular

জীবন বদলে দেবার মতো উক্তি,গুণীজনের বাণী , যা আপনার জীবনকে বদলে দিতে পারে

জীবন বদলে দেবার মতো উক্তি  জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায়, সময়কে ভালোভাবে ব্যবহার করতে। আর সময় শেখায়, জীবনের মূল্য দিতে।...