English to Bengali, বাংলা ও ইংরেজি, Online English to Bengali Tense, English Gramma

শিক্ষায় জীবন

Showing posts with label Parts of Speech-English Grammar (ইংরেজি ব্যাকরণ). Show all posts
Showing posts with label Parts of Speech-English Grammar (ইংরেজি ব্যাকরণ). Show all posts

বিখ্যাত মনীষীদের বাণী যা জীবন বদলে দিতে পারে , Motivational speech


যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো , সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না , পথ তুমি খুঁজে পাবেই ।
Roy T. Bennett



1. The key to success is to focus our conscious minds not on what we fear but on what we want.
Brian Tracy

1. সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা ।
Brian Tracy

2. If you don't start chasing your dreams right now, one day you will have to work to make their dreams come true in the lives of others.
Anonymous

2. তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্ন গুলো সত্যি করার পেছনে ছুটে না চলো , একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্ন গুলো সত্যি করার জন্য ।
Anonymous

3. Let them make fun of you, make fun of you, hurt you, despise you, nothing will happen. But they can't stop you.
Apoorve Dubey

3. ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক , তোমাকে নিয়ে হাসুক , তোমাকে আঘাত করুক , অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না । কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে।
Apoorve Dubey


4. Never give up on what you really believe in, you will find the way.
Roy T. Bennett

4. যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো , সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না , পথ তুমি খুঁজে পাবেই ।
Roy T. Bennett


5. Never break down. Everything that is lost in the world, in any other form, just comes back to life.
Rumi


5. কখনো ভেঙে পড়ো না । পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় , অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে।
Rumi

6. The only thing that stands between you and your dream is an excuse! From the moment you stop making excuses and start working, from that moment your dreams will no longer be dreams - it will start to take shape.
Jordan Belfort

6. তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস , সেটি হচ্ছে অজুহাত ! যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে , সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না —- সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে ।
Jordan Belfort

7. Set a goal. Make that goal a part of your life. Think, dream, spread that goal all over your brain, muscles, blood vessels, and forget everything else. –This is the path to success.
Swami Vivekananda

7. একটি লক্ষ্য ঠিক করো । সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো । চিন্তা করো , স্বপ্ন দেখো , তোমার মস্তিষ্ক , পেশী , রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও , আর বাকি সবকিছু ভুলে যাও । —–এটাই সাফল্যের পথ ।
Swami Vivekananda

8. Where is the joy of winning easily? The greater the obstacle, the greater the joy of victory.
Pele

8. সহজে জেতার আনন্দ কোথায় ? বাধা যত বিশাল , বিজয়ের আনন্দও ততই বাঁধভাঙ্গা ।
Pele

9. Never give up. The present grit of teeth will give you the title of winner for the rest of your life.
Muhammad Ali

9. কখনো হাল ছেড়ে দিও না । এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারাজীবনের জন্য ।
Muhammad Ali

10. Try to do the best you can in your life. Do it in such a way that no one before or after you can do it so well.
Martin Luther King Jr.

10. তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো , তাকে সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করো । এমন ভাবে করো , যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে ।
Martin Luther King Jr.

11. I can accept failure, but I can't accept not trying.
Michael Jordan

11. আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি , কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না।
Michael Jordan

12. If you want to be successful, you have to face all the challenges. There is no chance to choose the challenge.
Mike Gafka

12. সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে । চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনও সুযোগ নেই ।
Mike Gafka

13. There is no heroism in never falling, true heroism is hidden in falling and rising.
Confucius

13. কখনও না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই , পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে ।
Confucius

14. It doesn't matter how slow you are; The real thing is not to stop.
Confucius

14. তুমি কত ধীরে চলেছ , সেটা কোনও ব্যাপার নয় ; না থেমে চলতে থাকাটাই আসল কথা ।
Confucius

15. If something really matters to you, no obstacle can stop you.
Elon Musk

15. কোন কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় , কোন বাধাই তোমাকে থামাতে পারবে না ।
Elon Musk


16. Try to achieve the hidden power of nature. The secret power is patience.
Ralph Waldo Emerson

16. প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো । গোপন শক্তিটি হল ধৈর্য ।
Ralph Waldo Emerson

17. It is possible for a man to fulfill all his dreams if he is brave enough.
Walt Disney

17. মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় ।
Walt Disney


18. I dreamed, I had confidence in that dream. And I loved the job. Even if Facebook failed, my love would remain. You have to have a dream in life and that dream has to live well.
Mark Zuckerberg

18. আমি স্বপ্ন দেখেছিলাম , সেই স্বপ্নে আস্থা ছিল । আর আমি কাজটা ভালোবাসতাম । ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত । জীবনে একটা স্বপ্ন থাকতে হয় সেই স্বপ্নকে ভালোও বসতে হয়।
Mark Zuckerberg

19. If you know how to dream, you will catch the thorns of life like roses.
Theodore Zeldin

19. স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে ।
Theodore Zeldin

20. Everything in life should be tried at least once. The Creator has sent every human being with some incomparable skill, you will never know it, unless you try it.
Anonymous

20. জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত । স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন , তুমি সেটিকে কখনো জানতেও পারবে না , যতদিন না তুমি সেটা চেষ্টা করে দেখছো।
Anonymous

21. If you love what you are doing and are willing to do anything to succeed in that endeavor, it will be within reach. Every minute behind the work needs to be evaluated. Think and think; What you really want to design or create.
Steve Wozniak

21. আপনি যা করছেন , যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন , তাহলে সেটা হাতের নাগালে পৌঁছোবে । কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন । ভাবুন আর ভাবুন ; আসলেই আপনি কি নকশা অথবা তৈরি করতে চাচ্ছেন ।
Steve Wozniak

22. Look up at the sky. We are not alone. The whole universe is friendly to us. This world is conspiring to give the best only to those who dream and work.
A.P.J.Abdul Kalam

22. আকাশের দিকে তাকাও । আমরা একা নই । পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ । যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব ।
A.P.J.Abdul Kalam


23. I dreamed, I had confidence in that dream. And I loved the job. Even if Facebook failed, my love would remain. You have to have a dream in life and that dream has to live well.
Mark Zuckerberg

23. আমি স্বপ্ন দেখেছিলাম , সেই স্বপ্নে আস্থা ছিল । আর আমি কাজটা ভালোবাসতাম । ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত । জীবনে একটা স্বপ্ন থাকতে হয় সেই স্বপ্নকে ভালোও বসতে হয়।
Mark Zuckerberg

24. If you know how to dream, you will catch the thorns of life like roses.
Theodore Zeldin

24. স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে ।
Theodore Zeldin

25. Everything in life should be tried at least once. The Creator has sent every human being with some incomparable skill, you will never know it, unless you try it.
Anonymous

25. জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত । স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন , তুমি সেটিকে কখনো জানতেও পারবে না , যতদিন না তুমি সেটা চেষ্টা করে দেখছো।
Anonymous

26. Everyone has a story of life. It is never possible to change the beginning of a story by going back to the past, but with hard work you can rearrange the end of the story if you want.
Chico Xavier

26. প্রত্যেকের জীবনের একটা গল্প আছে । অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় , কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো ।
Chico Xavier

27. Failure means, failure - no one will want to know why it happened or why. If you fail, you will have to bear the pain alone, no one will come and stand by your side. So never make excuses, never give others a chance - to control your life. You have to win.
Anonymous

27. ব্যর্থতা মানে হচ্ছে , ব্যর্থতা — কেন হয়েছে , কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না । তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে , কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না । তাই কখনো অজুহাত বানাবে না , অন্যদের সুযোগ দেবে না —তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার । জিততে তোমাকে হবেই ।
Anonymous

28. There are many things in life that are beyond your control and you don't even have to worry about them, because there are thousands of things out there and in your hands that you can conquer.
Roy T. Bennett

28. জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না , কারণ এর বাইরে ও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো ।
Roy T. Bennett

29. Instead of fearing failure, fear sitting without trying.
Roy T. Bennett

29. ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো ।
Roy T. Bennett

30. Do not rate rate. Today is a difficult day, tomorrow will be dark, but then the sun will rise.
Jack Ma

30. হার মেনো না । আজকের দিনটা কঠিন , কাল হবে অন্ধকার , কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে ।
Jack Ma

কিছু উইন্ডোজ কিবোর্ড শর্টকাট যা প্রত্যেকের জানা দরকার,Important Shortcut Keys for Computer

  


Important Shortcut Keys for Computer-

CTRL+A. . . . . . . . . . . . . . . . . Select All
CTRL+C. . . . . . . . . . . . . . . . . Copy
CTRL+X. . . . . . . . . . . . . . . . . Cut
CTRL+V. . . . . . . . . . . . . . . . . Paste
CTRL+Z. . . . . . . . . . . . . . . . . Undo
CTRL+B. . . . . . . . . . . . . . . . . Bold
CTRL+U. . . . . . . . . . . . . . . . . Underline
CTRL+I . . . . . . . . . . . . . . . . . Italic
F1 . . . . . . . . . . . . . . . . . . . . . . Help
F2 . . . . . . . . . . . . . . . . . . . . . Rename selected object
F3 . . . . . . . . . . . . . . . . . . . . . Find all files
F4 . . . . . . . . . . . . . . . . . . . . . Opens file list drop-down in dialogs
F5 . . . . . . . . . . . . . . . . . . . . . Refresh current window
F6 . . . . . . . . . . . . . . . . . . . . . Shifts focus in Windows Explorer
F10 . . . . . . . . . . . . . . . . . . . . Activates menu bar options
ALT+TAB . . . . . . . . . . . . . . . . Cycles between open applications
ALT+F4 . . . . . . . . . . . . . . . . . Quit program, close current window
ALT+F6 . . . . . . . . . . . . . . . . . Switch between current program windows
ALT+ENTER. . . . . . . . . . . . . . Opens properties dialog
ALT+SPACE . . . . . . . . . . . . . . System menu for current window
ALT+¢ . . . . . . . . . . . . . . . . . . opens drop-down lists in dialog boxes
BACKSPACE . . . . . . . . . . . . . Switch to parent folder
CTRL+ESC . . . . . . . . . . . . . . Opens Start menu
CTRL+ALT+DEL . . . . . . . . . . Opens task manager, reboots the computer
CTRL+TAB . . . . . . . . . . . . . . Move through property tabs
CTRL+SHIFT+DRAG . . . . . . . Create shortcut (also right-click, drag)
CTRL+DRAG . . . . . . . . . . . . . Copy File
ESC . . . . . . . . . . . . . . . . . . . Cancel last function
SHIFT . . . . . . . . . . . . . . . . . . Press/hold SHIFT, insert CD-ROM to bypass auto-play
SHIFT+DRAG . . . . . . . . . . . . Move file
SHIFT+F10. . . . . . . . . . . . . . . Opens context menu (same as right-click)
SHIFT+DELETE . . . . . . . . . . . Full wipe delete (bypasses Recycle Bin)
ALT+underlined letter . . . . Opens the corresponding menu
PC Keyboard Shortcuts
Document Cursor Controls
HOME . . . . . . . . . . . . . . to beginning of line or far left of field or screen
END . . . . . . . . . . . . . . . . to end of line, or far right of field or screen
CTRL+HOME . . . . . . . . to the top
CTRL+END . . . . . . . . . . to the bottom
PAGE UP . . . . . . . . . . . . moves document or dialog box up one page
PAGE DOWN . . . . . . . . moves document or dialog down one page
ARROW KEYS . . . . . . . move focus in documents, dialogs, etc.
CTRL+ > . . . . . . . . . . . . next word
CTRL+SHIFT+ > . . . . . . selects word
Windows Explorer Tree Control
Numeric Keypad * . . . Expand all under the current selection
Numeric Keypad + . . . Expands current selection
Numeric Keypad – . . . Collapses current selection
¦ . . . . . . . . . . . . . . . . . . Expand current selection or go to first child
‰ . . . . . . . . . . . . . . . . . . Collapse current selection or go to parent
Special Characters
‘ Opening single quote . . . alt 0145
’ Closing single quote . . . . alt 0146
“ Opening double quote . . . alt 0147
“ Closing double quote. . . . alt 0148
– En dash. . . . . . . . . . . . . . . alt 0150
— Em dash . . . . . . . . . . . . . . alt 0151
… Ellipsis. . . . . . . . . . . . . . . . alt 0133
• Bullet . . . . . . . . . . . . . . . . alt 0149
® Registration Mark . . . . . . . alt 0174
© Copyright . . . . . . . . . . . . . alt 0169
™ Trademark . . . . . . . . . . . . alt 0153
° Degree symbol. . . . . . . . . alt 0176
¢ Cent sign . . . . . . . . . . . . . alt 0162
1⁄4 . . . . . . . . . . . . . . . . . . . . . alt 0188
1⁄2 . . . . . . . . . . . . . . . . . . . . . alt 0189
3⁄4 . . . . . . . . . . . . . . . . . . . . . alt 0190
PC Keyboard Shortcuts
Creating unique images in a uniform world! Creating unique images in a uniform world!
é . . . . . . . . . . . . . . . alt 0233
É . . . . . . . . . . . . . . . alt 0201
ñ . . . . . . . . . . . . . . . alt 0241
÷ . . . . . . . . . . . . . . . alt 0247
File menu options in current program
Alt + E Edit options in current program
F1 Universal help (for all programs)
Ctrl + A Select all text
Ctrl + X Cut selected item
Shift + Del Cut selected item
Ctrl + C Copy selected item
Ctrl + Ins Copy selected item
Ctrl + V Paste
Shift + Ins Paste
Home Go to beginning of current line
Ctrl + Home Go to beginning of document
End Go to end of current line
Ctrl + End Go to end of document
Shift + Home Highlight from the current position to the beginning of the line
Shift + End Highlight from the current position to the end of line
Ctrl + f Move one word to the left at a time
Ctrl + g Move one word to the right at a time
MICROSOFT® WINDOWS® SHORTCUT KEYS
Alt + Tab Switch between open applications
Alt +
Shift + Tab
Switch backward between open
applications
Alt + Print
Screen
Create a screenshot for the current program
Ctrl + Alt + Del Reboot/Windows® task manager
Ctrl + Esc Bring up the start menu
Alt + Esc Switch between applications on the taskbar
F2 Rename selected icon
F3 Start find from desktop
F4 Open the drive selection when browsing
F5 Refresh contents
Alt + F4 Close current open program
Ctrl + F4 Close window in program
Ctrl + Plus
Key
Automatically adjust widths of all columns
in Windows Explorer
Alt + Enter Open properties window of the selected icon
or program
Shift + F10 Simulate right-click on selected item
Shift + Del Delete programs/files permanently
Holding Shift
During Bootup
Boot safe mode or bypass system files
Holding Shift
During Bootup
When putting in an audio CD, will prevent
CD Player from playing
WINKEY SHORTCUTS
WINKEY + D Bring desktop to the top of other windows
WINKEY + M Minimize all windows
WINKEY +
SHIFT + M
Undo the minimize done by WINKEY + M
and WINKEY + D
WINKEY + E Open Microsoft Explorer
WINKEY + Tab Cycle through open programs on the taskbar
WINKEY + F Display the Windows® Search/Find feature
WINKEY +
CTRL + F
Display the search for computers window
WINKEY + F1 Display the Microsoft® Windows® help
WINKEY + R Open the run window
WINKEY +
Pause /Break
Open the system properties window
WINKEY + U Open utility manager
WINKEY + L Lock the computer (Windows XP® & later)
OUTLOOK® SHORTCUT KEYS
Alt + S Send the email
Ctrl + C Copy selected text
Ctrl + X Cut selected text
Ctrl + P Open print dialog box
Ctrl + K Complete name/email typed in address bar
Ctrl + B Bold highlighted selection
Ctrl + I Italicize highlighted selection
Ctrl + U Underline highlighted selection
Ctrl + R Reply to an email
Ctrl + F Forward an email
Ctrl + N Create a new email
Ctrl + Shift + A Create a new appointment to your calendar
Ctrl + Shift + O Open the outbox
Ctrl + Shift + I Open the inbox
Ctrl + Shift + K Add a new task
Ctrl + Shift + C Create a new contact
Ctrl + Shift+ J Create a new journal entry
WORD® SHORTCUT KEYS
Ctrl + A Select all contents of the page
Ctrl + B Bold highlighted selection
Ctrl + C Copy selected text
Ctrl + X Cut selected text
Ctrl + N Open new/blank document
Ctrl + O Open options
Ctrl + P Open the print window
Ctrl + F Open find box
Ctrl + I Italicize highlighted selection
Ctrl + K Insert link
Ctrl + U Underline highlighted selection
Ctrl + V Paste
Ctrl + Y Redo the last action performed
Ctrl + Z Undo last action
Ctrl + G Find and replace options
Ctrl + H Find and replace options
Ctrl + J Justify paragraph alignment
Ctrl + L Align selected text or line to the left
Ctrl + Q Align selected paragraph to the left
Ctrl + E Align selected




⬛️কিছু উইন্ডোজ কিবোর্ড শর্টকাট যা প্রত্যেকের জানা দরকার⬛️
সকল অপারেটিং সিস্টেম ও প্রায় সব প্রোগ্রামেই দ্রুত কাজ করার জন্য কিবোর্ড শর্টকাট দেয়া থাকে। সচরাচর ব্যবহারকারীরা মাত্র গুটিকয়েক কিবোর্ড শর্টকাট মনে রাখেন। কিন্তু কাজের সুবিধার্থে দরকারী কিছু কিবোর্ড শর্টকাট মুখস্থ করে রাখলে জীবন অনেকটাই সহজ হয়ে যায়। তাই এই পোস্টে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি উইন্ডোজ কিবোর্ড শর্টকাট ও সেগুলোর কাজ জানাচ্ছি, যা আপনার কম্পিউটারে কাজের গতি অনেক গুণ বাড়িয়ে দেবে।

Ctrl+Z
উইন্ডোজ কম্পিউটারে কাজ করার সময় হঠাত ভুলে যদি কোনো ফাইল ডিলিট করে রিসাইকেল বিনে পাঠিয়ে দেন, তাহলে সাথে সাথে Ctrl এবং Z বাটন একত্রে চাপ দিন। এতে আপনার সেই মুছে যাওয়া ফাইল আগের স্থানে ফিরে আসবে। মাইক্রোসফট অফিস, ব্রাউজার সহ বেশিরভাগ প্রোগ্রামের সাথে (যেখানে ব্যবহারকারীর কিছু লেখা দরকার হয়) এই শর্টকাটটি কাজ করে। এটি মূলত সর্বশেষ সম্পন্ন কাজটিকে আনডু করে দেয়। Ctrl+Z যে কাজ করে, সেটিকে আনডু করতে Ctrl+Y চাপ দিতে পারেন।

Ctrl+W
এই কিবোর্ড শর্টকাটটি আপনার চালু থাকা উইন্ডো বন্ধ করে দেবে। আপনি যদি কোনো অফিস ডকুমেন্টে কাজ করতে থাকেন, তাহলে Ctrl+W চাপ দিলে প্রথমে আপনার ডকুমেন্টটি সেইভ করতে বলবে এবং তারপর এটি ক্লোজ করা যাবে।

Alt+F4
এটি চালু থাকা অ্যাপ বন্ধ করে দেবে। Alt+F4 শর্টকাটটি এক্টিভ উইন্ডোকেও ক্লোজ করে দেয়। তবে বোনাস হিসেবে, আপনি যদি ডেস্কটপের খালি জায়গায় ক্লিক করে Alt+F4 চাপ দেন তাহলে এটি পিসি বন্ধ, স্লিপ, হাইবারনেট, রিস্টার্ট প্রভৃতি করার অপশন দেখাবে।

Ctrl+A
নিশ্চয়ই জানেন, এই শর্টকাটটি এক্টিভ উইন্ডোতে থাকা সকল কনটেন্ট সিলেক্ট করে। তারপর আপনি Ctrl+S চাপ দিয়ে সেইভ, Ctrl+C চাপ দিয়ে কপি Ctrl+X চাপ দিয়ে কাট এবং Ctrl+V চাপ দিয়ে অন্য উইন্ডোতে গিয়ে পেস্ট করতে পারেন।

Win+D
উইন্ডোজ বাটন এবং D একত্রে প্রেস করলে আপনার ওপনে থাকা সকল উইন্ডো মিনিমাইজ বা হাইড হয়ে পিসির ডেস্কটপ চলে আসবে। পুনরায় Win+D চাপ দিলে প্রথমবার হাইড করা উইন্ডোগুলো আবার ফিরে আসবে।

Alt+Tab
এই শর্টকাট প্রেস করলে স্ক্রিনে আপনার সকল চালু থাকা অ্যাপের প্রিভিউ দেখা যাবে। সেখান থেকে দ্রুত কোনো একটা অ্যাপে ক্লিক করে সেটাতে কাজ করতে পারেন। Win+Tab শর্টকাটও প্রায় একই কাজ করে, তবে এখানে কীবোর্ড চাপ দিয়ে ছেড়ে দিলেও প্রিভিউগুলো থেকে যায়।

F2
কোনো ফাইল বা ফোল্ডারের ওপর একটি ক্লিক করে তারপর F2 বাটন চাপ দিলে ঐ ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার অপশন আসবে।

F5
ইন্টারনেট ব্রাউজ করার সময় একটি পেজ রিফ্রেশ বা পুনরায় লোড করতে চাইলে F5 চাপ দিন।

Win+L
এটি আপনার পিসির স্ক্রিন লক করে দেবে। ফলে পিসি আবার ব্যবহার করতে চাইলে পাসওয়ার্ড এন্টার করে আনলক করে নিতে হবে। পাসওয়ার্ড আগে থেকে দেয়া না থাকলে শুধু সাইন-ইন বাটনে ক্লিক করে এন্টার দিলেই হবে।

Win+PrtScn
এই শর্টকাট আপনার পিসির পুরো স্ক্রিনের স্ক্রিনশট নিয়ে সি ড্রাইভের পিকচার্স ফোল্ডারে একটি ইমেজ আকারে সেইভ করে রাখবে। আর ক্লিপবোর্ডেও ছবিটি থাকবে, যা পেইন্ট প্রোগ্রাম ওপেন করে পেস্ট করে এডিট করতে পারবেন।

Ctrl+Alt+Del
পিসি হ্যাং করলে এই বিখ্যাত শর্টকাটটি চেপে উইন্ডোজের টাস্ক ম্যানেজার প্রোগ্রাম চালু করার অপশন পাবেন। সেখান থেকে হ্যাং হওয়া অ্যাপ বন্ধ করা যাবে। এছাড়া পিসি লক করা, বন্ধ করা কিংবা সাইনআউটের অপশনও পাওয়া যাবে।

কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক – (keyboard shortcuts), উইন্ডোস কম্পিউটারের সেরা কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক

কম্পিউটার_Keyboard এর শর্টকাট :

>> F1: সাহায্য (Help).
>> F2: নির্বাচিত ফাইল রিনেইম করা।
>> F3: ফাইল খোঁজা।
>> F4: অন্য কোনো ফোল্ডারে ফাইল মুভ করা।
>> F5: বর্তমান উইন্ডো রিফ্রেশ করা।
>> F7: ওয়ার্ড/ এক্সেল ডকুমেন্ট স্পেলিং ডায়লগ ওপেন করা।
>> F10: মেনু বার চালু করা।
>> CTRL+C: কপি।
>> CTRL+X: কাট।
>> CTRL+V: পেস্ট।
>> CTRL+Z: আনডু।
>> CTRL+B: অক্ষর বোল্ড করা।
>> CTRL+U: অক্ষর আন্ডার লাইন করা।
>> CTRL+I: অক্ষর ইটালিক করা।
>> CTRL+K: হাইপারলিংক ডায়ালগ ওপেন হওয়া।
>> CTRL+ESC: Start menu চালু।
>> CTRL+ Home: ডকুমেন্ট এর শুরুতে যাওয়া।
>> CTRL+ End: ডকুমেন্ট এর শেষে যাওয়া।
>> CTRL+SHIFT+ESC: টাস্ক ম্যানেজার।
>> CTRL+TAB: কোনো প্রোগ্রামের এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে যাওয়া।
>> CTRL+F4: একাধিক ডকুমেন্ট ইন্টারফেস সহ কোনো প্রোগ্রাম বন্ধ করা।
>> CTRL+A: ফোল্ডারের সবগুলো আইটেম নির্বাচন করা।
>> SHIFT+ DELETE: সরাসরি ফাইল ডিলিট করা।
>> SHIFT+ right click: অতিরিক্ত শর্টকাট সহ মেনু।
>> SHIFT+ double click: বিকল্প ডিফল্ট কমান্ড।
>> SHIFT+F10: নির্বাচিত আইটেমের জন্য শর্টকাট মেনু।
>> SHIFT: অটোরান বন্ধ করতে এটি চেপে ধরে রাখুন।
>> SHIFT+ Windows Logo + M: মিনিমাইজ আনডু করা।
>> Home: বর্তমান লাইনের শুরুতে যাওয়া।
>> End: বর্তমান লাইনের শেষে যাওয়া।
>> ALT+ F4: প্রোগ্রাম বন্ধ করা।
>> ALT+TAB : অন্য কোনো চালু করা প্রোগ্রামে যাওয়া (সবগুলো প্রোগ্রাম দেখতে ALT চেপে ধরে TAB চাপুন)।
>> ALT+ SPACE: মেইন উইন্ডো’র সিস্টেম মেনু দেখা।
>> Windows Logo +L: কম্পিউটার লক করা।
>> Windows Logo+ M: সব প্রোগ্রাম মিনিমাইজ করা।
>> Windows Logo+F: Files অথবা Folders খোজাঁ।
>> Windows Logo+V: ক্লিপবোর্ড চালু করা।
>> Windows Logo+K: Keyboard Properties ডায়ালগ বক্স চালু করা।
>> Windows Logo+I: Mouse Properties ডায়ালগ বক্স চালু করা।
>> BACKPACE: পূর্ববর্তী ফোল্ডারে যাওয়া, (ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে পুর্বের পেইজ


Save Your time with Short Cut 📌

Ctrl + A - Select All
Ctrl + B - Bold
Ctrl + C - Copy
Ctrl + D - Fill
Ctrl + F - Find
Ctrl + G - Find next instance of the text
Ctrl + H - Replace
Ctrl + I - Italic
Ctrl + K - Insert a hyperlink
Ctrl + N - New workbook
Ctrl + O - Open
Ctrl + P - Print
Ctrl + R - Nothing right
Ctrl + S - Save
Ctrl + U - Underlined
Ctrl + V - Paste
Ctrl W - Close
Ctrl + X - Cut
Ctrl + Y - Repeat
Ctrl + Z - Cancel
F1 - Help
F2 - Edition
F3 - Paste the name
F4 - Repeat the last action
F4 - When entering a formula, switch between absolute/relative references
F5 - Goto
F6 - Next Pane
F7 - Spell Check
F8 - Extension of the mode
F9 - Recalculate all workbooks
F10 - Activate Menubar
F11 - New graph
F12 - Save As
Ctrl +: - Insert the current time
Ctrl +; - Insert the current date
Ctrl + "- Copy the value of the cell above
Ctrl + '- Copy the formula from the cell above
Shift - Offset Adjustment for Additional Functions in the Excel Menu
Shift + F1 - What is it?
Shift + F2 - Edit cell comment
Shift + F3 - Paste the function into the formula
Shift + F4 - Search Next
Shift + F5 - Find
Shift + F6 - Previous Panel
Shift + F8 - Add to the selection
Shift + F9 - Calculate the active worksheet
Shift + F10 - Popup menu display
Shift + F11 - New spreadsheet
Shift + F12 - Save
Ctrl + F3 - Set name
Ctrl + F4 - Close
Ctrl + F5 - XL, size of the restore window
Ctrl + F6 - Next Workbook Window
Shift + Ctrl + F6 - Previous Workbook Window
Ctrl + F7 - Move window
Ctrl + F8 - Resize Window
Ctrl + F9 - Minimize the workbook
Ctrl + F10 - Maximize or Restore Window
Ctrl + F11 - Inset 4.0 Macro sheet
Ctrl + F1 - Open File
Alt + F1 - Insert a graph
Alt + F2 - Save As
Alt + F4 - Output
Alt + F8 - Macro dialog
Alt + F11 - Visual Basic Editor
Ctrl + Shift + F3 - Create a name using the names of the row and column labels
Ctrl + Shift + F6 - Previous Window
Ctrl + Shift + F12 - Printing
Alt + Shift + F1 - New spreadsheet
Alt + Shift + F2 - Save
Alt + = - AutoSum
Ctrl + `- Toggle value / display of the formula
Ctrl + Shift + A - Insert the argument names in the formula
Alt + down arrow - automatic view list
Alt + '- Format Style Dialog
Ctrl + Shift + ~ - General Formal



Degree Of Comparison of Adjectives

 


Degree Of Comparison of Adjectives


Compare- মানে তুলনা করা । Comparison- তুলনা।

দুটি বস্তু, ব্যক্তি বা প্রাণী কিংবা দুয়ের অধিক বস্তু, ব্যক্তি বা প্রাণীর মধ্যে তুলনা করার জন্য ইংরেজিতে Adjective এর বিভিন্ন ব্যবহার আছে ।

তুলনার মাপকে Degree বলে। নিচে sentence গুলি দেখো- 

1- The tiger is a strong animal. - বাঘ শক্তিশালী জন্তু।

2- The lion is stronger than the tiger.- সিংহ বাঘের চেয়ে শক্তিশালী।

3- The elephant is the strongest of all the animals.- হাতি সকল জন্তুর চেয়ে শক্তিশালী।


Positive Degree তে Adjective সাধারণ form - এ থাকে।

Comparative এ Adjective + er বসে এবং adjective এর পর সাধারণত than বসে।

Superlative এ Adjective + est বসে এবং Adjective এর আগে the পরে Of/ among / in বসে।

তাহলে ব্যাপারটা হলো এই যে....


1- Adjective টি যখন একজনের বা একটির কথা বলে তখন, তার positive Degree হয়।

যেমন Large (বড়ো)

2- দুজনের বা দুটির মধ্যে তুলনা বোঝালে Adjective এর Comparative হয়।

যেমন Larger (বৃহত্তর)

3- দুয়ের অধিক প্রাণী / বস্তুর মধ্যে তুলনা হলে Adjective এর superlative Degree হয়।

যেমন - Largest (বৃহত্তম) 

Large----- Larger------ Largest.


Positive - Comparative+er - Superlative+est

Tall ------------------ Taller ------------------ Tallest

Small ------------- Smaller --------------- Smallest

Cold -------------- Coldar ------------------ Coldest

High --------------- Higher ----------------- Highest

Low ---------------- Lower ----------------- Lowest

Great --------------- Greater -------------- Greatest

Hard ---------------- Harder ---------------- Hardest

Rich ---------------- Richer ------------------ Richest

Poor --------------- Poorer ------------------ Poorest

Clever ------------ cleverer -------------- Cleverest

Fast ------------------ Faster ------------------- Fastest

Weak --------------- Weaker ---------------- Weakest

Large ---------------- Larger ---------------- Largest

Brave --------------- Braver ---------------- Bravest

Wise -------------------- Wiser ---------------- Wisest

Fine ---------------------- Finer ----------------- Finest

Noble ------------------ Nobler -------------- Noblest

Free ---------------------- Freer --------------- Freest

Able --------------------- Abler ----------------- Ablest


Adjective এর শেষে যদি y থাকে এবং y এর আগে Consonant থাকে তবে y তুলে দিয়ে i বসাতে হবে। তারপর er/est বসাতে হবে। Y- i + er/ est.


Happy --------------- Happier ----------------- Happiest

Easy ------------------- Easier -------------------- Easiest

Heavy ---------------- Heavier ----------------- Heaviest

Dry ----------------------- Drier ------------------ Driest

Holy --------------------- Holier ------------------- Holiest

Busy --------------------- Busier ------------------ Busiest

Ugly ---------------------- Uglier ------------------- Ugliest

Mery ------------------- Merrier ----------------- Meriest

Early ------------------- Earlier ------------------ Earliest

Funny ----------------- Funnier ---------------- Funniest


Y এর আগে যদি Vowel থাকে তাহলে Comparative এ er , ও Superlative এ est বসবে।


Grey --------------------- Greyer ------------------- Greyest


বন্ধুরা যদি তোমাদের Degree Of Comparison of Adjectives এর Pdf er প্রয়োজন হয় তাহলে আমাকে নিচে কমেন্ট করো আমি তাহলে পিডিএফ ফাইল upload করবো 




Parts of Speech - English Grammar (ইংরেজি ব্যাকরণ) , Parts of Speech, Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Conjunction, Interjection - English Grammar (ইংরেজি ব্যাকরণ)

Parts of Speech


  • In a sentence, words are separated into various classes or sorts due to their capacities and utilization. Also, it is portrayed by the term of grammatical features.



  • Grammatical forms help to comprehend the utilization or capacities words and how various words can make a significant sentence.

There are eight kinds of grammatical forms.


  1. Noun
  2. Pronoun
  3. Verb (Action word)
  4. Adverb (Modifier)
  5. Adjective (Descriptive word)
  6. Preposition (Relational word)
  7. Conjunction (Combination)
  8. Interjection (Interposition)



  • Parts of Speech, Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Conjunction, Interjection - English Grammar (ইংরেজি ব্যাকরণ)

Labels

Present Tense (25) Normal English Lessons (15) মধু খাওয়ার উপকারিতা (14) Tense (12) Regular English Lessons (11) জীবন বদলে দেওয়ার মতো 30 টি বাণী (11) রসুনের উপকারিতা (10) Interrogative Sentence (8) Negative Sentence (8) Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী (8) Affirmative Sentence (হাঁ -বাচক ) (7) Interrogative Negative (7) পেয়ারার উপকারিতা (7) কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক – (keyboard shortcuts) (6) রবীন্দ্রনাথের বাণী সমগ্র (6) 7 Idioms Starting with "Cold" (4) Parts of Speech-English Grammar (ইংরেজি ব্যাকরণ) (4) Sayings Starting with "Cross" and "Cry" (4) 6 Idioms Starting with "Close" (3) এ.পি.জে আব্দুল কালাম (3) Adjective (2) Figures of speech Starting with "Come" (2) Motivational speech (2) Preposition (2) grammar (2) voice-active-voice-passive-voice (2) About Us (1) Adverb (1) Believe-in-yourself-sand-stone. (1) Computer Shortcut Keys (1) Motivational Quotes in Bangali (1) Noun (1) Parts of Speech: Noun (1) Pronoun (1) Verb (1) এ.পি.জে আব্দুল কালামের অনুপ্রেরণাদায়ক বাণী (1) নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলা বাণী Netaji Subhash Chandra Bose Bangla Bani (1) বাংলা অনুপ্রেরণা মূলক উক্তি (1) ব্যবহার এবং অপকারিতা (1)

My Blog List

  • Positive Thoughts - * 1) ‘Dreams are not what you see in your sleep. Dreams* *That's what keeps you awake. '* *2) ‘To be as bright as the sun first* *You have to burn li...
    3 years ago

Popular Posts

Most Popular

জীবন বদলে দেবার মতো উক্তি,গুণীজনের বাণী , যা আপনার জীবনকে বদলে দিতে পারে

জীবন বদলে দেবার মতো উক্তি  জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায়, সময়কে ভালোভাবে ব্যবহার করতে। আর সময় শেখায়, জীবনের মূল্য দিতে।...