English to Bengali, বাংলা ও ইংরেজি, Online English to Bengali Tense, English Gramma

শিক্ষায় জীবন

Showing posts with label Regular English Lessons. Show all posts
Showing posts with label Regular English Lessons. Show all posts

Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী


Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী



Name Swami Vivekananda / স্বামী বিবেকানন্দ Born January 12, 1863, Calcutta, Bengal Presidency, British India Died July 4, 1902, Belur Math near Kolkata Nationality Indian
Field Religion, Social Work Achievement স্বামীজি সমগ্র আমেরিকা এবং ইউরোপে বেদান্তর দর্শন শিক্ষা (phylosaphy) প্রচার করেছিলেন | শিকাগোতে দেওয়া তাঁর সেই অমূল্য ভাষণ আজ সারা জগৎ বিখ্যাত, এর মাধ্যমে স্বামীজি সারা দুনিয়ায় হিন্দুত্ব তথা ভারতের নাম উজ্জ্বল করেন |
শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রিয় শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ এবং তাঁর গুরুর নামে তিনি রামকৃষ্ণ মিশনের স্থাপন করেন যা বর্তমানে হাওড়া জেলার বেলুড়ে অবস্থিত |


 


স্বামী বিবেকানন্দের অমূল্য বাণী – Swami Vivekananda Bani in Bengali

1

“যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয়না” – Swami Vivekananda


2

“নিজের জীবনে ঝুঁকি নিন, যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন” – Swami Vivekananda


3

“কখনো না বলোনা, কখনো বলোনা আমি করতে পারবোনা | তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে, তুমি সব কিছুই করতে পারো”  – Swami Vivekananda


4

“যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন” – Swami Vivekananda


5

“দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন | আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন, দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে” – Swami Vivekananda


6

“কখনও বড় পরিকল্পনার হিসাব করবেন না, ধীরে ধীরে আগে শুরু করুন, আপনার ভূমি নির্মাণ করুন তারপর ধীরে ধীরে এটিকে  প্রসার করুন” – Swami Vivekananda


7

“ইচ্ছা, অজ্ঞতা এবং বৈষম্য – এই তিনটিই হলো বন্ধনের ত্রিমূর্তি” – Swami Vivekananda


8

“মানুষের সেবাই হলো ভগবানের সেবা” – Swami Vivekananda


9

“মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভীতর অবস্থিত” – Swami Vivekananda


10

“ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না, যতক্ষণ না তুমি সফল হচ্ছ” – Swami Vivekananda 


11

“যতক্ষণ না আপনি নিজের প্রতি বিশ্বাস রাখবেন, ততক্ষন আপনি ঈশ্বরকে বিশ্বাস করবেন না” – Swami Vivekananda


12

 “মনের শক্তি সূর্যের কিরণের মত, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে” – Swami Vivekananda


13

 “যেই রকম আপনি ভাববেন ঠিক সেইরকমই আপনি হয়ে যাবেন | যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন, তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন” – Swami Vivekananda


14

 “শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু, বিস্তার জীবন, সংকোচন মৃত্যু, প্রেম জীবন, ঘৃণা মৃত্যু” – Swami Vivekananda


15

 “প্রত্যেকটি ধারণা যা আপনাকে দৃঢ় করে সেটাকে আপন করে নেওয়া উচিত এবং প্রত্যেকটি ধারণা যা  আপনাকে দুর্বল করে দেয়, তা প্রত্যাখ্যান করা উচিত” – Swami Vivekananda


16

 “সব শক্তিই আপনার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখুন, এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল | দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন” – Swami Vivekananda



এ.পি.জে. আব্দুল কালামের অনুপ্রেরণা মূলক বাণী  


17

 “অন্য কারোর জন্য অপেক্ষা করো না, তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের উপর আশা করো না” – Swami Vivekananda


18

 “সমাজ অপরাধীদের কারণে খারাপ হয়না বরং ভালো মানুষদের নীরবতার কারণে হয়” – Swami Vivekananda 


19

 “তারা একাই থাকেন, যারা অন্যদের জন্য জীবিত থাকেন” – Swami Vivekananda 


20

 “একটি সময়ে একটিই কাজ করো এবং সেটা করার সময় নিজের সবকিছুই  তার মধ্যে ব্যয় করে দেও” – Swami Vivekananda 


21

 “নিজেকে দুর্বল মনে করা সবথেকে বড় পাপ” – Swami Vivekananda 


22

 “সত্যকে হাজার আলাদা আলাদা উপায়ে বলা যেতে পারে, তারপরেও সব কিছু সত্যই থাকে” – Swami Vivekananda


23

 “একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভাল উপায় হল সেই রাষ্ট্রে নারীর অবস্থান” – Swami Vivekananda


24

 “মহাবিশ্বের সমস্ত শক্তি প্রথম থেকেই আমাদের। তারা হল আমরাই যারা নিজের চোখের উপর প্রথমে হাত রাখি এবং তারপর কান্নাকাটি করি, কত অন্ধকার আছে বলে” – Swami Vivekananda 


25

 “যেমন ভাবে বিভিন্ন উৎস থেকে উৎপন্ন স্রোতগুলি তাদের জল সমুদ্রে মিলিত করে, তেমন প্রকারই মানুষ দ্বারা নির্বাচিত প্রত্যেক পথ সেটা ভালোই হোক বা খারাপ, ভগবানের কাছে নিয়ে যায়” – Swami Vivekananda 


26

 “কারোর নিন্দা করবেন না: যদি আপনি সাহায্যের জন্য আপনার হাত বাড়িয়ে দিতে পারেন, তাহলে নিশ্চই তা বাড়ান | আর যদি  না বাড়াতে পারেন, তাহলে আপনার হাত জোর করুন আর আপনার ভাইদের আশীর্বাদ করুন এবং তাদেরকে তাদের পথে যেতে দিন” – Swami Vivekananda


27

 “বিশ্ব একটি ব্যায়ামাগার যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি” – Swami Vivekananda 


28

 “যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করবো, আমাদের হৃদয় ততই বিশুদ্ধ হবে এবং ভগবান সেখানে বাস করবেন” – Swami Vivekananda 


29

 “বাহ্যিক স্বভাব কেবল অভ্যন্তরীণ স্বভাবের একটি বড় রূপ হয়” – Swami Vivekananda 


30

 “যখন কোনো বিচার অন্যভাবে মনকে নিয়ন্ত্রণ করে ফেলে, তখন সেটা বাস্তবিক, শারীরিক বা মানসিক অবস্থায় পরিবর্তিত হয়ে যায়” – Swami Vivekananda 


31

 “গীতা পড়ার পরিবর্তে আপনি ফুটবলের মাধ্যমে স্বর্গের আরো কাছাকাছি চলে যেতে পারবেন” – Swami Vivekananda 


32

 “যদি কোনদিন, আপনার সামান্য কোনো সমস্যা না আসে, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাটছেন” – Swami Vivekananda 


33

 “সবচেয়ে বড় ধর্ম হল নিজের স্বভাবের প্রতি সত্য থাকা, নিজের প্রতি বিশ্বাস করুন” – Swami Vivekananda


34

“আর কিছুরই দরকার নেই | দরকার শুধু প্রেম, ভালোবাসা ও সহিষ্ণুতা | জীবনের অর্থ বিস্তার আর বিস্তার ও প্রেম একই কথা | সুতরাং প্রেমই জীবন, এটাই জীবনের একমাত্র গতি” – Swami Vivekananda


35

“কী সামাজিক, কী রাজনৈতিক, কী আধ্যাত্মিক সব ক্ষেত্রেই যথার্ত কল্যাণের ভিক্তি একটিই আছে | সেটি এইটুকু জানা যে, আমি আর আমার ভাই এক | এই কথাটি সব দেশ ও সব জাতির পক্ষে সমান ভাবে সত্য” – Swami Vivekananda


36

“চোখ আমাদের পিছনের দিকে নয় সামনের দিকে, অতএব সামনের দিকে অগ্রসর হও | আর যেই ধর্মকে নিজের ধর্ম বলে গৌরববোধ করো, তার উপদেশ গুলিকে কাজে পরিণত করো | ঈশ্বর তোমাদের সাহায্য করুন” – Swami Vivekananda


37

“প্রত্যেক নারী-পুরুষকে ইশ্বরের দৃষ্টিতে দেখতে থাকো | তোমরা কাউকেই সাহায্য করতে পারোনা, কেবল সেবা করতে পারো | নিজেদের খুব বড় কিছু ভেবনা; তোমরা ধন্য যে সেবা করার অধিকার পেয়েছ, অন্যরা পায়নি” – Swami Vivekananda


38

“দরিদ্র ব্যক্তিদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি | নিজের মুক্তির জন্য তাদের কাছে গিয়ে তাদেরই পূজা করবো, ঈশ্বর তাদের মধ্যে রয়েছেন” – Swami Vivekananda



এ.পি.জে. আব্দুল কালামের অনুপ্রেরণা মূলক বাণী  


39

“তোমাদের সবার ভিতর মহাশক্তি আছে, নাস্তিকের ভিতর তা নেই | যারা আস্তিক তারা বীর, তাদের মহাশক্তির বিকাশ হবেই” – Swami Vivekananda


40

“শুধু সংখ্যাধিক্য দ্বারাই কোনো মহৎ কাজ সম্পন্ন হয়না | অর্থ, ক্ষমতা, পান্ডিত্য কিংবা বক্তৃতা এইগুলির কোনটিরই বিশেষ কোনো মূল্য নেই” – Swami Vivekananda


41

“পবিত্র, খাঁটি ও প্রত্যক্ষ অনুভূতি সম্পন্ন মহাপ্রাণ ব্যক্তিরাই, জগতে সমস্ত কাজ সম্পন্ন করে থাকেন” – Swami Vivekananda


42

“কোনো ব্যক্তি অসত্যের দিকে আকৃষ্ট হয় তার প্রধান কারণ হলো, সে সত্যকে ধরতে পারছেনা | অতএব যা মিথ্যে তা দূর করার একমাত্র উপায় হলো, যা সত্য তা মানুষকে দিতে হবে | সত্যটা কি? তাকে সেটা জানিয়ে দেও | সত্যের সাথে সে নিজের ভাবের তুলনা করুক | তুমি তাকে সত্য জানিয়ে দিলেই ওখানেই তোমার কাজ শেষ হয়ে গেল” – Swami Vivekananda


43

“অজ্ঞানতাই বন্ধনের কারণ, আমরা অজ্ঞানেই বদ্ধ হয়েছি | জ্ঞানের উদয়ের দ্বারাই অজ্ঞানতার নাশ হবে, জ্ঞানই আমাদের অজ্ঞানতার পারে নিয়ে যাবে” – Swami Vivekananda


44

“কেবল আধ্যাত্মিক উন্নতি সাধন করতে পারলেই সবধরনের দুঃখ-কষ্ট ঘুচবে | যতই শক্তি প্রয়োগ, শাসন প্রণালীর পরিবর্তন ও আইনের কড়াকড়ি করোনা কেন, তারফলে জাতির অবস্থার পরিবর্তন হয়না | আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষাই, প্রবৃত্তি পরিবর্তন করে জাতিকে সৎ পথে চালিত  করে” – Swami Vivekananda


45

“তুমি ইন্দ্রিয়ের দাস কিন্তু এই ইন্দ্রিয়ের ভোগ স্থায়ী নয়, বিনাশী এর পরিনাম | এই তিনদিনের ক্ষনস্থায়ী বিলাসের ফল সর্বনাশ | অতএব ইন্দ্রিয়ের দ্বারা সৃষ্ট সুখকে ত্যাগ করো, এটাই ধর্মলাভের উপায় | ত্যাগই আমাদের চরম লক্ষ্য ও মুক্তির পথ কিন্তু ভোগ আমাদের লক্ষ্য নয়” – Swami Vivekananda


46

“মানুষকে সর্বদা তার দুর্বলতার বিষয় ভাবতে বলা, তার দুর্বলতার প্রতীকার নয় | তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াই প্রতিকারের উপায়। তার মধ্যে যে শক্তি আগে থেকেই বর্তমান, তার বিষয় স্মরণ করিয়ে দাও” – Swami Vivekananda 


47

“মানুষ মূর্খের মত মনে করে, স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করতে পারে। বহুকাল চেষ্টার পর অবশেষে বুঝতে পারে প্রকৃত সুখ স্বার্থতার নাশে এবং সে নিজে ছাড়া অন্য কেউই তাকে সুখী করতে পারবে না” – Swami Vivekananda 


48

“দর্শনবর্জিত ধর্ম কুসংস্কারে গিয়ে দাঁড়ায়, আবার ধর্মবর্জিত দর্শন শুধু নাস্তিকতায় পরিণত হয় । আমাদের নিম্নশ্রেণীর জন্য কর্তব্য এই,কেবল তাদেরকে শিক্ষা দেওয়া এবং তাদের বিনষ্টপ্রায় ব্যক্তিত্ববোধকে জাগিয়ে তোলা”  – Swami Vivekananda 


49

“প্রথমে অন্নের ব্যবস্থা করতে হবে, তারপর ধর্ম” – Vivekananda Famous Quotes


50

“ভক্তি, যোগ এবং কর্ম – মুক্তির এই তিনটি পথ। প্রত‍্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অণুসরণ করে চলা। তবে এই যুগে কর্মযোগের উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত” – Swami Vivekananda


পোস্ট টি পড়ার জন্য আপনাকে জানাই অসংখ ধন্যবাদ 
আমাদের পোস্ট টি পড়ে যদি আপনার ভালো লাগে অথবা এই পোস্ট থেকে আপনি যদি উপকৃত হন, তাহলে আপনার একটি মূল্যবান কমেন্ট করেদিন, 
 এতে আমরা আরো অনুপ্রাণিত হতে পারি।  Thank You 


জীবন বদলে দেবার মতো উক্তি,গুণীজনের বাণী , যা আপনার জীবনকে বদলে দিতে পারে



জীবন বদলে দেবার মতো উক্তি 


  • জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায়, সময়কে ভালোভাবে ব্যবহার করতে। আর সময় শেখায়, জীবনের মূল্য দিতে।


  • Life and time are the best teachers in the world, life teaches, to use time well. And time teaches, to value life.



  • শিক্ষার উদ্দেশ্য যতদিন, চাকরি পাওয়া হবে। ততদিন সমাজে শুধু, চাকরে'রা জন্মাবে-মালিক নয়।


--এপিজে আব্দুল কলাম



  • ভুল সবসময় ক্ষমার যোগ্য, যদি কেউ স্বীকার করে নেয়।


--ব্রূচলি


বিখ্যাত মনীষীদের বাণী যা জীবন বদলে দিতে পারে , Motivational speech 


  • ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হল কর্মের ফল। যা প্রত্যেকের চেষ্টা ও কর্মে ফলে গড়ে ওঠে।


-- স্বামী বিবেকানন্দ


  • There is no such thing as destiny, 

what is there is the result of action. 

Which is the result of everyone's 

efforts and actions.


- Swami Vivekananda


  • যত আঘাত পাবে, ততোই কাছের মানুষ গুলোকে চিনতে পারবে। কে তোমার কতটা আপন।




  • কন্যা সন্তানকে, কখনো অবহেলা ভাববেন না। কেন'না ঈশ্বর জন্ম দেওয়ার ক্ষমতা শুধুমাত্র, মেয়েদের কে দিয়েছেন।


  • Daughter, never think of neglect. Because God has given the power to give birth only to girls.


  • মায়ের - সাথে কখনো উচ্চস্বরে কথা বলো'না, যে মা তোমায় কথা বলতে শিখেছেন।

-- চাণক্য



  • Never speak loudly to a mother who has learned to speak to you.

- Chanakya


  • চিনি আর নুন, দেখতে একই রকম হলেও। পার্থক্য শুধু স্বাদে, ঠিক তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম। কিন্তু পার্থক্য শুধু তাদের আচরণে।


এ.পি.জে. আব্দুল কালামের অনুপ্রেরণা মূলক বাণী  

  • যদি আপনাকে নিয়ে কেউ, সমালোচনা না করে। তবে আপনার সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। তুমি যত মূল্যবান হবে, তত বেশি সমালোচনার পাত্র হবে।


-- নেলসন ম্যান্ডেলা


  • নাম বড়, না পদ বড়,অর্থ বড়, না ধর্ম বড়-আসল কথা হলো। বিপদে যে পাশে দাঁড়িয়ে থাকে, "সেই বড়"


  • কখনো ধৈর্য্য হারাবেন না। মনে রাখবেন ঈশ্বর আপনার জন্য, যা নির্ধারণ করে রেখেছেন। সঠিক সময়ে, আপনি তা পাবেন। আর যা আপনার জন্য নির্ধারিত নয়, তা কখনই আপনার হবে না।


  • Never lose patience. Remember what God has ordained for you. At the right time, you get it. And what is not destined for you will never be yours.


  • নিজের বাড়ি, ভালো হোক, কিংবা ভাঙ্গা হোক। নিজের বাড়ির মত শান্তি, কোন রাজপ্রাসাদেও পাওয়া যায় না।


  • Your own home, be it good or broken. Peace like one's own home is not found in any palace.


  • নিজেকে পাল্টানোর জন্য,প্রথম পদক্ষেপ হলো। নিজের সমস্ত ভুল গুলো সম্পর্কে জানা।




  • জীবনকে একটু, লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। যদি তোমার উদ্দেশ্য ঠিক থাকে, তবে সঠিক পথের সন্ধান পাবে।


  •  যার কেউ নেই,তার আর কেউ থাকুক বা না থাকুক। তার সর্বদা ঈশ্বর আছেন।


  • কিছু বলার আগে শোনো, কিছু লেখার আগে ভাবো। তুমি - ব্যয় করার আগে, উপার্জন করো। ক্ষমা করার আগে, প্রার্থনা করো। আঘাত পাওয়ার আগে, অনুভব করো। কাউকে ঘৃণা করার আগে, ভালবাসো। প্রস্থান করার আগে, চেষ্টা করো। মরার আগে, বাঁচতে শেখো।



  • মানুষের যতই উপকার করো না কেন। পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে। সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না।


 --এপিজে আব্দুল কলাম


  • No matter how much you benefit people. If you make a small mistake later. Don't even think about that benefit.


  --Apj Abdul Kalam



  • তুমি যদি নিজেকে মনে করো - যে তুমি ঠিক। তা সত্ত্বেও মানুষ, তোমার সমালোচনা করছে। খারাপ কথা বলছে, তাহলে তাতে কান দিও না।



  • সবসময় একটা কথা মনে রাখবে,যে কোন খেলায়। শুধুমাত্র দর্শকরা চেচামেচি করে। খেলোয়াড়রা নয় তাই খেলোয়ার হয়ে ওঠো।


--- এপিজে আবদুল কালাম



  • জীবনের সব সময় মনে রাখবে। যদি ব্যর্থ হও, তবে হতাশ হওয়ার কিছু নেই। শুধু মনে রেখো,রাতের অন্ধকার যত গভীর হয়। ভোরের সূর্য ততো দ্রুত উদিত হয়।



  • অহংকার,রূপের জন্য নয়। গুণের জন্য থাকা উচিত।





Phrases Starting with "Dead"

Phrases Starting with "Dead"



  • Dead against




ঘোর বিরোধী (seriously hostile)
Models in Sentences:

  1. The two fundamental ideological groups of Bangladesh are dead against one another. (বাংলাদেশের প্রধান দুইটি বিরোধী দল পরস্পরের ঘোর বিরোধী।)
  2. They are dead against me.


  • Dead and covered


চিরদিনের জন্য গত বা অতীত (gone for eternity)
Models in Sentences:

  1. Presently that uncle Umar is dead and covered, we can peruse his will. (এখন যখন উমার চাচা চিরদিনের জন্য গত হয়েছেন, আমরা তার উইল পড়তে পারি।) 
  2. That perspective is dead and covered at this point.


  • Gone home in a box


পুরোপুরি মৃত (totally dead)
Models in Sentences:

  1. At the point when the specialist came, the patient was gone home in a box. (যখন ডাক্তার আসলো, রোগীটি পুরোপুরি মৃত ছিলো।)
  2. At the point when we saw him, he was pushing up daisies.


  • Bum


সম্পূর্ণ ক্লান্ত (completely worn out)
Models in Sentences:

  1. We wouldn't have turn out to be so killjoy if the day hadn't been so hot. (আমরা এভাবে সম্পূর্ণ ক্লান্ত হয়ে যেতাম না যদি না দিনটা এতো গরম হতো।)
  2. We have gotten killjoy subsequent to going to the workshop.


  • Dead alcoholic


খুব মাতাল (tippled, boozy, inebriated)
Models in Sentences:

  1. Aric become dead inebriated on three glasses of wine. (এরিক তিন গ্লাস ওয়াইনেই পুরো মাতাল হয়ে গেলো।)
  2. At the point when we saw John, he was dead smashed.


  • Dead duck


ব্যর্থ পরিকল্পনা (a bombed arrangement)
Models in Sentences:

  1. I needed to praise her birthday however it had been a dead duck on account of their noncooperation. (আমি তার জন্মদিন পালন করতে চেয়েছিলাম, কিন্তু তাদের অসহযোগিতার কারণে এটা একটা ব্যর্থ পরিকল্পনায় পরিণত হলো।)
  2. My arrangement of going on an outing had been a dead duck in view of my companions' noncooperation.


  • Impasse


কানাগলি-যে পথের শেষে আটকানো; যে অবস্থা থেকে কোনো উন্নতি হয় না (circular drive, a street which is shut down toward one side and doesn't lead anyplace; a circumstance where no advancement can be made)
Models in Sentences:

  1. The businessperson indicated me a street which was an impasse. (দোকানদারটা আমাকে একটা রাস্তা দেখালো যেটা ছিলো একটা কানাগলি।)
  2. Their business has arrived at an impasse from where no advancement is conceivable.


  • Impasse work


যে কাজের কোনো ভবিষ্যৎ নেই (work not having a future)
Models in Sentences:

  1. There is no utilization in sitting around idly in such an impasse work. (যে কাজের কোনো ভবিষ্যৎ নেই সেখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না।)
  2. For what reason would you say you are doing such an impasse work?


  • Dead language


অপ্রচলিত ভাষা (the language which is out of utilization)
Models in Sentences:

  1. Greek and Latin are dead dialects now. (গ্রীক এবং ল্যাটিন এখন অপ্রচলিত ভাষা।)
  2. We shouldn't utilize any dead language in the book.


  • Dead letter


অকেজো বা অচল (a law or custom which is outdated at this point)
Models in Sentences:

  1. This law is a dead letter now. (এই আইনটি এখন অচল।)
  2. You can't have any significant bearing this standard here in light of the fact that it is a dead letter now.

  • Dead misfortune

পুরোপুরি অসফল; পুরোপুরি অকেজো; সম্পূর্ণ মূল্যহীন (totally ineffective; totally pointless; absolutely useless)
Models in Sentences:

  1. Alex is a dead misfortune as a legal advisor. (এ্যালেক্স একজন উকিল হিসেবে পুরোপুরি অসফল।)
  2. This bicycle is a dead misfortune, an all out misuse of cash.

  • Dead of night

মধ্যরাত্রি (12 PM)
Models in Sentences:

  1. They began from home at the dead of night. (তারা মাঝরাতে বাড়ি থেকে রওনা দিলো।)
  2. How might I turn out at this dead of night?


  • Carbon copy


অন্য কারো মতো দেখতে (one who looks like another person)
Models in Sentences:

  1. Shina is a carbon copy for Jenifer. (সাইনা দেখতে জেনিফারের মতো।)
  2. The little girl is a carbon copy for her mom.


  • Dead to the world


গভীর ঘুমে আচ্ছন্ন (profoundly sleeping)
Models in Sentences:

  1. You can't wake him up so effectively on the grounds that he is dead to the world at this point. (তুমি তাকে এতো সহজে জাগাতে পারবে না কারণ সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন।)
  2. He was so drained and dead to the world at this point.


  • Flawlessly focused


একেবারে কেন্দ্রে বা মাঝখানে (at the specific focus of something)
Models in Sentences:

  1. The bolt hit the objective flawlessly focused. (তীরটি একেবারে মাঝখানে লক্ষ্যে আঘাত করলো।)
  2. The young lady put the blossoms flawlessly focused of the table.


  • Deadwood


অপ্রয়োজনীয় লোক (futile individuals)
Models in Sentences:

  1. We ought not think about the old as dead woods. (আমাদের বয়স্কদের অপ্রয়োজনীয় লোক ভাবা উচিত না।)
  2. Try not to consider him as a dead wood since he is so dedicated.

Normal English Lessons 

  1. Figures of speech Starting with "Simple"
  2. Sayings Starting with "Drop"
  3. Figures of speech Starting with "Draw"
  4. Maxims Starting with "Down"
  5. 6 Idioms Starting with "Canine"
  6. Colloquialisms Starting with "Do"
  7. Figures of speech Starting with "Dirty"/ "Filthy"
  8. Figures of speech Starting with "Dead"
  9. 6 Idioms Starting with "Day"
  10. Figures of speech Starting with "Cut"
  11. Maxims Starting with "Cross" and "Cry"
  12. Phrases Starting with "Come"
  13. 7 Idioms Starting with "Cold"
  14. 6 Idioms Starting with "Close"
  15. 6 Idioms Starting with "Change"
  16. Figures of speech Starting with "Catch"
  17. 5 Idioms Starting with "Cast"
  18. 7 Idioms Starting with "Convey"
  19. Figures of speech Starting with "Call"
  20. Maxims Starting with "By"

Maxims Starting with "Filthy"

Maxims Starting with "Filthy"


  • Grimy look


অসম্মতির ভাব বা চাহনি (a look or look communicating dissatisfaction)
Models in Sentences:

  1. The understudies who were making clamors got filthy looks from their educator. (যেসব ছাত্ররা গোলমাল করছিলো তারা তাদের শিক্ষকের কাছ থেকে অসম্মতির চাহনি পেলো।)
  2. Ann gave a grimy glance at him and left.


  • Filthy elderly person


বৃদ্ধ বয়সে কামুক (lewd old individual)
Models in Sentences:

  1. A filthy elderly person is constantly abhorred. (বৃদ্ধ বয়সে কামুক একজন লোক সবসময় ঘৃণীত।)
  2. No one will like a filthy elderly person like him.


  • Filthy one's hand or soil one's hand


অবৈধ কাজ করা; লজ্জাজনক কাজ করা; পদমর্যাদার বা অবস্থানের নিচে কোনো কাজ করা (to be engaged with something unlawful; to do a despicable thing; to accomplish something which is underneath one)
Models in Sentences:

  1. I won't messy my hands by taking kickbacks. (আমি ঘুষ গ্রহণের মতো অবৈধ কাজ করবো না।)
  2. Try not to messy your hands by including yourself in an unlawful relationship.


  • Messy stunt


অসৎ কাজ (exploitative activity)
Models in Sentences:

  1. The man was truly condemned subsequent to drawing in himself in that grimy stunt. (নিজেকে সেই অসৎ কাজটিতে লিপ্ত করার পর লোকটি খুব সাংঘাতিকভাবে সমালোচিত হয়েছিলেন।)
  2. Try not to include yourself in such a messy stunt.


  • Messy word


অপছন্দনীয় বা অননুমোদিত (disdained or objected to)
Models in Sentences:

  1. Secularism is a messy word in that house. (ধর্মনিরপেক্ষতা সেই বাড়িতে একটি অননুমোদিত শব্দ।)
  2. Since Aric severed his commitment, his name is a messy word in the town.


  • Messy word


কটুক্তি, অশ্লীল শব্দ (a swear-word, a four-letter word)
Models in Sentences:

  1. You should not utilize messy words in your composition. (তুমি অবশ্যই তোমার লেখায় কটুক্তি ব্যবহার করবে না।)
  2. Try not to absolute such filthy words.


  • Filthy work


অসৎ কাজ (untrustworthy work)
Models in Sentences:

  1. The firm appears to be sufficiently decent, however there's a ton of filthy work going on. (ফার্মটিকে বেশ সম্মানজনক মনে হয়, কিন্তু সেখানে বহু অসৎ কাজ চলছে।)
  2. Try not to include yourself in any filthy work.


  • Messy work


নিরানন্দমূলক কাজ (uninteresting work)
Models in Sentences:

  1. My manager does all to travel. I get all the filthy work to do. (আমার বস ভ্রমণ করার জন্য সবকিছু করেন। আমি করার জন্য সব নিরানন্দমূলক কাজগুলো পাই।)
  2. No one will be intrigued to accomplish this grimy work.

Normal English Lessons 

  1. Figures of speech Starting with "Simple"
  2. Sayings Starting with "Drop"
  3. Figures of speech Starting with "Draw"
  4. Maxims Starting with "Down"
  5. 6 Idioms Starting with "Canine"
  6. Colloquialisms Starting with "Do"
  7. Figures of speech Starting with "Dirty"/ "Filthy"
  8. Figures of speech Starting with "Dead"
  9. 6 Idioms Starting with "Day"
  10. Figures of speech Starting with "Cut"
  11. Maxims Starting with "Cross" and "Cry"
  12. Phrases Starting with "Come"
  13. 7 Idioms Starting with "Cold"
  14. 6 Idioms Starting with "Close"
  15. 6 Idioms Starting with "Change"
  16. Figures of speech Starting with "Catch"
  17. 5 Idioms Starting with "Cast"
  18. 7 Idioms Starting with "Convey"
  19. Figures of speech Starting with "Call"
  20. Maxims Starting with "By"

Figures of speech Starting with "Do"

Figures of speech Starting with "Do"


  • Do a bunk


দৌড়ে পালানো; অপ্রত্যাশিতভাবে চলে যাওয়া (to flee; to travel out of the blue)
Models in Sentences:

  1. The criminal did a bunk before the police could address him. (পুলিশ সিঁদেল চোরটিকে প্রশ্ন করতে পারার আগেই সে দৌড়ে পালালো।)
  2. The Chowdhury family has done a bunk without taking care of their tabs.


  • Do a turnaround


সম্পূর্ণ উলট-পালট করা বিশেষত মত বা কাজের ক্ষেত্রে (to make a total inversion particularly of conclusion or activity)
Models in Sentences:

  1. He never does what he says. He generally does a turnaround. (সে কখনও যা বলে তা করে না। সে সবসময় মত বা কাজের ক্ষেত্রে সম্পূর্ণ উলট-পালট করে।)
  2. Aric highlights an exceptional propensity for doing a turnaround.


  • Get rid of


ত্যাগ করা; হত্যা করা (offer up; to slaughter)
Models in Sentences:

  1. You ought to get rid of taking liquor. (তোমার মদ্য পান ত্যাগ করা উচিত।)
  2. The criminals got rid of the observer. (অসৎ ব্যক্তিরা সাক্ষীটিকে হত্যা করলো।)


  • Do one's nut


খুব রাগান্বিত হওয়া (to be furious)
Models in Sentences:

  1. Tom's dad did his nut when he heard his child's test results. (টমের বাবা তার ছেলের পরীক্ষার ফলাফল শুনে খুব রেগে গেলেন।)
  2. Lisa did her nut hearing this word from his mouth.


  • Sink or swim


প্রাণপণ চেষ্টা করা; করা অথবা মরা (attempt substance; swim or sink)
Models in Sentences:

  1. You should sink or swim to hack a legitimate figure inside the test. (পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য তোমাকে প্রাণপণ চেষ্টা করতে হবে।)
  2. After I've considered and taken in everything I can, I even need to require the test and sink or swim.


  • Do the dishes


থালাবাসন ধোয়া (to wash the dishes)
Models in Sentences:

  1. In our family, every part is to attempt to the dishes. (আমাদের পরিবারে প্রত্যেক সদস্যকেই থালাবাসন ধুতে হয়।)
  2. Would you be able to kindly do the dishes?


  • Do the distinctions


অতিথি আপ্যায়ন করা বা অতিথি সৎকার করা (to be the host and serve or engage visitors)
Models in Sentences:

  1. My auntie is amazingly master in doing the distinctions for in this way numerous visitors one after another. (আমার খালা একই সময়ে অনেক অতিথি আপ্যায়ানের ব্যাপারে খুবই অভিজ্ঞ)
  2. Who goes to attempt to the distinctions?


  • Do the needful


করণীয় কাজ করা (accomplish the necessary work)
Models in Sentences:

  1. My sibling did the needful for the benefit of me . (আমার ভাই আমার জন্য করণীয় কাজগুলো করেছিলো।)
  2. If you don't mind, kindly do the needful?

Normal English Lessons 

  1. Figures of speech Starting with "Simple"
  2. Sayings Starting with "Drop"
  3. Figures of speech Starting with "Draw"
  4. Maxims Starting with "Down"
  5. 6 Idioms Starting with "Canine"
  6. Colloquialisms Starting with "Do"
  7. Figures of speech Starting with "Dirty"/ "Filthy"
  8. Figures of speech Starting with "Dead"
  9. 6 Idioms Starting with "Day"
  10. Figures of speech Starting with "Cut"
  11. Maxims Starting with "Cross" and "Cry"
  12. Phrases Starting with "Come"
  13. 7 Idioms Starting with "Cold"
  14. 6 Idioms Starting with "Close"
  15. 6 Idioms Starting with "Change"
  16. Figures of speech Starting with "Catch"
  17. 5 Idioms Starting with "Cast"
  18. 7 Idioms Starting with "Convey"
  19. Figures of speech Starting with "Call"
  20. Maxims Starting with "By"

6 Idioms Starting with "Dog"

6 Idioms Starting with "Canine" / 6 Idioms Starting with "Dog"

Canine-শব্দের অর্থ হলো -Dog 

Canine days
সবচেয়ে গরমের দিন (the most sultry days)
Models in Sentences:
The canine days in Bangladesh are excruciating. (বাংলাদেশের সবচেয়ে গরমের দিনগুলো অসহনীয়।)
Is it accurate to say that you are anticipating that he should go ahead these pooch days?

Canine in the trough
ঈর্ষাপরায়ণ (desirous)
Models in Sentences:
Try not to be a canine in the trough and let your sibling utilize your pen. (ঈর্ষাপরায়ণ হয়ো না এবং তোমার ভাইকে তোমার কলমটা ব্যবহার করতে দাও।)
Aric is such a canine in the trough that he never let his things to be utilized by others regardless of whether he can't those.

Canine someone's strides
যেনো কাউকে সবস্থানে অনুসরণ করা (as though, tailing somebody all over)
Models in Sentences:
Incident appears hounding our strides for quite a while. (দুর্ভাগ্য যেনো দীর্ঘ সময় ধরে আমাদের সবস্থানে অনুসরণ করছে।)
Jim was stating that issues had been hounding his strides.

Canine tired
ভীষণ ক্লান্ত (very worn out)
Models in Sentences:
Jack typically returns home at around seven o'clock, hound tired in the wake of a difficult day in the workplace. (জ্যাক সাধারণতঃ সারা দিন অফিসের পর ভীষণ ক্লান্ত অবস্থায় প্রায় সাতটার দিকে বাড়ি ফেরে।)
I was hound tired and was not in a mind-set to engage in any squabble.

Canine's morning meal/supper
কোনোকিছু জগাখিচুড়ী করা (something that has been done seriously)
Models in Sentences:
Shina attempted to trim her hair and made a genuine canine's morning meal of it. (শাইনা তার চুল কাটতে চেষ্টা করেছিলো এবং আসলেই সেটা জগাখিচুড়ী করে ফেলেছিলো।)
On the off chance that you don't have a clue how to carry out the responsibility, kindly don't make a pooch's supper of it.

Expressions Starting with "Down"

Expressions Starting with "Down" 

Out for the count
অর্থ বা সহায়-সম্বলহীন (having no cash or means or backing)

Models in Sentences:
Aric bet away the entirety of his riches and is currently totally done for. (এরিক তার সব সম্পদ জুয়া খেলে শেষ করে ফেলেছে এবং এখন সম্পূর্ণ অর্থ বা সহায়-সম্বলহীন হয়ে গিয়েছে।)
No one needs to warm up to an individual who is out for the count.

Down at heel
জরাজীর্ণ (pitiful, unkempt)

Models in Sentences:
Jeff's home needs paint; it looks down at heel. (জেফের বাড়ীর রং করা প্রয়োজন; এটা দেখতে জরাজীর্ণ।)
Poor people man was truly down at heel.

Downcast
নিরুৎসাহিত (completely debilitated)

Models in Sentences:
Never be downcast. Proceed with your full quality. (কখনও নিরুৎসাহিত হয়ো না। তোমার সম্পূর্ণ শক্তি নিয়ে এগিয়ে যাও।)
Jim was downcast subsequent to tuning in to the terrible news.
Sad
বিমর্ষ (dismal)

Models in Sentences:
Jasmine is constantly sad. (সে সবসময় বিমর্ষ থাকে।)
Don't generally be sad.

Down in the mouth
দুঃখিত/বিষণ্ণ (discouraged)

Models in Sentences:
You are glancing down in the mouth. (তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে।)
I was asking why he was glancing down in the mouth.

Down the channel
অপসৃত, বৃথা খরচ (squandered, cost in vein)

Models in Sentences:
Every one of our endeavors went down the channel. (আমাদের সব প্রয়াস বৃথা হলো।)
All my expense has been down the channel. (আমার সব খরচ বৃথা হলো।)

Down the cylinder
ধ্বংসপ্রাপ্ত (destroyed, squandered)

Models in Sentences:
His political vocation went down the cylinder after the embarrassment. (মানহানির পর তার রাজনৈতিক জীবন ধ্বংসপ্রাপ্ত হলো।)
The on-screen character's acting profession went down the cylinder due to offering consecutive tumble films.
Rational
বন্ধুত্বপূর্ণ, বাস্তবিক এবং যৌক্তিক (neighborly, viable and sensible)

Models in Sentences:
Everybody enjoys her since she is practical. (প্রত্যেকে তাকে পছন্দ করে কারণ সে খুব বন্ধুত্বপূর্ণ, বাস্তবিক এবং যৌক্তিক।)
Kindly don't change your rational nature.
Out for the count
একেবারে নিঃস/খুব গরীব লোক (exceptionally needy individuals)


Models in Sentences:
The entirety of the individuals I saw there were done for. (আমি সেখানে যতো মানুষ দেখলাম সবাই একেবারে নিঃস ছিলো।)
When rich, Alex is presently considered as a part of the down-and-outs.
Deluge
অল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাত (overwhelming precipitation in a brief timeframe)

Models in Sentences:
The sky cleared up after an overwhelming deluge. (অল্প সময়ের মধ্যে অনেক ভারী বৃষ্টিপাতের পর আকাশ পরিষ্কার হয়েছিলো।)
The streets go submerged after a little deluge.

Colloquialisms Starting with "Draw"

Colloquialisms Starting with "Draw" 


Experience a mental blackout
ব্যর্থ হওয়া (be ineffective)

Models in Sentences:
Alex experienced a mental blackout in doing the total. (এ্যালেক্স অংকটি করতে ব্যর্থ হলো।)
Allen experienced a mental blackout in going ahead time.

Draw a distraction
মূল প্রসংগ থেকে অন্যদিকে চালিত করা (to occupy consideration from the primary issue)
Models in Sentences:
Aric attracted a distraction to keep us from finding his deficiency. (এরিক তার ভূলটা আবিষ্কার করা থেকে বিরত রাখতে আমাদেরকে মূল প্রসংগ থেকে অন্যদিকে চালিত করলো।)
Kindly don't attempt to attract a distraction to misdirect us.

Draw breath
বিশ্রাম নেয়া; বেঁচে থাকা (taking rest or a break; being alive)
Models in Sentences:
I have no opportunity to draw breath (আমার এখন বিশ্রাম নেয়ার কোনো সময় নেই।)
Not a more adoring individual than my mom has ever drawn breath.

Move close
ঘনিয়ে আসা (approach)

Models in Sentences:
Ann is concentrating truly on the grounds that her assessment is moving close. (এ্যান মনোযোগ দিয়ে পড়াশোনা করছে কারণ তার পরীক্ষা ঘনিয়ে আসছে।)
The showcasing group is buckling down on the grounds that the item dispatch is moving close.

Take a stand
সীমা নির্দেশ করা (to show the breaking point)

Models in Sentences:
His manager adhered to a meaningful boundary of his capacity. (তার বস তার ক্ষমতার সীমা নির্দেশ করে দিলো।)
You have to adhere to a meaningful boundary here on the grounds that he is crossing all the lines.

Draw up
লেখা (compose)
Models in Sentences:
We attracted up a request to the locale official depicting the unbelievable sufferings of the individuals of this zone. (আমরা জেলা কমিশনারের কাছে এই এলাকার মানুষদের অবর্ণনীয় দুর্ভোগের কথা বর্ণনা করে একটি আবেদন লিখলাম।)
If you don't mind draw up a depiction of the program.

Drawn game
অমীমাংসিত (unsure)
Models in Sentences:
It has been pronounced a drawn game for substantial precipitation. (ভারী বৃষ্টিপাতের কারণে খেলাটিকে অমীমাংসিত ঘোষণা করা হলো।)
We went to watch a cricket coordinate at the arena, yet it was a drawn game.

Maxims Starting with "Drop"

Maxims Starting with "Drop"

Drop a bomb/stunner
বিস্ময়কর সংবাদ বলা (to report or tell frightening news)

Models in Sentences:
She dropped a stunner by reporting that she has separated from her significant other. (সে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে ঘোষণা দেয়ার মাধ্যমে একটা বিস্ময়কর সংবাদ বললো।)
Larry dropped a stunner by saying that he isn't leaving the nation.

Drop a block

বোকার মতো কিছু করা বা বলা (do or say something stupid)
Models in Sentences:
Aric consistently dropped a block in our conversation. (এরিক সবসময় আমাদের আলোচনার মাঝখানে বোকার মতো কিছু একটা বলে ফেলতো।)
Kindly don't drop a block in the gathering.

Drop a line
কাউকে চিঠি লেখা (send somebody a letter)

Models in Sentences:
I will drop you a line subsequent to coming to there. (সেখানে পৌঁছানোর পর আমি তোমাকে একটা চিঠি লিখবো।)
If it's not too much trouble drop me a line in the wake of finishing the undertaking.

Drop-dead
অকস্মাৎ মারা যাওয়া (kick the bucket abruptly)
Models in Sentences:
I was stunned in light of the fact that the kid dropped dead at the time of just 16 years. (আমি বিস্মিত হয়েছিলাম যে ছেলেটি মাত্র ১৬ বছর বয়সে অকস্মাৎ মারা গেলো।)
Anderson dropped dead at an early age.

Drop-dead
চমৎকার; খুব অভদ্র (extremely lovely; inconsiderate)
Models in Sentences:
The young lady was drop-dead perfect. (মেয়েটি চমৎকার আকর্ষণীয় ছিলো।)
It's not possible for anyone to endure such a drop-dead mentality.

English Speaking Basics Sentences


1. Fundamental utilization of 'I'm'

2. Varieties of 'I'm in/at/on'

3. I'm acceptable at

4. I'm + (action word)

5. I'm getting

6. I'm attempting + (action word)

7. I'm going to + (action word)

8. I have + (thing)

9. I have + (past participle)

10. I used to + (action word)

11. I need to + (action word)

12. I wanna + (action word)

13. I gotta + (action word)

14. I might want to + (action word)

15. I plan to + (action word)

16. I've chosen to + (action word)

17. I was going to + (action word)

18. I didn't intend to + (action word)

19. I don't have the opportunity to + (action word)

20. I vow not to + (action word)

21. I'd preferably + (action word)

22. I feel like + (action word ing)

23. I can't help + (action word ing)

24. I was occupied + (action word ing)

25. I'm not used to + (action word ing)

26. I need you to + (action word)

27. I'm here to + (action word)

28. I have something + (action word)

29. I'm anticipating

Regular English Lessons

Regular English Lessons (Part-2)

   Enter one's thoughts চিন্তায় আসা (come into one's contemplations); Cross one's way কারও সাথে হঠাৎ দেখা হওয়া (Meeting somebody shockingly); Cross the Rubicon-অপরিবর্তনীয় কোন সিদ্ধান্ত নেয়া (to settle on a firm choice); Cross to convey/shoulder যা না মেনে উপায় নেই (which must be acknowledged)


   Come about-ঘটা (to occur); Come over দেখা পাওয়া (to get sight of); Come and go-পরিবর্তন হওয়া (change); Come around to-মত পরিবর্তন করতে শুরু (to change one's position); Come by-পাওয়া (to get); Come down with-অসুস্থ হওয়া (become sick with)


   Relentless অনুভূতিহীন, নিষ্ঠুর (with no having or sympathy); Cold-fish-অবন্ধুসুলভ, অনুভূতিতীন, কঠিন-হৃদয় (unpleasant, coldblooded, unfeeling); Cold-hearted-অনুভূতিহীন, কঠিন-হৃদয় (horrible, coldhearted); Cold gathering শীতল অভ্যর্থনা (not extremely inviting)

   Close nearby খুব নিকটে, হাতের নাগালে (inside simple reach, helpful); Close-fisted man-কৃপণ (a penny pincher, a tightwad); Close on-প্রায় (nearly); Close quarters-নৈকট্য (proximity); Close to home-অপ্রিয় সত্যের কাছাকাছি (close to negative truth)

  • 6 Idioms Starting with "Change"


   Change hands-বিক্রি হওয়া (to be sold); Change of Heart-মতের পরিবর্তন (change of assessment); Change one's brain ধারণা পাল্টানো (structure another sentiment); Change one's spots-অভ্যাস বদলানো (to modify propensity); Change one's tune-মত পাল্টানো (to change conclusion)

  • Figures of speech Starting with "Catch"


   Catch an impression এক নজর দেখা (see initially); Catch a tarter-শক্ত লোকের পাল্লায় পড়া (to be with a crabby individual); Catch the consideration দৃষ্টি আকর্ষণ করা (to draw consideration); Catch cold-ঠান্ডা লাগা (turning out to be sick due to cold)

  • 5 Idioms Starting with "Cast"


   Cast a slur on-কলংক আরোপ (offensiveness, to spoil); Cast a spell-মুগ্ধ করা (to captivate or charm); Cast an eye over-দ্রুত চোখ বোলানো (to glance through immediately); Cast in a similar shape একই ধাঁচের, খুব সাদৃশ্যপূর্ণ (fundamentally the same as)

  • 7 Idioms Starting with "Convey"


   Convey coals to Newcastle-তেলা মাথায় তেল দেয়া (to supply where it is abundant and isn't required); Carry a tune-সঠিকভাবে একটি সুর তোলা (accurately singing a tune); Carry out-কোনোকিছু করা বা সম্পন্ন করা (doing or finishing something)

  • Figures of speech Starting with "Call"


   Consider a spade a spade-সরল সত্য কথা বলা (talk the plain truth); Call consideration দৃষ্টি আকর্ষণ (to draw consideration); Call for-কাউকে কোনো কিছুর জন্য ডাকা; প্রয়োজন (to call; require); Call being referred to সন্দেহ করা (question)

  • Maxims Starting with "By"


   Just barely broadness কোনোক্রমে এড়িয়ে যাওয়া (to stay away from by a near disaster); By a hair সামান্য দূরত্বে বা ব্যবধানে; একটুর জন্য (by a little separation); By a mile-বিশাল দূরত্বে বা ব্যবধানে (by a huge span); By a stroke of the pen-কলমের এক খোঁচায় (by composing with a pen)

Labels

Present Tense (25) Normal English Lessons (15) মধু খাওয়ার উপকারিতা (14) Tense (12) Regular English Lessons (11) জীবন বদলে দেওয়ার মতো 30 টি বাণী (11) রসুনের উপকারিতা (10) Interrogative Sentence (8) Negative Sentence (8) Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী (8) Affirmative Sentence (হাঁ -বাচক ) (7) Interrogative Negative (7) পেয়ারার উপকারিতা (7) কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক – (keyboard shortcuts) (6) রবীন্দ্রনাথের বাণী সমগ্র (6) 7 Idioms Starting with "Cold" (4) Parts of Speech-English Grammar (ইংরেজি ব্যাকরণ) (4) Sayings Starting with "Cross" and "Cry" (4) 6 Idioms Starting with "Close" (3) এ.পি.জে আব্দুল কালাম (3) Adjective (2) Figures of speech Starting with "Come" (2) Motivational speech (2) Preposition (2) grammar (2) voice-active-voice-passive-voice (2) About Us (1) Adverb (1) Believe-in-yourself-sand-stone. (1) Computer Shortcut Keys (1) Motivational Quotes in Bangali (1) Noun (1) Parts of Speech: Noun (1) Pronoun (1) Verb (1) এ.পি.জে আব্দুল কালামের অনুপ্রেরণাদায়ক বাণী (1) নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলা বাণী Netaji Subhash Chandra Bose Bangla Bani (1) বাংলা অনুপ্রেরণা মূলক উক্তি (1) ব্যবহার এবং অপকারিতা (1)

My Blog List

  • Positive Thoughts - * 1) ‘Dreams are not what you see in your sleep. Dreams* *That's what keeps you awake. '* *2) ‘To be as bright as the sun first* *You have to burn li...
    3 years ago

Popular Posts

Most Popular

জীবন বদলে দেবার মতো উক্তি,গুণীজনের বাণী , যা আপনার জীবনকে বদলে দিতে পারে

জীবন বদলে দেবার মতো উক্তি  জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায়, সময়কে ভালোভাবে ব্যবহার করতে। আর সময় শেখায়, জীবনের মূল্য দিতে।...