এবার তাহলে আমরা Tense শেখার জন্য প্রস্তুত।
Tense, Tense বা কাল, Tense কাকে বলে ? Tense কাকে বলে ও এর প্রকারভেদ, Rules of Tense - English-Bengali Grammar, আসুন ইংরেজী শিখি
Tense, Tense বা কাল, Tense কাকে বলে ? Tense কাকে বলে ও এর প্রকারভেদ, Rules of Tense - English-Bengali Grammar, আসুন ইংরেজী শিখি
- Tense কাকে বলে?
Answer :- Tense হল ক্রিয়ার কাল। Tense শুধুমাত্র Verb এর হয় , অন্য্ কোনো Parts of Speech - এর নয়। Verb মানে একটা কাজ। কাজ যখন , তখন নিশ্চই তার একটা সময় আছে। অর্থাৎ কাজটা কখন হয় , বা হয়েছিল বা হবে। Tense - এই সময়টাই বলে দেয়।
নীচে দেখো
Last Year (গত বছর ) (VIII) | This Year (এই বছর ) (IX) | Next Year (আগামী বছর ) (X) |
---|
অৰ্থাৎ গত বছর তুমি class VIII এ ছিলে , এই বছর তুমি class IX আছো। সামনের বছর তুমি class X পড়বে। তার মানে তিনটে কাল।
যেমনঃ
I go to the madrasah.
যেমনঃ
I went to the madrasah
যেমনঃ
I shall go to madrasah.
যেমনঃ
1. Present Indefinite
2.Present Continuous
3. Present Perfect
4. Present Perfect Continuous
Tense কাকে বলে কত প্রকার ও কি কি?
- ল্যাটিন শব্দ Tempus থেকে Tense শব্দের উৎপত্তি। Tempus শব্দের অর্থ সময়। অতএব, Tense শব্দের অর্থ সময় বা কাল। সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো Tense. তাই Tense-কে ইংরেজি ভাষার প্রাণ বলতে পারি। Verb বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে। যেমনঃ
Tense বা কাল বলে “কোন কাজ সম্পাদনের সময়কে”। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।
যেমনঃ
Example:
We play football today.- আমরা আজ ফুটবল খেলি।
We played football yesterday.- আমরা গতকাল ফুটবল খেলেছিলাম।
I shall play football tomorrow আমি আগামিকাল ফুটবল খেলব।
Classification of Tense – Tense শ্রেণীবিভাগ
Example:
We play football today.- আমরা আজ ফুটবল খেলি।
We played football yesterday.- আমরা গতকাল ফুটবল খেলেছিলাম।
I shall play football tomorrow আমি আগামিকাল ফুটবল খেলব।
Classification of Tense – Tense শ্রেণীবিভাগ
Tense প্রধানত তিন প্রকার। যেমনঃ
(a) Present Tense বা বর্তমান কাল।
(b) Past Tense বা অতীত কাল।
(c) Future Tense বা ভবিষ্যৎ কাল।
(a) Present Tense বা বর্তমান কাল।
(b) Past Tense বা অতীত কাল।
(c) Future Tense বা ভবিষ্যৎ কাল।
- প্রশ্নঃ Present tense কাকে বলে ?
যেমনঃ
I go to the madrasah.
- প্রশ্নঃ past tense কাকে বলে ?
যেমনঃ
I went to the madrasah
- প্রশ্নঃ Future tense কাকে বলে ?
যেমনঃ
I shall go to madrasah.
- প্রশ্নঃ Present tense কত প্রকার ও কি কি?
যেমনঃ
1. Present Indefinite
2.Present Continuous
3. Present Perfect
4. Present Perfect Continuous
- প্রশ্নঃ present Indefinite tense কাকে বলে ?
যেমনঃ We drink water.
চেনার উপায়ঃ- বাংলা ক্রিয়ার শেষে – এ, ই, অ, ও ইত্যাদি থাকে ।
গঠনপ্রণালীঃ Sentence এর প্রথমে
Subject তার পর মূল verbএবং সর্ব শেষে object বা Complement বসে ।
• Subject 3rd person singular number হলে verb এর সাথে s/es যুক্ত হয়।মনে রাখবেন আমি (I) এবং তুমি (you) ছাড়া পৃথিবীর সবকিছু 3rd person singular number অর্থাৎ I, you ছাড়া সবকিছুর সাথে s/es যুক্ত হয়। উপরের উদাহরণগুলো এখন মিলিয়ে দেখি ইংরেজিতে কি হয় :-• আমি কাজটি করি।
আমি = Subject = i করি = Verb. = do কাজটি = object = work সুতরাং, Subject + Verb + Object.
আমি কাজটি করি = I do the work. "কাজটি" বলাতে নিদিষ্ট করে একটি কাজকে বুঝানো হয়েছে তাই "The"
ব্যবহার হয়েছে। তেমনি করে দ্বিতীয় উদাহরণটি
দেখুন:-
সে বই পড়ে। অর্থাৎ, Sub + verb + Obj
= He reads a book. এখানে verb এর সাথে "S" হয়েছে কারণ Subject 3rd person singular number অর্থাৎ
I, you ছাড়া সবকিছুর সাথে s/es যুক্ত হয়. তেমনি তৃতীয় উদাহরণটিও হবে :-
• সে ঘুমায় = He sleeps.
আমি = Subject = i করি = Verb. = do কাজটি = object = work সুতরাং, Subject + Verb + Object.
আমি কাজটি করি = I do the work. "কাজটি" বলাতে নিদিষ্ট করে একটি কাজকে বুঝানো হয়েছে তাই "The"
ব্যবহার হয়েছে। তেমনি করে দ্বিতীয় উদাহরণটি
দেখুন:-
সে বই পড়ে। অর্থাৎ, Sub + verb + Obj
= He reads a book. এখানে verb এর সাথে "S" হয়েছে কারণ Subject 3rd person singular number অর্থাৎ
I, you ছাড়া সবকিছুর সাথে s/es যুক্ত হয়. তেমনি তৃতীয় উদাহরণটিও হবে :-
• সে ঘুমায় = He sleeps.
- Present_Continuous_Tense :-
বাংলায় চেনার উপায়:- ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছে ইত্যাদি থাকে।
অর্থাৎ , [মনে রাখতে হবে বাংলায় চিনার উপায়গুলো যার সাথে যুক্ত থাকবে তাই ক্রিয়া বা Verb.]
যেমনঃ
• আমি কাজটি করতেছি।(করতেছি= V).
• সে বই পড়তেছে।(পড়তেছে = V).
• তুমি ঘুমাইতেছ।(ঘুমাইতেছ = V)
যেমনঃ
• আমি কাজটি করতেছি।(করতেছি= V).
• সে বই পড়তেছে।(পড়তেছে = V).
• তুমি ঘুমাইতেছ।(ঘুমাইতেছ = V)
Present continuous tense এর বাক্যগুলো কে ইংরেজি অনুবাদ করার জন্য নিয়ম অনুসরণ করতে হয়।
# যেমনঃ
Structure:- Subject + am/is/are + Verb এর
সাথে (ing) + Object.
• লক্ষ্যণীয় বিষয় হলো:-
• Auxiliary Verb "am/is/are.
• Verb এর সাথে "ing"
•" i " এর পরে "am" হয়।
# যেমনঃ
Structure:- Subject + am/is/are + Verb এর
সাথে (ing) + Object.
• লক্ষ্যণীয় বিষয় হলো:-
• Auxiliary Verb "am/is/are.
• Verb এর সাথে "ing"
•" i " এর পরে "am" হয়।
• 3rd person singular number এর পর
" is"
হয়।
হয়।
• সকল plural এর পর "are হয়।
এখন উপরের উদাহরণগুলো ইংরেজি অনুবাদ করি, কি হয় দেখে নেওয়া যাক :-
• আমি কাজটি করতেছি।
আমি = Subject.
করতেছি = Verb.
কাজটি = object.
সুতরাং, Sub + am/is/are + V(ing) + Obj.
অর্থাৎ,
আমি কাজটি করতেছি = I am doing the
work.
তেমনি করে দ্বিতীয় উদাহরণটি দেখুন
:-
যেমনঃ
• সে বই পড়তেছে।
সে = Subject.
পড়েতেছি = Verb.
বই = Object.
সুতরাং, Sub + am/is/are + V (ing) + obj. সে বই পড়তেছে = He is reading Book.
তেমনি করে তৃতীয় উদাহরণটিও হবে :-
যেমনঃ
• তুমি ঘুমাইতেছ।
তুমি = Subject. ঘুমাইতেছ Verb. এখানে কোন object নেই।
সুতরাং, Sub + am/is/are + Verb(ing) + obj.
অর্থাৎ,
তুমি ঘুমাইতেছ = You are sleeping.
এখানে একটা কথা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে, বাংলায় চিনার উপায়গুলো জানা না থাকলে আপনি আমি Sub + as/is/are + V(ing) + obj এই রুলসের কোন ইংরেজি বাক্য দেখলে
কিন্ত সঠিক উচ্চারণ অর্থাৎ অনুবাদ
করতে পারবো না।
• আমি কাজটি করতেছি।
আমি = Subject.
করতেছি = Verb.
কাজটি = object.
সুতরাং, Sub + am/is/are + V(ing) + Obj.
অর্থাৎ,
আমি কাজটি করতেছি = I am doing the
work.
তেমনি করে দ্বিতীয় উদাহরণটি দেখুন
:-
যেমনঃ
• সে বই পড়তেছে।
সে = Subject.
পড়েতেছি = Verb.
বই = Object.
সুতরাং, Sub + am/is/are + V (ing) + obj. সে বই পড়তেছে = He is reading Book.
তেমনি করে তৃতীয় উদাহরণটিও হবে :-
যেমনঃ
• তুমি ঘুমাইতেছ।
তুমি = Subject. ঘুমাইতেছ Verb. এখানে কোন object নেই।
সুতরাং, Sub + am/is/are + Verb(ing) + obj.
অর্থাৎ,
তুমি ঘুমাইতেছ = You are sleeping.
এখানে একটা কথা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে, বাংলায় চিনার উপায়গুলো জানা না থাকলে আপনি আমি Sub + as/is/are + V(ing) + obj এই রুলসের কোন ইংরেজি বাক্য দেখলে
কিন্ত সঠিক উচ্চারণ অর্থাৎ অনুবাদ
করতে পারবো না।
যেমন I am seeing the boy who is naughty in the classroom.
এখানে লক্ষ্য করুন, "I am seeing the boy =
আমি বালকটিকে দেখতেছি"
এখন আমার কথা বলো sub + am/is/are +
Verb (ing) + obj এই রুলসে "I am seeing the
boy" যখন পেলাম তখন এই অনুবাদটিও
present continuous tense বাংলায় চেনার
ঐ উপায়'এর আঙ্গিকে সঠিক অনুবাদ
করতে হবে।
এখানে লক্ষ্য করুন, "I am seeing the boy =
আমি বালকটিকে দেখতেছি"
এখন আমার কথা বলো sub + am/is/are +
Verb (ing) + obj এই রুলসে "I am seeing the
boy" যখন পেলাম তখন এই অনুবাদটিও
present continuous tense বাংলায় চেনার
ঐ উপায়'এর আঙ্গিকে সঠিক অনুবাদ
করতে হবে।
- You were in class VII last year (তোমরা গত বছর অষ্টম শ্রেণীতে ছিলে )
- You are in class IX this year (এ বছর তোমরা নভোম শ্রেণীতে আছো )
- You will be in class X next year (আগামী বছর তোমরা দশম শ্রেণীতে পড়বে)
অৰ্থাৎ ক্রিয়ার তিনটে কাল
LINK Below
LINK Below
ইরাজিতে বিভিন্ন Tense এ বিভিন্ন রকম Verb বসে। যেমন - I go / Iwent / I shall Go .
Go-Verb of Present Tense
Went- Verb of Past Tense
Shall go- Verb of Future Tense
প্রত্যেক Tense এর আবার ৪ (4) রকম ভাগ আছে
- Present Indefinite or Simple Tense
- Present Continuous or Progressive Tense
- Present Perfect Tense
- Present Perfect Continuous Tense
- Past Indefinite or Simple Tense
- Past Continuous Tense or Progressive Tense
- Past Perfect Tense
- Past Perfect Continuous Tense
- Future Indefinite or Simple Tense
- Future Continuous or Progressive Tense
- Future Perfect Tense
- Future Perfect Continuous Tense
No comments:
Post a Comment