[Aux. - do/dose + Verb Present]
➧Present Indefinite Tense ব্যাপারটা কী বা কাকে বলে ?
সাধারণভাবে বর্তমান কালে কোনো কিছু করা , হওয়া বা থাকা বোঝালে Present Indefinite Tense বলে।
যেমন -
1- I play football- আমি ফুটবল খেলি।
2- He is ill- সে (হয়) অসুস্থ।
3- She has a pen- তার একটি কলম আছে।
4-They sing a song. তারা একটি গান গাই।
একটু লক্ষ্য করলেই দেখবে বাক্য গুলি (1-4) সবই Affirmative ( হাঁ -বাচক ) ধরণের। কিন্তু আমরা সারাদিন যত কথা বলি সবই তো Affirmative Sentence নয় , অন্য form এর sentence ও আছে।
একটু লক্ষ্য করলেই দেখবে বাক্য গুলি (1-4) সবই Affirmative ( হাঁ -বাচক ) ধরণের। কিন্তু আমরা সারাদিন যত কথা বলি সবই তো Affirmative Sentence নয় , অন্য form এর sentence ও আছে।
মোট চার ধরণের Sentence আছে
মোটামুটি আমরা সারাদিন যত বাক্য ব্যবহার করি সে গুলি চার ধরণের হয়।
1- Affirmative.(হাঁ -বাচক )
2- Negative(না - বাচক )
3- Interrogative(প্রশ্নবোধক )
4- Interrogative Negative.(প্রশ্নবোধক না - বাচক)
আমরা যদি প্রত্যেক Tense-এর এই চার ধরণের বাক্য গঠনের রীতি শিখে নিই , তাহলে যে কোনো বাক্য যা আমরা বাংলায় বলবো - ইরাজিতে বলতে বা শিখতে পারবো।