- Present Continuous Tense কাকে বলে
সাধারণ ভাবে বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝাতে Verb-এর Present Continuous Tense -এর ব্যবহার হয়। যেমন :
1.He is sleeping . সে ঘোমাচ্ছে। - ঘোমানো কাজটা বার্তোমে চলছে বোঝাচ্ছে।
2.They are playing .তারা খেলছে। - খেলা করা কাজটা বর্তমানে চলছে বোঝাচ্ছে ।
3.You are reading . তোমরা পড়ছো। - পড়া করা কাজটা বর্তমানে চলছে বোঝাচ্ছে ।
1.He is sleeping . সে ঘোমাচ্ছে। - ঘোমানো কাজটা বার্তোমে চলছে বোঝাচ্ছে।
2.They are playing .তারা খেলছে। - খেলা করা কাজটা বর্তমানে চলছে বোঝাচ্ছে ।
3.You are reading . তোমরা পড়ছো। - পড়া করা কাজটা বর্তমানে চলছে বোঝাচ্ছে ।
এবার দেখো কিভাবে Present Continuous Tense - এর বিভিন্ন ধরণের Sentence গঠন করতে হয়।
Affirmative Sentence
Present Continuous Tense - এ Affirmative Sentence গঠন করতে হলে বাক্যের প্রথমে Subject বসে, তারপর Auxiliary is/am/ are অর্থ অনুযায়ী বসে verb-এর সঙ্গে ing যোগ করতে হয়। তারপর other words বসে।
[S+ am/is are+V-ing + Other words]
1. I am reading English . আমি ইংরেজি পড়ছি।
2. He is eating an apple . সে একটা আপেল খাচ্ছে।
3. She is writing a letter . সে একটা চিঠি লিখছে।
2. He is eating an apple . সে একটা আপেল খাচ্ছে।
3. She is writing a letter . সে একটা চিঠি লিখছে।
4. They are playing in the field . তারা মাঠে খেলছে।
5. You are drinking milk . তুমি দুধ খাছ।
5. You are drinking milk . তুমি দুধ খাছ।
Negative Sentence
Negative Sentence-এ একটা not বসবে। Not-টা auxiliary verb am/is/are এর পরেই বসবে।
[S+am/is are+not+v-ing+other words ]
1. Babu is not reading now . বাবু এখন পড়ছে না।
2. He is not playing today . সে আজ খেলছে না।
3. She is not working now . সে এখন কাজ করছে না।
4. They not making a noise . তারা গোলমাল করছে না।
1. Is he sleeping now ? সে কি এখন ঘোমাচ্ছে ?
2.Are they going to school ? তারা কি স্কুলে হচ্ছে ?
3. Are you reading English ? তুমি কি ইংরেজি পড়ছো
4. Am I singing a song ? আমি কি গান গাইছি ?
2. Who are shouting ? কারা চিৎকার করছে ?
2. What are you doing now ? তুমি এখন কি করছো ?
3. When is he going ? সে কখন যাচ্ছে ?
4. Why are you laughing ? তোমরা হাসছো কেন ?
5. How is he doing it ? সে কিভাবে এটা করছে ?
2-Are they not reading English? তারা কি ইংরেজি পড়ছে না ?
3-Why is he not going ? সে কেন যাচ্ছে না ?
4-Who arer not coming ? কে কে আসছে না ?
5-Why is not Bina singing ? বীনা গান গাইছে না কেন?
2. He is not playing today . সে আজ খেলছে না।
3. She is not working now . সে এখন কাজ করছে না।
4. They not making a noise . তারা গোলমাল করছে না।
Interrogative Sentence
Interrogative Sentence এ Subject ও Auxiliary verb স্থান বদল করবে। অর্থাৎ বাক্যের প্রথমে auxiliary verb বসবে , তারপর subject , FV + ing , তারপর other Words .
[Aux+S+FV+ing+ Other Words]
কিভাবে লিখতে হয় দেখো :-1. Is he sleeping now ? সে কি এখন ঘোমাচ্ছে ?
2.Are they going to school ? তারা কি স্কুলে হচ্ছে ?
3. Are you reading English ? তুমি কি ইংরেজি পড়ছো
4. Am I singing a song ? আমি কি গান গাইছি ?
=> Who দিয়ে প্রশ্ন
Who + Aux +FV +ing +Other Words
1. Who is standing there ? কে ওখানে দাঁড়িয়ে আছে ?2. Who are shouting ? কারা চিৎকার করছে ?
WH দিয়ে প্রশ্ন
WH + Aux +Sub +FV +ing +Other Words
1. Where are they going ? তারা কোথায় যাচ্ছে ?2. What are you doing now ? তুমি এখন কি করছো ?
3. When is he going ? সে কখন যাচ্ছে ?
4. Why are you laughing ? তোমরা হাসছো কেন ?
5. How is he doing it ? সে কিভাবে এটা করছে ?
Interrogative Negative
[Aux+not +S.noun+FV+ing+ Other Words]
[Aux +S.pronoun+not+FV+ing+ Other Words]
1-Is not the boy sleeping now ? ছেলেটা কি এখনো ঘুমাচ্ছে না ?[Aux+not +S.noun+FV+ing+ Other Words]
[Aux +S.pronoun+not+FV+ing+ Other Words]
2-Are they not reading English? তারা কি ইংরেজি পড়ছে না ?
3-Why is he not going ? সে কেন যাচ্ছে না ?
4-Who arer not coming ? কে কে আসছে না ?
5-Why is not Bina singing ? বীনা গান গাইছে না কেন?