[S +Aux -have been/has been+V+ing]
কোনো কাজ অতীত কালকে আরম্ভ হওয়ার এখনো চলছে , ভবিষ্যতেও চলতে পারে ---এরকম বোঝালে verb এর Present Perfect Continuous Tense হয়Ex -
I have been living in this town since 1950. আমি ১৯৫০ সাল থেকে এই শহরে বাস করছি।
Affirmative Sentence
[S+Aux+V+ing+other words+Time phrase]
Ex1- He has been reading since morning.
2-You have been standing here for one hour.
একটু লক্ষ করলেই দেখবে Time phrase এর আগে একটা since বা for বসেছে।
- কোথায় since আর কোথায় for বসবে ?
- আর Time phrase ব্যাপারটা বা কি ?
নিচে দেখো
* Time phrase মানে সময় - বাচক একটা কথা।* Time phrase-টা Period of Time বোঝালে Time phrase এর আগে for বসবে।
* Time phrase-টা Point of Time বোঝালে Time phrase এর আগে since বসবে
* বাংলা বাক্যে-ধরে / যাবৎ থাকলে Period of Time বোঝাবে আর Time phrase এর আগে for বসবে।
* বাংলা বাক্যে-হইতে/থেকে থাকলে Point of Time বোঝাবে আর Time phrase এর আগে Since বসবে।
* অন্য ভাবেও ব্যাপারটা মনে রাখতে পারো। বারের সময় (sunday,monday etc.) মাসের নাম (may ,July etc.) সাল (1930,1860 etc.) সময় (সকাল ৬টা , বিকাল ৪টা ইত্যাদি ) এমন থাকলে Point of Time বুঝবে , আর Time phrase এর আগে since বসবে। আর তা না হলে for বসবে।
- Point of Time - Since
- Period of Time - For
- He has been sleeping since evening . সে সন্ধ্যে থেকে ঘুমাচ্ছে।
- Rambabu has been servicing in the office for ten years. রামবাবু দশ বছর ধরে এই অফিসে চাকরি করছেন।
- It has been raining dawn. ভোর থেকে বৃষ্টি হচ্ছে।
Negative Sentence
[S+have not been/has not been+V+ing+other words+Time phrase]
1-He has not been sleeping since morning.সে সাকল থেকে ঘুমাচ্ছে না।2-We have not been working for an hour. আমরা এক ঘন্টা ধরে কাজ করছি না।
3-He has not been dancing since 7 P.M. সে সন্ধ্যা ৭ থেকে নাচছে না।