Negative Sentence (না - বাচক )
Present Indefinite Tense এ Negative sentence গঠন করতে বাক্যের প্রথমে Subject,তারপর do not / does not তারপর verb তারপর Other Words বসে। ' be ' Verb ও Have Verb এর ক্ষেত্রে শুধু No / Not বসলেই হবে। Do /Dose এখানে Auxiliary verb ও No / Not হলে Negative Element.
[ S+do not / does not + V + Others Words ]
নিচে দেখো
1. He does not eat rice.
2. She does not like fish.
3. I do not like the man.
4. He is not happy.
5. She has no pan.
6. They have no shelter.
একটি মনে রাখার বিষয়
Third Person Singular Number Subject -এর Verb এর সঙ্গে S / es যোগ করার ব্যাপারটা কিন্তু শুধু মাত্র Affirmative Sentence এর ক্ষেত্রে প্রযোজ্য। নেগেটিভ বা অন্য্ কোনো pattern এর ক্ষেত্রে নয়। যেমন
He dose not sing.(sings নয়) । Barin Plays কিন্তু Barin dose not play . (Plays নয়) ।