Present Indefinite Tense এ Interrogative Sentence গঠন করতে বাক্যের প্রথমে Auxiliary Verb Do / Dose আসবে তারপর Subject তারপর Verb তারপর Other Words
[Do /Does + S + V+O ]
Ex -
1. Do you know him?
2. Dose he comes here?
3. Does Rina read English?
4. Do you know it?
Interrogative Sentence with "Be" Verb , "Have" Verb
"Be" Verb ,ও "Have" Verb এর ক্ষেত্রে বাক্যের প্রথমে "Be" Verb , বা "Have" Verb বসে , তারপর subject তারপর Other words ,
"Be" Verb ,ও "Have" Verb + S + O
1. Is he your Friend ?
2. Has he any Friend ?
3. Have you a doll ?
"WH" word দিয়ে প্রশ্ন
ইরাজিতে যেমন Auxiliary Verb দিয়ে প্রশ্ন করা হয়।, তেমন 'WH ' Word দিয়েও প্রশ্ন করা হয়।
'WH ' Word দিয়ে প্রশ্ন দু ভাবে হতে পারে
1.Who দিয়ে ,
2.Other Word দিয়ে।
তোমরা আগেই পড়েছে যে ইরাজিতে মোট ৯টি "WH" Word আছে। সে গুলি হলো :
ইংরেজিতে মোট ৯টি ' WH ' Word আছে। যেমন :
১.Who (কে),
২.Which (কোনটা )
৩.What (কী )
৪.Why(কেন )
৫.Whom (কাকে )
৬.When (কখন )
৭.Where (কোথায় )
৮.Whose (কার )
৯.How (কেমন করে )
এগুলি দিয়ে সাধারণ ভাবে প্রশ্ন করা হয় ,
"Who" দিয়ে
[Who+V+Other Words]
1. Who reads English? কে ইংরেজি পড়ে ?
3.Who has a car? কার একটি গাড়ি আছে ?
4.Who is there? কে ওখানে ?
Other "WH" Word দিয়ে প্রশ্ন
WH +Aux+S+V+other words
1. Where do you live ? তুমি কোথায় বাস করো ?
2. Whom do you wand ? তুমি কাকে চাও ?
3. What dose he want ? সে কি চাই ?
4. When do they go to school ? তার কখন বিদ্যালয়ে যায় ?
5. Why dose she weep ? সে কাঁদে কেন ?
6. How do you come to school ? তুমি কেমন করে বিদ্যালয়ে আস ?
Which
7. Which pen do you want ? কোন কলম টা তুমি চাও ?
8. Which is your house ? কোন বাড়িটা তোমার ?
9. Which of the books do you like ? বই গুলির মধ্যে কোনটা তুমি পছন্দ করো ?
Whose
1. Whose is this pen ? এই কলম টি কার ?
2.Whose pen is this ? এটা কার কলম ?
3. Whose cows are these ? এগুলি কার গরু ?
4. Whose brother do you talk of ? তুমি কার ভাইয়ের কথা বলছো
2.Whose pen is this ? এটা কার কলম ?
3. Whose cows are these ? এগুলি কার গরু ?
4. Whose brother do you talk of ? তুমি কার ভাইয়ের কথা বলছো
HOW দিয়ে প্রশ্ন
1. How are you? তুমি কেমন আছো?
2. How many friends have you ? তোমার কতগুলি বন্ধু আছে ?
3. How is the patient ? রোগী টা কেমন আছে ?
4. How often dose he come here ? সে এখানে কতবার আসে ?
5. How far do you go ? তুমি কত দূর যাও ?