(Aux-had+VPP)
Past Perfect Tense টা ইংরেজিতে বেশ মজার ব্যাপার। অতীত কালকে দুটি কাজ হয়েছিল ; এবং একটার আগে যার একটি কাজ হয়েছিল ---- এমন বোঝালে, যে কাজটা আগে হয়েছিল বোঝাবে তার Verb-এর Past Perfect
Tenseহবে। আর Verb টা Had+VPP দিয়ে বলতে হবে। পরে হওয়া কাজটার Verbটা Past Indefinite Tense-এ হবে।
Past Perfect Formula
The formula for the past perfect tense is had + [past participle]. বিষয়টি একক বা বহুবচন কিনা তা বিবেচ্য নয়; সূত্র পরিবর্তন হয় না।
যেমন -
তুমি আসার আগে আমি ইংরেজি পড়ছিলাম
অতীত কালকেই দুটি কাজ হয়েছিল।
- তুমি এসেছিলে। You come.
- আমি ইংরাজী পড়ছিলাম। I read English. কিন্তু যেহেতু তুমি আসার আগে আমার ইংরাজি পড়া কাজ টা হয়েছিল বোঝাচ্ছে তাই ইংরেজিতে বলতে হবে:
=>The patient had died before the doctor came.
=> We had played before the rain came.
Affirmative Sentence
[S+Aux+VPP+Other words]
- The train had left before we reached the station,
- He had finished the work before the train came.
- They had played football before the train started .
Negative Sentance
[S+Aux+Neg+VPP+Other words]
- He had not eaten rice before his father came.
- You had not read English before he came.
- The boy had not done anything before you came.
Interrogative Sentence
[Aux+S+VPP+Other words]
- Had he seen the tiger before Indra came?
- Had you heard the sound before people cried?
- had she told you anything before she wept?
No comments:
Post a Comment