Past Perfect Continuous Tense
এই Tense form-টাও বেশ মজার। অতীত কালকে দুটি কাজ হয়েছিল, একটার আগে র একটা চলছিল। এমন বোঝাতে যে কাজ টা আগে চলছিল। তার verb টার Past Perfect Continuous Tense হয় এবং Verb -টা hed been +V-ing---দিয়ে বলতে হয় ; Past Indefinite-এ বলতে হয়।
যেমন :-
তুমি আসার আগে আমি ইংরাজি পড়ছিল।
অতীত কালকে দুটি কাজ হয়েছিল।
1-তুমি এসেছিলে ---------------- You Came .
2-আমি ইংরাজি পড়ছিলাম ----I was reading English .
কিন্তু যেহেতু ইংরাজি পড়া কাজ টা আগে চলছিল তাই ইংরাজিতে বলতে হবে।
I had been reading English before you came. (Was এর বদলে)
Past Perfect Tense -এর সঙ্গে এই Tense এর তফাৎ টা দেখো।
Past Perfect Tense
Ex-
I had slept before you came. তুমি আসার আগে আমি ঘুমিয়েছিলাম।
(অতীত কালকে দুটি কাজে এর মধ্যে একটার আগে আরেকটা হইয়াছিল)
Past Perfect Continuous Tense.
Ex-
I had been sleeping before you came. তুমি আসার আগে আমি ঘুমাচ্ছিলাম
(অতীত কালকে দুটি কাজে এর মধ্যে একটার আগে আরেকটা চলছিল)
Present Perfect Continuous Tense.
Ex-
He has been sleeping for three hours.
Past Perfect Continuous Tense.
Ex-
He had been sleeping for three hours.
গঠনের নিয়ম
S+Aux+V+ing+O/C+other words
1-He had been Singing before you came.
2-They had been playing before the rain came.
3-You had been waiting for two hours.
No comments:
Post a Comment