English to Bengali, বাংলা ও ইংরেজি, Online English to Bengali Tense, English Gramma

শিক্ষায় জীবন

The Future Perfect Tense

Future Perfect Tense Examples in Bengali

             ভবিষৎ কালে কোনো কাজ হয়ে থাকবে এমন বোঝাতে Verb এর Future Perfect Tense হয়। এই Tense Auxiliary হল shall have ও will have এবং Perfect Tense বলে Verbএর  Past Participle (VPP) form হয়।  যেমন - সে এখনই বাড়ি পৌঁছে থাকবে। অর্থাৎ বাড়ি পৌঁছানো কাজটা এখনো হয় নি , ভবিষতে হবে। He will have reached home by now.

Future Tense (ভবিষ্যত কাল) - English Grammar (ইংরেজি ব্যাকরণ)

(S+Aux+Vpp+O/C+Other words)

1. He will have finished the work by the evening.
2. She will have completed the drawing by then.
আরো দুটি অর্থে Future Perfect Tense এর ব্যবহার হয়। যেমন -
(i) 
অতীত কালকে দুটো কাজ হবে, একটার আগে আর একটি কাজ হবে বোঝালে, যে কাজ টা আগে হবে সে কাজটার verb Future Perfect Tense এ হবে। অর্থাৎ shall have/will have +VPP দ্বারা বলা হবে। আর পরে হওয়া কাজটা Present Indefinite tense হবে। 
যেমন -
1. You will have reached home before the rain starts.বৃষ্টি শুরু হবার আগে তোমার বাড়ি পৌঁছাতে হবে। 
2. He will have got a job before his father retires.তার বাবা অবসর নেওয়ার আগেই সে একটি চাকরি পেয়ে যাবে। 
(ii)
অতীত কালে কোনো কাজ শেষ হয়ে যাবে এমন বোঝাতে। 
1. You will have heard the name Netaji. তোমরা নেতাজির নাম শুনে থাকবে। 
2. You will have seen the man already.তোমরা লোকটাকে ইতিমধ্যেই দেখে থাকবে। 

"The future tense here implise an inference." অর্থাৎ I infer or believe that you have heard the name of Netaji.

ইংরাজিতে কিন্তু Will has / Shall has বলে কিছু নেই, Subject Third Person singular হোক আর যাইহোক will have /shall have-ই বসাতে হবে। 

          Negative Sentence

এই Tense এ Negative Sentence গঠন করতে, notটা  দুটি  auxiliary shall / will ও have এর মাঝখানে। বাকি Element Affirmative এরই মতো। 
S+Auxiliary+not+Auxiliary+VPP+o/c+other words
1. He will not have reached home by now. 
2. You will not have reached there before the rain comes.
3. He will not have heard the news.

        Interrogative Sentence

Aux+S+Aux+VPP+o/c+Other words
1. Will he have finished the work before the evening?
2. Will they have heard the news?
3. Will you have reached home before darkness falls?

No comments:

Post a Comment

Labels

Present Tense (25) Normal English Lessons (15) মধু খাওয়ার উপকারিতা (14) Tense (12) Regular English Lessons (11) জীবন বদলে দেওয়ার মতো 30 টি বাণী (11) রসুনের উপকারিতা (10) Interrogative Sentence (8) Negative Sentence (8) Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী (8) Affirmative Sentence (হাঁ -বাচক ) (7) Interrogative Negative (7) পেয়ারার উপকারিতা (7) কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক – (keyboard shortcuts) (6) রবীন্দ্রনাথের বাণী সমগ্র (6) 7 Idioms Starting with "Cold" (4) Parts of Speech-English Grammar (ইংরেজি ব্যাকরণ) (4) Sayings Starting with "Cross" and "Cry" (4) 6 Idioms Starting with "Close" (3) এ.পি.জে আব্দুল কালাম (3) Adjective (2) Figures of speech Starting with "Come" (2) Motivational speech (2) Preposition (2) grammar (2) voice-active-voice-passive-voice (2) About Us (1) Adverb (1) Believe-in-yourself-sand-stone. (1) Computer Shortcut Keys (1) Motivational Quotes in Bangali (1) Noun (1) Parts of Speech: Noun (1) Pronoun (1) Verb (1) এ.পি.জে আব্দুল কালামের অনুপ্রেরণাদায়ক বাণী (1) নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলা বাণী Netaji Subhash Chandra Bose Bangla Bani (1) বাংলা অনুপ্রেরণা মূলক উক্তি (1) ব্যবহার এবং অপকারিতা (1)

My Blog List

  • Positive Thoughts - * 1) ‘Dreams are not what you see in your sleep. Dreams* *That's what keeps you awake. '* *2) ‘To be as bright as the sun first* *You have to burn li...
    3 years ago

Popular Posts

Most Popular

জীবন বদলে দেবার মতো উক্তি,গুণীজনের বাণী , যা আপনার জীবনকে বদলে দিতে পারে

জীবন বদলে দেবার মতো উক্তি  জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায়, সময়কে ভালোভাবে ব্যবহার করতে। আর সময় শেখায়, জীবনের মূল্য দিতে।...