English to Bengali, বাংলা ও ইংরেজি, Online English to Bengali Tense, English Gramma

শিক্ষায় জীবন

How to use Can / Could in sentence

How to use Can / Could in sentence 

Can 

1- Ability অর্থে : সামর্থ্য 

A- He can speak German. সে জার্মান ভাষা বলতে সমর্থ,

=> He is able to speak German.

B- He cannot write English. সে ইংরাজি বলতে সমর্থ নয়। (অর্থাৎ , পারেনা )

=> He is not able/unable to write English.

2- Permission (অনুমতি দেওয়া অর্থে) 

A- Can I speak to Mr. Sur? আমি কি Mr. Sur এর সঙ্গে কথা বলতে পারি?

(কথা বলার অনুমতি পেতে পারি?)

3- Theoretical possibility ( সম্ভাবনা অর্থে) :

A- Anybody can protest.  যে কেউ প্রতিবাদ করতে পারে । 

Could 

Past ability: 

A- I could never do sums. আমি কখনোই অঙ্ক করতে পারতাম না । ( অতীত কালের কথা ) ।

B- He could dance well. ( সে ভালো নাচতে পারতো)।

Request 

A- Could you please give me a book? 

Present or Future Permission: 

A- Could I speak to Mr. Das? আমি কি Mr. Das এর সাথে কথা বলতে পারি/ পারবো ? ( বর্তমান কালেও could বসে)।

Present possibility :

A- We could attend the meeting.

B- The boy could be published.

অবাস্তব অবস্থায় সম্ভাবনা : 

A- If I had enough money, I could buy a car./ I could have bought a car.

How to use May/ Might in sentences 

May 

Permission

A- May I come in sir? 

B- May I do it? 

Possibility

A- It may rain soon. শীঘ্রই বৃষ্টি হতে পারে । 

Wish/Prayer ( ইচ্ছা বা প্রার্থনা বোঝাতে)

A- May you be Happy!    ----Wish

B- May God bless you!   ---- Prayer

Might 

Possibility

A- He might be killed (সে মারা পড়তে পারতো)

B- He might have helped you. সে তোমাকে সাহায্য করতে পারতো । 

C- What you say might be true.( তুমি যা বলছ, তা সত্যি হতে পারত)।

Shall / Should 

Shall

Future Tense বোঝাতে 

I shall go there tomorrow.

Intention ( ইচ্ছা বোঝাতে )

We shall visit the place.

To give order or intimidation (আদেশ / ভয় প্রদর্শন)

A- You shall come soon.

B- He shall die!

Should

উচিত অর্থে 

1- You should obey your parents. He should help your friends.

Condition ( শর্ত)

2- Should you be kind enough to help me.............

Other use

3- How should I do it ? এটা কি করে করি বলুন তো?

Will / Would 

Will

Willingness ( ইচ্ছা)

A- I will tell you a story.

B- He will help you, surely! 

Polite request

A- Will you have tea?

B- Will you please shut the door?

Would

Polite Request :

A- Would you please help me? 

B- Would you mind shutting the door, Please?

Past habit 

A- Every night he would drink.

Expressing preference 

A- I'd (I would) rather go! আমি বরং যাই।

MUST

A- He must do it.

B- He must have done it.

C- You must have heard the name of Netaji.

D- There must be some mistakes in what he writes.

OUGHT TO 

A- You ought to do your duty.

B- She ought to be here by now

NEED

A- He needs a good dictionary

B- You need a sweater. 

C- He need not go. ( তার যাবার দরকার নেই)

Note --- Need -- Principal Verb হলে তার সঙ্গে person ভেদে 's' যোগ হবে । কিন্তু need Auxiliary verb হলে সব person এই need হবে কোনো s যোগ হবে না । উপরের sentence তিনটি দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে । 

A - He did not need to go. ( তার যাওয়ার দরকার ছিল না । )

C- Need he go ? (তার কি যাওয়া দরকার)


'Need' এর আর একটি মজার use হল 

A- He just needs to go. (এখানে needs মানে Necessarily. )

DARE 

1- How dare you to do this? তুমি এটা কোন সাহসে করো?

2- How dare he do it? সে এটা কোন সাহসে করলো?

3- Dare he comes here? তার এখানে আসার সাহস আছে ?

4- I daresay (I dare Say ) he did it. Daresay here means ---- suppose

USED TO 

A- His hair used to be black, but it is grey now.

B- He used to read the Bible every morning.

C- I usedn't to like the man, but now I like him.


No comments:

Post a Comment

Labels

Present Tense (25) Normal English Lessons (15) মধু খাওয়ার উপকারিতা (14) Tense (12) Regular English Lessons (11) জীবন বদলে দেওয়ার মতো 30 টি বাণী (11) রসুনের উপকারিতা (10) Interrogative Sentence (8) Negative Sentence (8) Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী (8) Affirmative Sentence (হাঁ -বাচক ) (7) Interrogative Negative (7) পেয়ারার উপকারিতা (7) কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক – (keyboard shortcuts) (6) রবীন্দ্রনাথের বাণী সমগ্র (6) 7 Idioms Starting with "Cold" (4) Parts of Speech-English Grammar (ইংরেজি ব্যাকরণ) (4) Sayings Starting with "Cross" and "Cry" (4) 6 Idioms Starting with "Close" (3) এ.পি.জে আব্দুল কালাম (3) Adjective (2) Figures of speech Starting with "Come" (2) Motivational speech (2) Preposition (2) grammar (2) voice-active-voice-passive-voice (2) About Us (1) Adverb (1) Believe-in-yourself-sand-stone. (1) Computer Shortcut Keys (1) Motivational Quotes in Bangali (1) Noun (1) Parts of Speech: Noun (1) Pronoun (1) Verb (1) এ.পি.জে আব্দুল কালামের অনুপ্রেরণাদায়ক বাণী (1) নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলা বাণী Netaji Subhash Chandra Bose Bangla Bani (1) বাংলা অনুপ্রেরণা মূলক উক্তি (1) ব্যবহার এবং অপকারিতা (1)

My Blog List

  • Positive Thoughts - * 1) ‘Dreams are not what you see in your sleep. Dreams* *That's what keeps you awake. '* *2) ‘To be as bright as the sun first* *You have to burn li...
    3 years ago

Popular Posts

Most Popular

জীবন বদলে দেবার মতো উক্তি,গুণীজনের বাণী , যা আপনার জীবনকে বদলে দিতে পারে

জীবন বদলে দেবার মতো উক্তি  জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায়, সময়কে ভালোভাবে ব্যবহার করতে। আর সময় শেখায়, জীবনের মূল্য দিতে।...