স্বামী বিবেকানন্দের বাণীই হোক পাথেয়
- বিবেকানন্দের মতানুসারে, রামকৃষ্ণ দেবের কাছ থেকে পাওয়া তার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে শিব জ্ঞানে জীব সেবা। তাই তিনি বলেছেন- মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা।
- যুবসমাজের জন্য তাঁর সেই যুগাতীত বাণী- 'জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না-পৌঁছানো পর্যন্ত থেমো না।" আজও একইভাবে জাগ্রত করে তোলে।
- বিবেকানন্দের কথায়, “নিজের উপর বিশ্বাস না এলে … ঈশ্বরের উপর বিশ্বাস আসে না।”
- “সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না।”
- “যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে; আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।”
পশ্চিমবঙ্গ সরকার স্বামী বিবেকানন্দের বিখ্যাত ভাষণ 9 থেকে 12 শ্রেণির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
পশ্চিমবঙ্গ সরকার আজ শিকাগোতে বিশ্ব ধর্মের সংসদে স্বামী বিবেকানন্দের বিখ্যাত ভাষণ আগামী বছর থেকে ক্লাস 9 থেকে 12 পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জানিয়েছেন।
No comments:
Post a Comment